মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 11 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 2 months, 1 week ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 3 weeks, 1 day ago
বুড়িগঙ্গার দুই তীরে ভাসমান দোকানিদের প্রত্যেকেই বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের টাকা দেওয়ার কারণে দোকানের জায়গা বৈধ বলে মনে করে। যে বৈধতার অনুমোদন দেয় বিআইডব্লিউটিএ নদীবন্দর সদরঘাটের সমন্বয় কর্মকর্তা মনির। যার নেতৃত্বে দীর্ঘ ১২ বছর চাঁদাবাজি কার্যক্রম অব্যাহত ছিল। মাসখানেক আগে তার অপকর্ম প্রকাশ হলে সে বদলি হয়ে নতুন দায়িত্ব নেয় ফরিদ।
আস্থাভাজন ফরিদ রয়ে গেছে মনিরের প্রতিনিধি হিসাবে। অভিযোগ আছে মনিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আগের নিয়মেই টাকা তুলছে ফরিদ। তিন ব্যক্তি নদীর দুই তীরের দোকানগুলো থেকে দৈনিক এবং সাপ্তাহিক ভিত্তিতে চাঁদা তুলে বলে জানান ভাসমান দোকানিরা। তারা হলো- লাঠি মনির, ডাকোয়া এবং পোর্টার সুমন। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে আছে ৮০টির মতো দোকান এবং সদরঘাটের দিকে শ্যামবাজার থেকে শুরু করে চাঁদপুর ঘাট পর্যন্ত ৩০০টির মতো দোকান রয়েছে। প্রতিটি দোকান থেকে ন্যূনতম ৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত দৈনিক চাঁদা তোলা হয়।
শুধু তাই নয়, ঢাকা নৌ বন্দরের ৪৭টা খেয়াঘাটের ইজারা কার্যক্রমও নিয়ন্ত্রণ করে চক্রটি। প্রতিটি ঘাট থেকে মাসিক চার্জের নামে ৫০০০ টাকা করে প্রায় আড়াই লাখ টাকা চাঁদা আদায় করার প্রতিবেদনও রয়েছে মনিরের নামে। এমনকি দুই তীরে বিভিন্ন কোম্পানিকে কিংবা ব্যক্তিকে মৌখিক চুক্তিতে স্পট অনুযায়ী মাসে ৩০, ৪০ ও ৫০ হাজার টাকা করে জমি ভাড়া দিয়েছে চক্রটি। সদরঘাটের একাধিক টং দোকানি জানান, বিআইডব্লিউটিএর লোকেরা প্রতি মাসে এক হাজার ২০০ টাকা আর ঘাট ইজারা মালিককে তিন হাজার টাকা দিতে হয়। না হলে দোকান ভেঙে ফেলে।
চাঁদপুর ঘাটে অস্থায়ী পান-সুপারির দোকানদার রনি বলেন, প্রতিদিনের টাকা প্রতিদিনই দিতে হয়। ফল বিক্রেতা মাইনুদ্দিন শিকদার বলেন, প্রতিদিন ২০০ টাকা করে দোকান ভাড়া দিতে হয়। পিঁয়াজ আড়তদার নাসির বলেন, সরকারি জায়গায় বসার জন্য প্রতিদিন ৩০০ টাকা করে জমা দিতে হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলে, নৌকা দিয়ে লঞ্চে যাত্রী উঠানো এবং ইঞ্জিনচালিত নৌকার বেপরোয়া চলাচলের ব্যাপারে আমি অবগত। কিন্তু লোকবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করতে পারি না।
নদীর দুই তীরে রাস্তার পাশে অস্থায়ী অসংখ্য দোকান। প্রতিটি দোকানেই বাহারি জাতের ফল, পান-সুপারি, শাক-সবজির পসরা সাজানো। এ চিত্র রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীর দুই তীরের। এছাড়া অবৈধ ইঞ্জিনচালিত নৌকায় বুড়িগঙ্গা নদী পারাপার ও নৌকা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে যাত্রী তোলার মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে। এভাবে বুড়িগঙ্গা তীরের রাস্তা দখল করে নিয়মিত ব্যবসা পরিচালনা করছে বিআইডব্লিউটিএর কিছু কর্মকর্তা। এ কারণে পথচারী এবং যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি হচ্ছে এবং নৌ-পারাপারে মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা ও নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে ইঞ্জিনচালিত নৌকাগুলো থেকে প্রতিদিন ৩০০ করে টাকা তুলে নূর হোসেন, বেগুন আলী ও ফারুক নামে তিন ব্যক্তি। শ্রমিকলীগ নেতা হিসাবে তারা পরিচিত এবং বুড়িগঙ্গার মাফিয়া হিসাবে খ্যাতি রয়েছে তাদের।
তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। তবে অফিসিয়ালি কোনো তথ্য নেই থানা-পুলিশের কাছে। অফিশিয়ালি কোনো কিছু জানলে জানানো হবে।
বাংলাদেশ-ভারত সীমান্তের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গেল রোববার (২২ ডিসেম্বর) রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার (২৩ ডিসেম্বর) বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র থেকে তথ্য পেলেও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে সাতটা পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি।
স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে দেশজ উৎপাদন ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি দেশটির গজনি শহরে একটি আটা-ময়দা উৎপাদন কারখানার কার্যক্রম শুরু হয়েছে। কারখানাটি প্রতিষ্ঠা করতে ৬ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করেছেন একজন আফগান ব্যবসায়ী। প্রদেশটির বাণিজ্য ও শিল্প সংক্রান্ত কার্যালয়ের প্রধান আব্দুর রহমান আহমাদি হাফিযাহুল্লাহ এই তথ্য জানান।
তিনি আরও বলেন, কারখানাটির দৈনিক ১৫০ টন আটা-ময়দা উৎপাদনের সক্ষমতা রয়েছে। এতে ১২০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কারখানাটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এর ব্যবস্থাপক হাজী শাহ মুহাম্মদ। এছাড়া এটি স্থানীয়ভাবে আটা-ময়দার চাহিদা পূরণ করবে বলে তিনি উল্লেখ করেছেন।
সূত্রটির দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় নতুন যে প্রশাসন প্রতিষ্ঠিত হচ্ছে তা হবে একটি ইসলামি প্রশাসন, আর দেশটি শাসিত হবে ইসলামী শরিয়া দ্বারা। এ প্রেক্ষাপটে বর্তমানে নতুন সংবিধান রচনার কাজ চলছে, যার জন্য একটি শরিয়া কমিটি গঠন করা হয়েছে। এই লক্ষ্যে সিরিয়ার নেতৃস্থানীয় আলেম, কাজী এবং আইনবিদরা বৈঠক করছেন। লক্ষ্য হলো ধীরে ধীরে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করা। প্রথম পর্যায়ে ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে বিরত রাখার কর্যক্রম চলানো হবে। পরবর্তীতে বিভিন্ন শরি*য়াহ্ আদেশগুলো সরাসরি ও নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে কার্যকর হতে শুরু করবে।
সূত্রটি জানায় যে, ইসলামি কৃষ্টি কালচারের ক্ষেত্রে বর্তমানে রাজধানী দামেস্ক খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ফলে এখানে প্রথমে দাওয়াতী ক্যাম্পেইন চালানো হবে, সেই সাথে জনগণের জন্য ধারাবাহিকভাবে বিশেষ দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা হবে। এতে লোকেরা ধীরে ধীরে ইসলামী আইনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবেন।
সিরিয়ার সশস্ত্র ইসলামি প্রতিরোধ দলগুলো সম্মিলিত অপারেশনের মাধ্যমে গত ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কসাই বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করেন। এরমাধ্যমে দেশটিতে অবসান ঘটে প্রায় ৬ দশকের অন্ধকারাচ্ছন্ন বাথিস্ট শাসনেরও। বর্তমানে দেশটিকে দ্রুত পুনর্গঠনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপ্রতি আহমদ আল-শারার নেতৃত্বাধীন নতুন প্রশাসন।
সিরিয়ায় নতুন এই প্রশাসন দেশটিকে কিভাবে পরিচালনা করবেন তা নিয়ে জনমনে আছে নানান সন্দেহ ও মতভেদ। এনিয়ে আছে নতুন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার মিশ্র বক্তব্যও। ফলে আগামীর দিনগুলোই বলে দিবে সিরিয়া কিভাবে শাসিত হবে। তবে এবিষয়ে সম্প্রতি সিরিয়ার নতুন প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম "ম্যাপা নিউজ"র সিনিয়র রিপোর্টার খালিদ আব্দুর রহমানকে জানান যে, “সিরিয়ার নতুন প্রশাসন পরিচালিত হবে ইসলামি শরি*য়াহ্ আইনের ভিত্তিতে”। নতুন প্রশাসন ধীরে ধীরে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করবে।
স্থানীয় সূত্র জানায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও চাঁদাবাজি চক্রটি সক্রিয় থাকে। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির কর্মীরা সময় ভেদে এ কাজে যুক্ত থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও চাঁদাবাজি কার্যক্রমের বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজধানীর আজিমপুর কবরস্থান এলাকায় চাঁদাবাজি চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলো- আরমান মিয়া (৫৪), মো. জাহিদ মিয়া (৩০), মো. জামিল হোসেন (৩৪), মো. আরমান ইসলাম (৩৭) এবং রবিন মিয়া (৩৪)।
কবরস্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা অভিযোগ করেছেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে পুরোনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল। তারা প্রতি কবর থেকে মাসিক ১৫০০ টাকা চাঁদা দিতে বাধ্য করত। চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো।
ভুক্তভোগীদের দাবি, চক্রটির নেতৃত্বে রয়েছে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন। এছাড়া উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালকের সরকারি চাকরির আড়ালে এ চক্রের সদস্য ফালান চাঁদাবাজিতে সহযোগিতা করতো।
এরপর ২০২১ সালের নভেম্বরে আফগানিস্তানে কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করে সৌদি আরব, তবে তখনও সৌদি সরকার কাবুলে তার দূতাবাস খোলেনি। আর দীর্ঘ ৩ বছর পর সম্প্রতি সৌদি সরকার ঘোষণা করেছে যে, তারা “ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সমস্ত পরিষেবা প্রদানের আকাঙ্ক্ষার ভিত্তিতে আফগানিস্তানে কূটনৈতিক মিশন পুনরায় শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে”
গত ২৩ ডিসেম্বর সোমবার, সৌদি সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমাদ বলেন: " কাবুলে দূতাবাস খোলার পাশাপাশি আমরা সৌদি আরব ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আশাবাদী। এতে সৌদি আরবে বসবাসরত আফগানদের সমস্যা সমাধান হবে।"
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 11 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 2 months, 1 week ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 3 weeks, 1 day ago