Meer Salman

Description
We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 2 years, 4 months ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 7 months, 3 weeks ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 6 months, 1 week ago

7 months, 3 weeks ago

কয়েকদিন হলো শামে হোয়াইট ফ্ল্যাগ দেখছি না। ঘটনা কি কেউ বলতে পারেন?

7 months, 3 weeks ago

'আমার দেশ' অন্তত শুরুতে ভালো হাইপ তুলতে পেরেছে এবং এখন পর্যন্ত সফল। তবে আমার মতে শুধু পত্রিকা দিয়ে তারা মাঠ ধরে রাখতে পারবে না। তাদের একটা গ্রুপ গড়ে তুলতে হবে। তাদের নবীন প্রবীণ মিলিয়ে একটা গ্রুপ গঠন করতে হবে। পাশাপাশি অনলাইন ক্যাম্পেইন শক্তিশালী করতে হবে। একটা ইংরেজি ভার্শন বানাতে হবে। সারাদেশে পাঠকদের নিয়ে সোশ্যাল প্লাটফর্ম বানাতে হবে।

7 months, 3 weeks ago

আল্লাহর কসম বদরিদের মর্যাদা মুক্তিযোদ্ধাদের চেয়ে বেশি। একদল জিন্দিক মুক্তিযোদ্ধাদের বদরিদের মর্যাদা দেওয়ার পাঁয়তারা করছে।

7 months, 4 weeks ago

টানা গুপ্তহত্যা চলে। এটা বন্ধ করাই জাতীর সর্বোচ্চ ইস্যু হওয়া উচিৎ।

7 months, 4 weeks ago

আমি আসলেই বুঝতে পারছি না কেন মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসতে এতো আগ্রহী?

তাকে কোন দেশে আসতেই হবে এটা তাবলীগের কোন উসুল?

তাবলীগ কি ব্যাক্তি নির্ভর কোন জামায়াত?

চীনে কি এই পদ্ধতিতে কাজ করার জিদ তিনি ধরবেন?

মারামারি করার কোন ইতিহাস বা নজির কি এই মেহেনতে কখনো ছিল?

রাসুলুল্লাহ সা এর বেহুরমতি বা যেখানে জেহাদ ফরজে আইন এবং সে ফরজ আদায়ের উপযোগী মহল আছে সেখানেও কি তারা কখনো এভাবে দল বেঁধে মারামারি করে?

সর্বশেষ কথা হলো এমন মারামারিতে প্রশাসনের অযোগ্যতা এবং দুর্বলতা স্পষ্ট।

8 months ago

মোযাম্মেল হোসেন ত্বোহা আজ এক পোস্টে সিরিয়ায় গনতন্ত্র বনাম শরিয়া বিবাদে দাবি করেছেন আফগানিস্তান এবং সিরিয়া এক না। তিনি কিছু ঐতিহাসিক আলোচনাও করেছেন। আমি জানি না এইচটিএস কি করবে? কারণ আমি জাওলানিকে বিশ্বাস করি না। তার একটা গিরগিটি চরিত্র আছে। পাশাপাশি সিরিয়ায় বিজয় আফগানদের মতো নিরংকুশ না। এইচএসসি তুর্কির কোয়াসি প্রক্সিতে পরিনত হয়েছে। অন্তত এই সময়ের জন্য। তবে আফগানিস্তানেও কথিত আধুনিকায়নের ইতিহাস বেশ লম্বা। আমানুল্লাহ খান ব্রিটিশ বিরোধী জেহাদের আমির হয়েও সেখানে ইউরোপীয় আধুনিকতা প্রবর্তন করেন। ফলে এগুলো বোগাস কথা যে অমক দেশ তমক দেশ এক না কারণ অমক তমক দেশের ইতিহাসে এটা সেটা পার্থক্য আছে।

আরেকটা কথা বলে রাখি। রশিদ রিদা ছিলেন কুখ্যাত জিন্দিক মুফতি আব্দুহুর ছাত্র। তিনি তাঁর উস্তাদের সমান গোমরাহ না হলেও প্রভাব ছিল এবং বেশ ভালো মতোই ছিলো।

8 months ago

আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ

যদি আপনার অভিযোগ সত্যও হয় তবুও প্রমান না দিতে পারলে চুপ থাকুন। কারণ অপ্রমানিত অভিযোগ অন্তত শক্তিশালীদের আরও শক্তিশালী করে।

8 months ago

মানুষকে বোঝানো যায় না যে ইজরায়েল বা আমেরিকার শাসনও দায়েশের শাসনের চেয়ে ভালো। দায়েশকে কাফের না বললেও আমরা চাই সবাই তাদেরকে হত্যার পক্ষে মত রাখুক। তবে সরকার ছাড়া হত্যা করা যাবে না। এজন্য সরকারকে সাহায্য করতে হবে।

8 months ago

একটা কথা বলে রাখি।

ইলিয়াসের অভিযোগ সত্য বা মিথ্যা যাই হোক না কেন কারও ব্যাক্তিগত বিষয় ফাঁস করাকে আমি সাপোর্ট করি না। মানুষ জীবনে বিভিন্ন রকম ভুল করে। প্রেম, যৌনতা, জেনা যা গোপনীয়তার চাদরে ঢেকে করা তা দিনের আলোতে আনা আমি কোনভাবেই সমর্থন করতে পারি না৷ আপনাকে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের সময় মাত্রাজ্ঞান থাকতে হবে। খারেজিদের দোষতো একটাই। তাদের মাত্রাজ্ঞান নাই।

8 months, 1 week ago
We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 2 years, 4 months ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 7 months, 3 weeks ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 6 months, 1 week ago