Last updated 10 months ago
Last updated 10 months, 3 weeks ago
Last updated 8 months, 1 week ago
মুখ খুললেই ঝগড়া হয়ে যায়,
তাই ইন্ট্রোভার্ট হয়ে গেছি!
আঘাত তো সেই করে,যে একসময় বলতো তোমার কিছু হলে আমার খুব কষ্ট হয়!
আমি কখনো জোর করে কিছুই পেতে চাই না।
না কারো সময়, না কারো সঙ্গ, না কারো মায়া, আর না কারো ভালোবাসা।
আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।
আলো খুঁজতে গিয়ে হারালাম সব,
অন্ধকারেই এখন বাড়ি আমার,
কেউ আর দরজায় কড়া নাড়ে না।
পৃথিবীতে একটা চরম সত্যি কি জানেন? আমরা যেটা পাই না যেটা আমাদের না আমরা সেটাই চেয়ে বসি।
আমাদের আবারো প্রেম হোক!
তোমার আমাতে আমৃত্যু জন্মাক! হারানোর ভয় তোমাকে পেয়ে বসুক।
একটু কথা বলার তৃষ্ণায় তোমার হৃদয়টা তৃষ্ণার্থ থাকুক।
তারপরও, তারপরও আমাদের আবার প্রেম হোক
কত কথা জমা ছিল মনে, কত স্বপ্ন ছিল চোখে।
সবই যেন হাওয়ার মতো মিলিয়ে গেল,
তুমি যে ছিলে আমার জীবনের একমাত্র আলো।
সম্পর্ক নামক জিনিসটা সবার জন্য নয়, এটা শুধুমাত্র তাদের জন্য যারা এর মূল্য দিতে জানে।
ভালোবাসা থাকলে পেঁয়াজ, মরিচ কামড়ে ভাত খাওয়াতেও অমৃত লাগবে। আর যেখানে সুখ কিংবা ভালোবাসা নেই সেখানে মাছ, মাংস, কোরমা, পোলাও থাকলেও সবকিছুই বিষাক্ত মনে হবে।
Last updated 10 months ago
Last updated 10 months, 3 weeks ago
Last updated 8 months, 1 week ago