Official Telegram Channel of Basherkella Page.
Page Link: https://www.facebook.com/Basherkella05
Last updated hace 2 meses
𝗔𝗹𝗹 𝗘𝗮𝗿𝗻𝗶𝗻𝗴 𝟯𝟲 is free online income and best & most popular Crypto Airdrop Channel.
📺YouTube channel:
https://youtube.com/c/AllEarning36
☎𝗙𝗼𝗿 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗶𝗼𝗻: @Rokibul36
#onlineincome #Airdrop #Mining #Income #Crypto #TON
Last updated hace 1 mes
*????????? ?????? ???????? & ??????? ??? ?????? ??????? ?????????????
?? ??? ???? ????????? ?
➤ @tawhidx2
??????? ≈ https://youtube.com/@earninghero5735
Last updated hace 2 meses, 2 semanas
ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কোপালেন ছাত্রলীগের কর্মীরা
সাব্বির হোসেন (২৫) নামে এক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য।
প্রশাসনের সহায়তায় জুলাই বিপ্লবের স্মৃতি হাসিনার ব্যঙ্গাত্বক গ্রাফিতি মোছার চেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি (ঘৃণা স্তম্ভ হিসেবেও পরিচিত) গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুছে ফেলার চেষ্টা করেছে সিটি করপোরেশন কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে টিএসসি সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ মুজিব ও হাসিনার ব্যঙ্গাত্বক গ্রাফিতি ক্রেন নিয়ে মুছতে আসে সিটি করপোরেশনের কিছু লোক। হাসিনার গ্রাফিতির মাথা পর্যন্ত মুছে ফেললেও মুজিবের পুরোটাই মুছে ফেলা হয়েছে। হাসিনার গ্রাফিতি মুছে ফেলা অবস্থায় শিক্ষার্থীরা এসে বাধা দিলে তারা এটি বন্ধ করতে বাধ্য হয়।
শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনার গ্রাফিতিটা ছিল মূলত ঘৃণা স্তম্ভ। এটি জুলাই বিপ্লবের স্মৃতি। আমরা এটি দেখে প্রক্টরকে কল করলে প্রক্টর এসে জানান যে, তাকে গোয়েন্দা সংস্থা কল করেছেন শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি মুছে দেওয়ার জন্য। পরে প্রক্টর স্যার এস্টেট অফিসকে জানালে অফিস সিটি করপোরেশন ও মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে এটি মুছে ফেলার উদ্যোগ নেয়। যা শিক্ষার্থীদের বাধার মুখে সম্ভব হয়নি।
কমিটি বাতিলের দাবিতে জবি ছাত্রদলের মশাল মিছিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদ্যঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মশাল মিছিল বের করেন তারা। এসময় ‘অবৈধ কমিটি মানি না মানবো না, পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগানও দেন তারা।
পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগের কর্মী নিয়ে জবি ছাত্রদলের আহবায়ক কমিটি করা হয়েছে। এটি একটি পকেট কমিটি হয়েছে। এখানে অনেক ছাত্রলীগের লোকজন রয়েছে। আমরা এ কমিটিকে প্রত্যাখান করছি। ত্যাগীদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ নিয়ে আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি: মিঠুন
বাংলাদেশ- ভারত সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা ও কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই সাথে তিনি বাংলাদেশকে কড়া হুশিয়ারিও দিয়েছে। কলকাতার অদূরে দেগঙ্গা বিধানসভা এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে এসে ভারতীয় গণমাধ্যমের কথা উল্লেখ করে মিঠুন বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এ রকম হয়ে যাবে, আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।’
গণমাধ্যমের কথা উল্লেখ করে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি করে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, ‘যা সব সতর্ক বার্তা শুনছি, টিভিতে দেখছি, তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে। আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না।ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।’
মন্দিরের দানবাক্সে হাত ফসকে পড়ে গেল আইফোন, ভগবানের হয়ে গেছে দাবি করে ফেরত দিতে অস্বীকৃতি কর্তৃপক্ষের
মন্দিরের দানবাক্সে এক ভক্তের আইফোন হাত ফসকে পড়ে যায়। ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এমন ঘটনা ঘটে। দীনেশ নামে ওই ব্যক্তি তা ফিরে পেতে ছুটে যান মন্দির কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ আইফোনটি দেবোত্তর সম্পত্তি বলে তা দিতে অস্বীকৃতি জানায়।
জানা যায়, মন্দিরে ভগবানের দর্শনে গিয়েছিলেন এক ব্যক্তি। দিতে গিয়েছিলেন প্রণামি। সে সময় অসাবধানতায় ওই ব্যক্তির আইফোন পড়ে যায় দানবাক্সে। স্বভাবতই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফোন ফেরত চান ওই ব্যক্তি। কিন্তু তখন ওই ব্যক্তিকে বলা হয়, প্রণামি বাক্সে যখন ফোন পড়ে গেছে, তখন তা মন্দিরেরই সম্পত্তি। মন্দির কর্তৃপক্ষের দাবি, মোবাইলটি এখন ভগবানের হয়ে গেছে।
স্নায়ু যুদ্ধের দ্বারপ্রান্তে ঢাকা-দিল্লি: সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
স্নায়ু যুদ্ধের দ্বারপ্রান্তে বাংলাদেশ ও ভারত। ক্রমেই তিক্ত হয়ে উঠছে ঢাকা-দিল্লির সম্পর্ক। এই সংকট পরিস্থিতির জন্য ভারতের গণমাধ্যমের মিথ্যাচার ও দেশটির উগ্রহিন্দুত্ববাদীরাই বেশি দায়ী। সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তরাঞ্চলে বাংলাদেশ তুরস্কের তৈরি বেরেকটার টিবি২ ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে। যা ভারতীয় গণমাধ্যমে ঢালাও করে প্রচার করা হয়। পরবর্তীতে ইউনূস প্রশাসন জানায়, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।
ওই ঘটনার কয়েকদিন পর জানা গেলো, বাংলাদেশ নয়, সীমান্তে নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ড্রোন মোতায়ের ছাড়াও অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করছে ভারত। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান মোকাবিলা করার জন্যই বিশেষ সতর্কতা নিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
- বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত।
- কলকাতায় অ–হিন্দু বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার দাবিতে বিজেপির বিক্ষোভ।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। রবিবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার।
ভিডিও ছেড়ে গুম, এক বছর পর ফিরলেন ভারত থেকে
এক বছর আগে গুম হওয়া এক তরুণ ফেরত এসেছেন। মো. রহমাতুল্লাহ (২৩) নামে এই তরুণ ঢাকার ধামরাই উপজেলার বড়নালাই গ্রামের আব্দুর রব ওরফে জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিরাপদ হেফাজতে আছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মো. রহমতউল্লাহর বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২৭ আগস্ট রাত ১২টার দিকে মাইক্রোবাসে আসা কয়েকজন নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দিয়ে রহমতউল্লাহকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে তারা জঙ্গি সংক্রান্ত ভিডিও প্রকাশের কারণ জিজ্ঞাসা করে। ঢাকার বিভিন্ন জায়গায় নয় মাস আটকে রাখার পর আটককারীরা তার জীবনের নিরাপত্তার জন্য ভারতে পাঠাতে চয়। তারা তাকে যশোর নিয়ে দুই ব্যক্তির হাতে তুলে দেয়। পরে তারা তাকে ভারতে নিয়ে ছেড়ে দেয়। সেখানে নিরুপায় ঘোরাফেরার সময় পাসপোর্ট না থাকায় ইন্ডিয়ান পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ মামলা করলে তার জেল হয়। গতকাল শনিবার তাকে ছেড়ে দেয় ভারত পুলিশ। রাত ১টার দিকে সীমান্ত দিয়ে নৌকায় করে বাংলাদেশে পাঠায় ভারতীয় কয়েকজন লোক।
⭐️বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনের একটি অংশে জানায়, ‘এটি স্পষ্টত প্রতীয়মান হয় যে, দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এ ঘটনা সংঘটিত হয়েছিল।’
কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে, কিছু বন্দি এখনও ভারতের জেলে থাকতে পারে।
Official Telegram Channel of Basherkella Page.
Page Link: https://www.facebook.com/Basherkella05
Last updated hace 2 meses
𝗔𝗹𝗹 𝗘𝗮𝗿𝗻𝗶𝗻𝗴 𝟯𝟲 is free online income and best & most popular Crypto Airdrop Channel.
📺YouTube channel:
https://youtube.com/c/AllEarning36
☎𝗙𝗼𝗿 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗶𝗼𝗻: @Rokibul36
#onlineincome #Airdrop #Mining #Income #Crypto #TON
Last updated hace 1 mes
*????????? ?????? ???????? & ??????? ??? ?????? ??????? ?????????????
?? ??? ???? ????????? ?
➤ @tawhidx2
??????? ≈ https://youtube.com/@earninghero5735
Last updated hace 2 meses, 2 semanas