Tasawwuf - তাসাউফ

Description
তাসাউফ সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি উদ্যোগ।এটি কোনো দল,গোষ্ঠী বা সংগঠন, কারো সাথে যুক্ত না।তাসাউফ ,আমাদের সমাজে ছড়িয়ে পড়া অশ্লীলতা,বিশেষ করে পর্নোগ্রাফির ভয়াবতা সম্পর্কে সচেতনা সৃষ্টির একটি প্ল্যাটফর্ম মাত্র।
🔘 FB: www.facebook.com/tasawwufofficial
Advertising
We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 8 months ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 11 hours ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 6 days, 4 hours ago

16 hours ago

একটি দুঃখজনক বাস্তবতা হলো -আমাদের কমিউনিটিতে অনেক লেখক, চিন্তক,গবেষক হয়ে গিয়েছে। কিন্তু এখন যেটা বেশি দরকার তা হলো ম্যানেজার, তৃণমূল পর্যায়ের লিডার, মাঠ পর্যায়ের দাঈ, অফলাইন এক্টিভিস্ট।

1 day, 5 hours ago
1 day, 8 hours ago

মৃত্যুর সময় দুই শ্রেণির মানুষের অবস্থা!

প্রথম শ্রেণি:

يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ ۞ ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً ۞

হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। [সূরা ফাজর: 27-28]

তাদের বিপরীত শ্রেণির মানুষগুলোর মৃত্যু-

وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِى غَمَرَٰتِ ٱلْمَوْتِ وَٱلْمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓا۟ أَيْدِيهِمْ أَخْرِجُوٓا۟ أَنفُسَكُمُۖ ٱلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ ٱلْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ وَكُنتُمْ عَنْ ءَايَٰتِهِۦ تَسْتَكْبِرُونَ

আর যদি তুমি দেখতে, যখন যালিমরা মৃত্যু কষ্টে থাকে, এমতাবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে (তারা বলে), ‘তোমাদের জান বের কর। আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহঙ্কার করতে। [সূরা আনআ'ম: 93]

وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْءَازِفَةِ إِذِ ٱلْقُلُوبُ لَدَى ٱلْحَنَاجِرِ كَٰظِمِينَۚ مَا لِلظَّٰلِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ

আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও। যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে দুঃখ, কষ্ট সংবরণ অবস্থায়। যালিমদের জন্য নেই কোন অকৃত্রিম বন্ধু, নেই এমন কোন সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। [সুরা গাফির: 18]

হে আল্লাহ আমরা আপনার কাছে সহজ ও সুন্দর মৃত্যু কামনা করি।

3 months ago

ভলান্টিয়ারদের প্রতি দিক নির্দেশনাঃ

১/ যদি বোট নিয়ে আসতে চান, অবশ্যই স্পিড বোট আনবেন। ৩০ ফিট বা ৪০ ফিটের বড় বোট আনবেন না। বড় বোট পানিতে ক্রেন দিয়েও নামানো যাচ্ছেনা এবং কোনোভাবে গেলেও সব জায়গায় এই বোট ঢুকতে পারছেনা।

২/ স্পিডবোটে প্রচুর পরিমাণে জ্বালানি প্রয়োজন। তাই, সাথে করে ২৫ লিটার এর ব্যারেলে অকটেন নিয়ে যাবেন। প্রতি ২৫ লিটারের জন্য ১ লিটার করে মোবিল নিয়ে যাবেন।

মনে রাখবেন, খাবার কিনতে পাওয়া যাবে। কিন্তু অকটেন কিনতে পাওয়া যাবেনা। তাই ট্রাকে করে বেশি করে অকটেন ও মোবিল নিয়ে যান।

৩/ ওখানে মোবাইল নেটওয়ার্ক অলমোস্ট ডেড। গ্রামীণ সিম নিয়ে যাবেন। মাল্টিপল নাম্বার নিয়ে যেতে পারলে খুব ই ভাল।

৪/ সাঁতারে খুব ই দক্ষ এমন মানুষ ছাড়া কাউকে স্পিডবোটে পাঠাবেন না। ৬-৮ সিটার স্পিডবোটে ১জন চালক, ২ জন সাঁতারু ছাড়া বাকিরা সবাই ফিল্ডে অবস্থান করবেন। পানিতে নামবেন না।

৫/ স্পিডবোট একবার নেমে গেলে উঠানো যাবেনা, তাই চাইলেও সন্ধ্যার দিকে ফিরে আসতে পারবেন না। তাই রাতে ঘুমানোর প্রস্তুতি নিয়ে যান। প্রস্তুতি মানে বালিশ কম্বল না। একটা রেইনকোট।

৬/ যথেষ্ট পরিমাণে পাওয়ার ব্যাংক নিয়ে যান।

৭/ মনে রাখবেন, একদিন টানা কাজ করলেই আপনার ভোলান্টিয়াররা টায়ার্ড হয়ে যাবে। রিসোর্স ফুরিয়ে যাবে। স্পিডবোট কিন্তু পানিতেই থাকবে। তাই, চট্টগ্রাম থেকে নতুন ভোলান্টিয়ার যেন অকটেন এবং খাবার নিয়ে আসার জন্য রেডি থাকে, সেই প্রস্তুতি নিয়ে রাখবেন।

যদি এটা করার সামর্থ্য না থাকে, প্লিজ ভোলান্টিয়ারিং করতে যাবেন না। আই রিপিট, যাবেন না। মারা খাবেন।

৮/ যখন ই সুযোগ পাবেন, পরিবারের কাছে খবর পাঠাবেন যে আপনি ঠিক আছেন।

৯/ নিজের জীবনের রিস্ক নিবেন না। একজন মানুষকে বাঁচাতে গিয়ে আরেকজন মরলে দুইজন ই মরবে।

১০/ শেষে বলতে চাই, ভোলান্টিয়ারদের এত এত কষ্ট, আত্মত্যাগ মন ভরে যাওয়ার মতন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক।
~ @TasawwufOfficial

3 months ago
3 months ago

বন্যা কবলিত এলাকার জন্য জরুরি মাসআলা-১

  1. অজুর জন্য ভালো বা পরিস্কার পানির প্রয়োজন নেই। বন্যার পানি পাক। তা দিয়েই অজু গোসল বৈধ।

  2. অজুর জন্য নির্দিষ্ট অঙ্গ ইচ্ছায় বা অনিচ্ছায় ধৌত হলেই যথেষ্ট। বৃষ্টি বা বন্যার কারণে অজুর অঙ্গ ধোয়া হয়ে গেলে নতুন করে অজু করা আবশ্যক নয়।

  3. পানির কারণে যদি রুকু বা সিজদা করা সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে মাথার ইশারায় নামাজ আদায় করে নিবে। এক্ষেত্রে রুকুর তুলনায় সিজদার জন্য একটু বেশি মাথা ঝোঁকাবে। কিন্তু সিজদার জন্য পানির গভীরে মাথা ডুবিয়ে দেয়া সঠিক পদ্ধতি নয়।

  4. বন্যার কারণে যদি কিবলার দিক নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে অনুমান করে দিক ঠিক করে নামাজ পড়ে নিবে। এক্ষেত্রে পরবর্তীতে যদি জানা যায় ভুল দিকে নামাজ আদায় করা হয়েছে তাহলে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই।

  5. বন্যার্তদের জন্য সুন্নত পড়া কষ্টসাধ্য হলে সেটা আপাতত না পড়ার সুযোগ রয়েছে।

৬. কেউ মারা যাওয়ার পর তাকে দাফন দেয়ার জন্য কোনভাবেই যদি শুকনো স্থল পাওয়া না যায় এবং রেখে দেয়াও সম্ভব না হয় তাহলে লাশ পানিতে ভাসিয়ে দিবে।
জরুরি মাসআলা ০২

  1. বন্যায় উদ্বাস্তুদের জন্য জামাতে নামাজ আদায় করা জরুরি নয়। একাকী নামাজ আদায় করাই যথেষ্ট।

  2. বন্যার্তদের জন্য জুমা আদায় করা আবশ্যক নয়। তারা একাকী যোহরের নামাজ পড়ে নিবে।

  3. বন্যার্তদের সকলকে সাধারণ সাদকা হিসেবে নগদ অর্থ, খাদ্য, বস্ত্র ইত্যাদি ত্রাণ সহায়তা দেয়া যাবে। কিন্তু যাকাতের অর্থ কিংবা যাকাতের টাকায় কেনা ত্রাণ সহায়তা কেবল তাদেরকেই দেয়া যাবে যারা যাকাত গ্রহণের উপযুক্ত।

  4. বন্যার্তদের মধ্যে যেসব ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল, কিন্তু এই মুহূর্তে যদি তার কাছে কোনও অর্থ না থাকে এবং কোনও উপায়ে নিজের অর্থ হস্তগত করা সম্ভব না হয় তাহলে সেই সচ্ছল ব্যক্তির জন্য আপাতত যাকাতের ফান্ড থেকে সহায়তা গ্রহণ করা বৈধ।

  5. কারও পরনের কাপড় যদি নাপাক থাকে তাহলে বন্যার পানিতে শরীরে থাকা অবস্থায় সেটা ধুয়ে গেলেই পাক হয়ে যাবে। ভিন্ন কাপড়ের প্রয়োজন নেই।

  6. ভেজা কাপড়ে নামাজ আদায় করাতে কোনও সমস্যা নেই।

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন-বিস্তারিত এখানে দেখুন

3 months ago

সকলকে বলবো এটা একবার সম্পূর্ণ টা পড়েন। সকলেই পড়বেন
লিংকঃ
https://www.facebook.com/share/p/ZBHb8Ro2XB2wH2Kr/?mibextid=oFDknk

3 months, 1 week ago
5 months, 3 weeks ago

@OnlineSadaqahBox এর কুরবানী প্রজেক্ট শরীক হয়েছেন তো...?

❤️শরীক হতেঃ 01889333859 (নগদ,বিকাশ,রকেট, উপায়)

➡️কেন সাদাকাহ পাঠাবেন জানতেঃ আমাকে এবং আমাকে ক্লিক করুন

আমাদের প্রজেক্ট সম্পর্কে জানতে @OnlineSadaqahBox এ ট্যুর দিয়ে আসেবেন ইনশাআল্লাহ

We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 8 months ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 11 hours ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 6 days, 4 hours ago