assalamu alaykum... বর্তমানে মুসলমানরা অবহেলিত, নির্জাতিত। আমরা নির্জাতিত মুসলমানদের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 😊 আমাদের আল আকসা // #আল_আকসা #ourealaqsa
https://t.me/OureAlAqsa
Last updated 2 weeks, 2 days ago
কুরুলুস ওসমান বাংলা সাবটাইটেল
ধন্যবাদ যাজক!মোদির
হুগায় আগুন দেয়ার জন্য
ইহুদি জেনারেল জে. আর জ্যাকব: বাংলাদেশের 'সামরিক জনক'
__________________________________
যদি প্রশ্ন করা হয় ৭১ সালের পাকিস্তান বনাম ভারত এবং বাঙালি মিলিশিয়া সরাসরি যুদ্ধ তথা মুক্তিযুদ্ধের রণাঙ্গনের শ্রেষ্ঠতম বীর কে? উত্তর ইহুদি জেনারেল, ইজরাইলের জাতীয় বীর জেনারেল জ্যাকব ফারজ রাফায়েল।
জাতিসংঘ এবং চীনের প্রবল চাপের মুখে ভারতীয় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা পাকিস্তানের বিরুদ্ধে এই যুদ্ধে অংশগ্রহণের বিরোধী ছিল। সিনিয়রদের কমান্ডের বাইরে গিয়ে এবং সব ধরনের চাপের উর্দ্ধে উঠে জেনারেল জ্যাকব সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করে দেন। ভারতের প্রতিরক্ষা ওয়েবসাইট জ্যাকবের এই সফলতা উল্লেখ করেছে এই বলে যে, একাত্তরের সম্মুখ যুদ্ধের একক কৃতিত্ব জেনারেল জ্যাকবের, জগজিৎ সিং আরোরো বা স্যাম মানকেশের তেমন কোন ভূমিকা ছিল না।
দুঃসাহসিক অভিযান পরিচালনা করে জেনারেল জ্যাকবের সেনারা পাকিস্তানিদের ঢাকা থেকে হটাতে সফল হয় এবং দখলের পর সে পাকিস্তানি সেনাবাহিনীর সকল যোগাযোগ মাধ্যম ধ্বংস করে দেয়। এছাড়া জেনারেল নিয়াজিকে ভুল তথ্য দিয়ে, ব্লাকমেইল করে দ্রুততম সময়ে আত্নসমর্পণে বাধ্য করে। বাংলাদেশ সরকার ২০১২ সালে জেনারেল জেআর জ্যাকবকে বিশেষ সম্মাননা প্রদান করে।
ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার তার বই ‘Beyond the Lines'-এর ২১৮ নম্বর পাতায় উল্লেখ করেছেন, একাত্তরের ১৫ ডিসেম্বরই পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় বাহিনীর কাছে অস্ত্রসমর্পণের জন্য প্রস্তুত ছিল এবং সেভাবে প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তারপরেও আত্নসমর্পণ হয় ২৪ ঘণ্টা পরে এবং নজিরবিহীনভাবে খোলা মাঠে। কেন এই বিলম্ব? এ প্রশ্নের জবাবে জেনারেল জ্যাকব নায়ারকে বলেছিলো,
❝ New Delhi wanted to humiliate Islamabad by showing that MUSLIM COUNTRY had laid down arms before a JEW ❞
জেনারেল জ্যাকবকে সম্মাননা দিয়ে ইজরাইলের সরকার জেনারেল জ্যাকবের সামরিক পোশাকটি বিশেষ মর্যাদায় ইজরাইলের জাতীয় সামরিক জাদুঘর 'Latrum'-এ সংরক্ষণ করে রেখেছে।
প্রশ্ন হল একজন ভারতীয় জেনারেলের পোশাক ইজরাইলের জাদুঘরে কেন? কারন সব ইহুদি বাই ডিফল্ট ইজরাইলের নাগরিক। ইজরাইল পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী মুসলমান দেশ ভাঙ্গায় অবিশ্বাস্য সফল হওয়ার জন্য জ্যাকবকে এই সম্মাননা জানায় ইজরাইল।
ইজরাইল সরকার তাকে কয়েকবার সম্মানিত করে। তার মৃত্যুর পরে, ২০১৯ সালের এপ্রিল মাসে ইজরাইল দখলকৃত পূর্ব জেরুজালেমের স্কোপাস পাহাড়ের অ্যামিউনিশন হিলে অবস্থিত ইহুদিদের জাতীয় বীরদের সম্মানে বানানো ওয়াল অব অনারে জ্যাকবের নাম খোচিত করে। এই পাহাড়ে মাত্র ৩৬০ জন জাতীয় বীরের নাম খোদাই করা আছে।
বিস্তারিত:
১। Kuldeep Nayar, Beyond The Lines: An Autobiography, Roli Books
২। The Economic Times, Israel honours 1971 war hero Lt Gen JFR Jacob with a plaque on Ammunition Hill Wall of Honour, Apr 30, 2019
৩। India Today, Who was Lt Gen JFR Jacob? Here's all you need to know about the 1971 Indo-Pak war hero, Jan 13, 2016
৪। The Hindu, Israel to honour late Lt. Gen. JFR Jacob, April 20, 2019
©️
assalamu alaykum... বর্তমানে মুসলমানরা অবহেলিত, নির্জাতিত। আমরা নির্জাতিত মুসলমানদের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 😊 আমাদের আল আকসা // #আল_আকসা #ourealaqsa
https://t.me/OureAlAqsa
Last updated 2 weeks, 2 days ago
কুরুলুস ওসমান বাংলা সাবটাইটেল