ফুসসিলাত-fussilat

Description
অফিসিয়াল হোয়াটস অ্যাপ চ্যানেল লিংক:
https://whatsapp.com/channel/0029VaODbvmLikgErQciky0I

টুইটার :
https://x.com/fussilattt?s=09

অফিসিয়াল ফেসবুক গ্রুপ(শুধুমাত্র বোনদের জন্য):
https://www.facebook.com/groups/814277436681888/?ref=share
Advertising
Tags
We recommend to visit

মুসলিমদের উপর অত্যাচার

এটি DOAM ( @doamuslims ) পেজের অফিসিয়াল বাংলা টেলিগ্রাম চ্যানেল। প্রয়োজনে যোগাযোগ @doambn_bot

Documenting Oppression Against Muslims (DOAM). Official Bangla Telegram Channel of DOAM.

Last updated 2 days, 10 hours ago

Physician | Author | Dreamer

Last updated 1 week, 1 day ago

প্রত্যেক হিজাবী নিকাবী মেয়েদের গর্ভে সনাতনী বীর্য দিয়ে অখন্ড ভারত উদ্ধার করেন।

Last updated 5 months, 2 weeks ago

3 days, 22 hours ago

সহশিক্ষা ছাড়তে গিয়ে আমরা যে আজিব ধরনের একটা ওয়াসওয়াসার স্বীকার হই/পরিবার হয়, সেটা হলো:

পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে থাকলে তো আমায় কেউ বিয়ে-ই করবে না/পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে থাকলে তোকে কে বিয়ে করবে??

.
আচ্ছা। আপনি হারাম ছাড়লেন বলে যে আপনাকে বিয়ে করলো না সে ঠিক কতটা দ্বীনদার বলে আপনার মনে হয়?

আরেকটা বিষয় খেয়াল করুন। আপনি সহশিক্ষায় থাকলেন। আপনার স্বামী ও আপনাকে সহশিক্ষায় রাখলেন। আলটিমেটলি আপনার ফরয পর্দা তরক করানোর মাধ্যমে আপনার স্বামী পরিনত হলেন দাইয়্যুসে। আর হাদীসে স্পষ্টভাবে দাইয়্যুসের জন্য জাহান্নামের হুমকি এসেছে।

তাহলে ভাবুন একবার!

কোনো এক 'হবু জাহান্নামী' যেন আপনাকে বিয়ে করে, এই আশায় আপনি সহশিক্ষা ছাড়ার হিম্মাত পাচ্ছেন না/আপনার পরিবার আপনাকে সহশিক্ষা ছাড়তে দিচ্ছে না.......!!!!#CoEducation
#MuhabbateQuran

5 days ago

*🍀রিমাইন্ডার | শুক্রবার🍀***

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
সাদাকাহ পোস্ট:
https://t.me/fussilattt/946

#Fussilat

5 days, 3 hours ago

"হাল লাকা সিররুন ইন্দাল্লাহ
বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ

হাল লাকা সাদাক্বাতুন তাখফা
লা ইয়া'লামুহা ইল্লাল্লাহ?”

এই লাইনটুকু শুনলেই একজনের কথা মনে পড়ে যায়!
জানেন কার কথা? কে ছিলেন তিনি? কী করতেন তিনি?

তিনি যথেষ্ট সচ্ছল ছিলেন, এরপরেও মাস শেষে বেতন সময়মত হাতে না পেলে অস্থির হতেন! কারণ বেতন পাওয়া মাত্রই তিনি একশ পরিবারের পুরো মাসের বাজার করতেন নিজ হাতে। এরপর নিজেই সেই ১০০ পরিবারের ঘরে ঘরে যেয়ে দিয়ে আসতেন সেসব বাজার। ফজরের পর বাজার করে ঘরে ঘরে পৌঁছাতে প্রায় জোহর হয়ে যেতো। আর উনার এই সাদাকার কাজ উনার ছেলে/মেয়ে/বউ কিংবা আর কেউই জানত না। ঠিক তখনই মনে পড়ে যায় “ তোমার কি এমন গোপন সাদাক্বা আছে, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না?”

তিনি একজন ইমাম, ক্বারী, স্কলার শাইখ মুহাম্মাদ আইয়ুব। যিনি দীর্ঘ সাত বছর মাসজিদ আন নাবাওইতে ইমামতি করেছিলেন। উনি যে সকালে মারা গিয়েছিলেন তার আগের রাতে এক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বার বার জিজ্ঞাসা করে বিরক্ত করছিলেন যে উনার স্যালারী কখন দেওয়া হবে। কর্তৃপক্ষ এই ভেবে হয়রান হচ্ছিলেন যে, উনার তো কোনো টানাপোড়ন নাই, মাত্র দুই হাজার রিয়ালের জন্য এমন কেন করছেন?!

তারপর উনাকে যখন দেওয়া হয় দুই হাজার রিয়াল, উনি সেই রিয়াল এক বাবাহীন সন্তানকে দিয়ে দেন। এই ছিল উনার শেষ সাদাক্বা!

উনার ইন্তিকালের পর যারা নিয়মিত সাদাক্বা পেতো, তাদের মাধ্যমে সবাই জানতে পারে এই গোপন সাদাক্বার কথা।

ভাবনায় ফেলে দেয়, আমাদেরও কি আছে এমন কোনো গোপন সাদাক্বা, যার কথা শুধু রব্বে কারীম জানেন?

~যাইনাব আল গাজী

#Fussilat

1 week, 3 days ago

লাস্টে 600 এই নাম্বার থেকে নিয়ম করে প্রতিদিন রাতে 1 পয়সা করে সাদাকা আসে আমাদের সাদাকায়ে জারিয়াহ্ "আখিরাতের ডিপোজিট" (Only sister's) গ্রুপের বিকাশ নাম্বারে।

রাতের বেলায় মেসেজের শব্দ শুনলেই মনে হয় এই বুঝি আসলো 1 পয়সা সাদাকার মেসেজ।
লাস্টে 600 নাম্বার দেখে বুঝি,হ্যা ধারণা আমার সঠিক!

আগে প্রথমে বুঝিনি।
এরপর থেকে আমিও বিষয়টা খেয়াল করেছি!

কী সুন্দর না বিষয়টা?

হয়তো তাঁর সামর্থ কম,কিন্তু প্রতিদিন সাদাকাকারীর তালিকায় নিজের নামটা দেখতে চায়,রব্বে করীমের কাছ থেকে প্রতিদান পেতে চায়,যে কোনো আমল নিয়মিত পালনকারীদের অন্তর্ভূক্ত হতে চায় তাই এই ছোট্ট সুন্দর প্রচেষ্টা!সুবহানাল্লাহ,মুগ্ধ হওয়ার মত একটা ব্যাপার।এমন ঘটনা আগেও ঘটেছে।প্রায়ই ঘটে!

সাদাকা রিলেটেড কাজ করতে গিয়ে কত অন্তর প্রশান্তকারী ঘটনার যে সাক্ষী হই সুবহানাল্লাহ,রব্ব এই ওসীলায় আমাকেও কবুল করুন।

আচ্ছা এই যে কত সহজে,কত সুন্দর ভাবে,কত বেশি সওয়াব পাওয়া যায় মুমিন কী তা জানে?
নিজেকে নিয়ে এমন প্রচেষ্টা করেছে সে কখনো?
না করলে কেন করেনি?কে তাঁকে নিষেধ করেছে?
কিসে তাঁকে বাধা দিয়েছে?
সামর্থ্য?
দিন 1 পয়সা করে পাঠালে ১ মাসে 30 পয়সা হয়,1 টাকাও না! 1 টাকার তিন ভাগের এক ভাগ!
বলি মুমিনের কি এই সামর্থ্যটুকুও নেই?

যে রবকে চায় সে তার সাধ্য,ক্ষমতা,পারিপার্শ্বিকতার মধ্যেই খুঁজে চলে হররোজ,দিবানিশি।
পরিশেষে সে খুঁজতে খুঁজতে সত্যিই পেয়ে যায়!

আর কি লাগে?🌸

~শামছুন্নাহার রুমি

#Fussilat

1 week, 4 days ago

*🍀রিমাইন্ডার | শুক্রবার🍀***

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
সাদাকাহ পোস্ট:
https://t.me/fussilattt/946

#Fussilat

1 week, 6 days ago

ফিতরাতই বদলে গেছে, বারাকাহ আসবে কীভাবে?

মানুষের জীবনের স্বাভাবিক ছন্দটাই যেন উল্টে গেছে। এখন মানুষ রাতে জাগে, ভোর বেলা ঘুমায়। দিন আর রাতের এই পরিবর্তন বারাকাহের রাস্তাটাকে অনেকাংশে বন্ধ করে দিচ্ছে।

আমাদের মেয়েরা ঘরের কাজ কে অপছন্দ করছে, অথচ বাইরের কাজে ঝুঁকছে, পছন্দ করছে। ঘরে থাকলে পরিবারে সজীবতা থাকত, শিশুরা মায়ের সাহচর্য পেত, স্বামীরা স্ত্রীর থেকে সুকুন পেতো৷ কিন্তু মাতৃত্বের বা স্ত্রীত্বের ক্যারিয়ারের থেকে কর্পোরেট ক্যারিয়ার প্রাধান্য পাচ্ছে৷ এই পরিবর্তনেও বারাকাহ হারিয়ে যাচ্ছে।

পাশাপাশি, আমাদের ছেলেরা কর্মজীবনের চ্যালেঞ্জ এড়িয়ে ঘরে থাকতে আগ্রহী হয়ে পড়েছে। কাজের প্রতি উদ্যম কমে গেছে, বাসাতেই বেশি সময় কাটাতে চায়। যা আগের দিনগুলোর পুরুষের ব্যক্তিত্বের চেষ্টাশীলতার সংস্কৃতির সাথে বেমানান।

নারীরা হচ্ছে রাস্তামুখী আর পুরুষেরা ঘরমুখী৷

অন্যদিকে আমাদের শিশুরা ছোট থেকেই মোবাইল বা গ্যাজেটে আসক্ত হচ্ছে, প্রকৃতি, মাঠ, বাগান, পুকুরের সান্নিধ্য কিংবা পরিবারের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।

সব মিলিয়ে সবাই যন্ত্র হয়ে গিয়েছে, মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহনশীলতা ও একাত্মতা কমে যাচ্ছে। এই পরিবর্তিত জীবনের মধ্যে কীভাবে বারাকাহ আশা করা যায়?

ফিতরাত থেকে বিচ্যুত হয়ে বারাকাহ আশা করা কঠিন। মানুষ প্রকৃতিতে ফিরুক, সঠিক ছন্দে জীবন যাপন করুক—তাহলেই হয়ত জীবনে বারাকাহ ফিরে আসবে। (ইনশাআল্লাহ)

~ শাহ মোহাম্মদ তন্ময়

#Fussilat

2 weeks, 4 days ago

*🍀রিমাইন্ডার | শুক্রবার🍀***

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
সাদাকাহ পোস্ট:
https://t.me/fussilattt/946

#Fussilat

3 weeks ago

আল্লাহ কখনো মানুষের ভালো কাজকে ভুলে যান না। আপনি অন্যের যে উপকার করেছেন, যাদের কষ্ট লাঘব করেছেন...কোনকিছুই তিনি ভুলেন না। যে চোখে বেদনার অশ্রু গড়িয়েছে, তার চোখ মুছে আপনি তার মুখে হাসির ছটা বইয়ে দিয়েছেন...আপনি কি মনে করেন আল্লাহ সেটা ভুলে যাবেন? সত্য ও ন্যায়ের আদর্শের উপর নিজের বোধকে টিকিয়ে রাখাটাই জীবনের সংজ্ঞা। ভালো কাজ করে যান, যদিও কেউ আপনার সেই কাজের প্রতিদান না দেয়। আকাশের ওপারে আমাদের একজন রব আছেন, যিনি আপনার প্রতিটি কাজের হিসেব মিটিয়ে দিবেন। তিনি কখনো ভুলে যান না, মুমিনের হৃদয় থেকে বের হওয়া প্রতিটি দীর্ঘশ্বাসের হিসেব তিনি রাখেন।

#RainDrops
#Fussilat

3 weeks ago

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

এক মুসলিম অপর মুসলিমের ভাই। কাজেই সে তার উপর নির্যাতন করবে না এবং তাকে অসহায় অবস্থায়ও ছেড়ে যাবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটাবে, আল্লাহ তার প্রয়োজন মিটাবেন। একইভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবেন, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবেন কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।

~সুনানে আবু দাউদ হাদীস নং ৪৮৯৩(সহীহ)

এখন পর্যন্ত এসেছে ১১ হাজার টাকা, আলহামদুলিল্লাহ। টার্গেট এমাউন্ট ২ লাখ টাকা।

যার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই করে সাদাকাহ করেন, আল্লাহ্ পাক আপনাদের নিয়ত এবং ইখলাস দেখবেন ইনশাআল্লাহ।

আমরা কি একটা পরিবারকে সহযোগিতা করতে পারি না আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য? কেউ টাকা দিতে না পারলেও এটলিস্ট উক্ত পরিবারকে জন্য খাস করে দোয়া করে দেওয়ার অনুরোধ রইল।

সাদাকাহ পোস্ট :
https://t.me/fussilattt/946

3 weeks, 2 days ago

'সাদাকাহ' আল্লাহর ক্রোধকে দমিত করে এবং অপমৃত্যু থেকে হিফাজত করে।

[তিরমিজি-৬৬৪]

যার যতটুকুই সামর্থ্য রয়েছে সেটা দিয়েই আল্লাহর সন্তুষ্টির জন্য উক্ত পরিবারকে সহযোগিতা করার অনুরোধ রইল।

প্রজেক্ট কিন্তু এখনো চলমান...

সাদাকাহ বিস্তারিত পোস্ট :
https://t.me/fussilattt/946

We recommend to visit

মুসলিমদের উপর অত্যাচার

এটি DOAM ( @doamuslims ) পেজের অফিসিয়াল বাংলা টেলিগ্রাম চ্যানেল। প্রয়োজনে যোগাযোগ @doambn_bot

Documenting Oppression Against Muslims (DOAM). Official Bangla Telegram Channel of DOAM.

Last updated 2 days, 10 hours ago

Physician | Author | Dreamer

Last updated 1 week, 1 day ago

প্রত্যেক হিজাবী নিকাবী মেয়েদের গর্ভে সনাতনী বীর্য দিয়ে অখন্ড ভারত উদ্ধার করেন।

Last updated 5 months, 2 weeks ago