Tasawwuf - তাসাউফ

Description
তাসাউফ সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি উদ্যোগ।এটি কোনো দল,গোষ্ঠী বা সংগঠন, কারো সাথে যুক্ত না।তাসাউফ ,আমাদের সমাজে ছড়িয়ে পড়া অশ্লীলতা,বিশেষ করে পর্নোগ্রাফির ভয়াবতা সম্পর্কে সচেতনা সৃষ্টির একটি প্ল্যাটফর্ম মাত্র।
? FB: www.facebook.com/tasawwufofficial
We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 11 months ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 2 months, 1 week ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 3 weeks, 1 day ago

2 months ago

উপদেষ্টা মহোদয়গণ, যান! সবাই মিলে ফারুকি সাহেবের সিনেমা দেখে আসুন।

দুই হাজার মানুষের জীবনের বিনিময় ক্ষমতায় আসার পরও মনে হচ্ছে, আপনারা রাতের ভোটে ক্ষমতায় আসা সরকারের চেয়েও দুর্বল। খুঁজে খুঁজে সব বৃদ্ধদের উপদেষ্টা বানিয়েছেন!

প্রথম কয়েকদিন গেল মাহফুজ সাহেবদের ইসলামের ব্যাখ্যা করে, এখন আছেন সংস্কার নাকি নির্বাচন, এগুলো নিয়ে তাত্ত্বিক আলাপে! কেউ কেউ বিদেশ থেকে শিল্পী নিয়ে কনসার্ট করতে ব্যস্ত ?

চার মাসে আপনারা আসলে করলেন কী?

2 months ago

ফাইল পুড়ে গেছে বলে আরও কত ফাইল যে গায়েব হবে তা কেউ জানে না।

একটা মন্ত্রণালয়ের ফাইল পুড়ে যাওয়া মানে ভয়াবহ বিপর্যয়। মহা বিপর্যয়। অনেক ফাইল আছে যা রি-কনসট্রাক্ট করা অসম্ভব। কল্পনাও করা যায় না কী পরিমাণ ক্ষতি তা'।

চাকুরি জীবনের ৩০ বছর এবং এখন পর্যন্ত সচিবালয়ের ভিতরে কোনদিন কুকুর দেখিনি। অথচ ঐ বিল্ডিং এর ৮ তলায় পুড়ে যাওয়া মৃত কুকুর পাওয়া গেছে। হোয়াট আ মিজারেবল সিকিউরিটি!!

আমি আবার বলছি, শক্ত হোন। শক্ত হোন। কাজের গতি বাড়ান। এভাবে চললে, ষড়যন্ত্রের ধাক্কায় উড়ে যাবেন সবাই।

2 months ago

: মুসলিমরা করলে সাইবার বুলিং,
- সেক্যুলাররা করলে বাকস্বাধীনতা।
.
: মুসলিমরা আহত হলে- প্রতিক্রিয়াশীলতা,
- সেক্যুলাররা আহত হলে- ট্রমা।
__
সম্প্রচারে - ইনক্লুসিভ, সেন্ট্রিক আগামীর বাংলাদেশ।

2 months, 1 week ago
2 months, 1 week ago

জনৈক বেদুঈনের প্রতি নবীজীর (ﷺ) উপদেশ 
━━━━━━ • ✿ • ━━━━━━

নবীজী (ﷺ) এর খিদমতে এক বেদুঈন হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলাল্লাহ! আমি বড় আলেম হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- اِتَّقِ اللهَ تَكُنْ أَعْلَمَ النَّاسِ তুমি তাকওয়া অবলম্বন করলে সবচেয়ে বড় আলেম হবে। সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি সবচেয়ে বড় সম্পদশালী হতে চাই। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানাআত তথা অল্পে তুষ্টির গুণ অর্জন কর, বড় সম্পদশালী হয়ে যাবে। সে বলল, আমি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে গণ্য হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অধিক পরিমাণে আল্লাহর যিকর কর, তাহলে তিনি তোমাকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন। সে বলল, আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হতে চাই। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের প্রয়োজনের কথা আল্লাহ্ তাআলা ছাড়া আর কারো কাছে ব্যক্ত করবে না। আল্লাহ্ তাআলা তোমাকে সকলের চেয়ে বেশী সম্মান দান করবেন। সে আবার বলল, আমি চাই আমার রিযক বেশী হয়ে যাক। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবসময় উযূর সাথে থাক, তোমার রিযকে বরকত হবে। সে বলল, আমি চাই আমার আল্লাহ্ যেন আমাকে বেইজ্জত না করেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনা-ব্যভিচার থেকে বেঁচে থাক, আল্লাহ তাআলা তোমাকে সব ধরনের যিল্লতি থেকে রক্ষা করবেন। সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি চাই আমার ঈমান কামেল ও পরিপূর্ণ হোক। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আখলাক ভাল কর। উত্তম আখলাক অর্জন করা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। ঈমান শেখা ফরয, ইবাদত করা ফরয, আখলাক হাসিল করা ফরয, ইখলাস অর্জন করা ফরয।

উৎসঃ ঈমানজাগানিয়া কাহিনী |
#ConvertedMuslim@TasawwufOfficial

2 months, 1 week ago

দিল্লির সাদ সাহেবের মৌলিক দ্বীনি বিষয়ে বিভ্রান্তি, বিচ্যুতি এবং তাবলীগের উসুল ও নীতির সঙ্গে সংঘর্ষের ব্যাপার প্রায় সবার জানা। নতুন একটা কথা বলি।

ধরুন, সাদ সাহেবের কোনো সমস্যা নাই, তিনি আসলে ভালো মানুষ, কিন্তু একশ্রেণীর লোক তাকে উল্টো বুঝতেছে। এ কারণে দুনিয়ার বহু জায়গায় তাবলীগ জামাত বিভক্ত হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে, তর্কবিবাদ হচ্ছে এবং দাওয়াতের কাজের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো এই 'আল্লাহওয়ালা নির্দোষ' লোকটির তখন করণীয় কী? আমীরগিরির দাবি বজায় রাখা? যত সমস্যা, খুনাখুনিই হোক নিজের রাজত্ব বহাল রাখা? ভালো মানুষ হলে শুধু এ কারণেই তো তিনি সমস্ত পদ দায়িত্ব ও দাবি থেকে সরে দাঁড়াতেন।

এই লোকের বিচ্যুত হওয়ার জন্য অন্য কোনো দলিল প্রমাণের দরকার তো নাই, এটুকুই তো যথেষ্ট। যারা দ্বীন মানেন অথচ তাকে অনুসরণ করেন, তারা অন্য যুক্তি তর্ক প্রমাণ না বুঝলেও অন্তত এই জিনিসটা বোঝার চেষ্টা কইরেন। একজন ভালো মানুষ তার গদ্দির কারণে
বিশ্বজনীন দাওয়াতী একটি কাজ ধ্বংস করতে পারে না। যে পারে সে ভালো লোক না। সে যত 'ভালো'ই হোক তাকে মানা উচিত না, তার লাইন থেকে সরে আসা উচিত।

দ্বীনের জন্য জীবন নিচ্ছেন, রক্ত ঝরাচ্ছেন, যুদ্ধ করছেন, হামলা করছেন, আমিরের খাসলতটা কেমন, খায়েশটা কেমন এটা একটু খেয়াল করবেন না?

আল্লাহ তায়ালা একটু ঠান্ডা মাথায় চিন্তা করার তাওফিক দান করুন, হেদায়েত দান করুন, ইসলাহ দান করুন।

~মাওলানা শরিফ মুহাম্মদ হাফিঃ

2 months, 2 weeks ago

⚠️ Must Read ⚠️

আপনারা যারা জুলাই আগস্টের এক্টিভিস্ট আছেন, একটু সতর্ক হোন। রেগুলার রুটিনে খানিকটা চেন্জ আনুন।

ছেলেরা― আপনারা যারা টিউশন বা জব শেষে ক্যাম্পাসের হল বা বাসায় ফেরেন, তারা ভিন্ন ভিন্ন রুটে ফিরতে চেষ্টা করুন। গন্তব্যে ফেরার মিনিমাম তিনটা পরিচিত রুট রাখতে পারলে ভাল হয়।

মেয়েরা― একা বের হওয়া হারাম মনে করে নিন। রাতে তো একেবারেই না; খুব প্রয়োজন না থাকলে দশটার পর বের হবেন না।

পুরোন শত্রুর সাথে যোগাযোগ করুন তাও ভাল, তবুও অপরিচিত নতুন শুভাকাঙ্ক্ষী বানাবেন না। ফেস টু ফেস ইন্টারেকশন তো একদমই না।

পার্টনারের সাথে একান্ত সময় কাটাতে অবশ্যই rural কোনো এরিয়ায় যাবেন না

ক্রাউডের মাঝে থাকলে চোখ কান খোলা রাখবেন এবং অবশ্যই যেকোনো এক হাত পেটের সামনে একটু প্রস্তুত অবস্থায় রাখবেন

সর্বোপরি, যথাসম্ভব চেষ্টা করবেন টিম মেইনটেইন করে চলাফেরা করতে।
ধন্যবাদ

2 months, 2 weeks ago
2 months, 2 weeks ago

নির্বাচন কমিশন এনআইডি ওয়েবসাইটে ঢুকে NID অনলাইন সার্ভিস পেতে হলে, লগইন করতে গিয়ে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তবে আবার ফেস রিকগনিশন করে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।

লগইন এর নিচে লিখা আছে "পাসওয়ার্ড ভুলে গেলে", কিন্তু এরপর তিনটা উইন্ডো পার হয়ে আপনাকে নিয়ে যাবে রেজিস্ট্রেশন অপশনে। আবার আপনাকে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে।

কেন? জগতের কোথায় আছে এমন পাসওয়ার্ড রিকভারি সিস্টেম!!

কিন্তু পাসওয়ার্ড রিকভারির কোনো অপশন নেই। নেই ইমেইল আইডি, বা রেজিস্টার্ড মোবাইল ভেরিফাই করার সিস্টেম। নতুন করে পাসওয়ার্ড সেট করার কোন অপশন রাখা হয়নি। ফলে এনআইডি অনলাইন সার্ভিসেও আর প্রবেশ করতে পারবেন না, যদি পাসওয়ার্ড ভুলে যান।

গত চার বছর আগে এনআইডি অনলাইন সার্ভিস চালু করা হয়েছিল। শুধু পাসওয়ার্ড রিকভারি করতে না পারার জন্য কত মানুষের যে ভোগান্তি হয়েছে, তার হয়ত হিসেব করা সম্ভব নয়।

এই সপ্তাহে নতুন ডিজি কাজে যোগদান করেছেন। নতুন নির্বাচন কমিশন। আমরা আশা করব তারা এসব সমস্যা দ্রুত দূর করে এনআইডি সংক্রান্ত যাবতীয় সেবা আরও অধিকতর সহজ করে জনগণের ভোগান্তি ও যন্ত্রণা দূর করবেন।

গত চার বছরে এই নতুন ডিজি বাদে সম্ভবত তিনজন ডিজি পার হয়ে গেছেন এনআইডি উইং এ। কী করেছেন তারা!! কেন তারা জানতে পারেননি মানুষের সমস্যা আর অসহায়ত্ব কোথায়। কেন জানতে চাননি!! শুধু নামে ভারে চলাচলে আমি ডিজি!!

আমি বারবার বলেছি, যতোই ডিগ্রি, ভাল মানুষ আর সৎ হন না কেন, কাজে যদি অথর্ব হন, তবে জনগণ, সমাজ আর দেশের জন্য আপনার অবদান শূন্য। আপনি নাদান, বোগাস।

আর যদি অসৎ হন, তবে তো লুটপাট আর সুইসব্যাংক আপনার গন্তব্য।

** কমেন্টস থেকে যা আইডিয়া পেলাম, তাতে কয়েকটি প্রশ্ন করছি।

১। পাসওয়ার্ড রিকভারি করতে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট এপস নামাতে হবে। তাহলে ওয়েবসাইটে "পাসওয়ার্ড ভুলে গেলে" অপশন রাখা হয়েছে কেন?

২। ওয়েবসাইটের কোথাও ওয়ালেট এপস এর কথা বলা নেই কেন?

৩। পাসওয়ার্ড ভুলে গেলে নতুন করে ফেস রিকগনিশন করে আবার রেজিস্ট্রেশন করতে হয়। জগতের কোথায় আছে এমন সিস্টেম?

৪। গ্রামের বা গরীব মানুষ কিভাবে এটা করবে? তাদেরকে কম্পিউটার দোকানে বা বাজারে বা ব্যবসায়ীর কাছে ঠেলে দেয়া হচ্ছে কেন?

৫। এনআইডির এই কাজ কি ইউজার ফ্রেন্ডলি বলা যায়?

2 months, 3 weeks ago
We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 11 months ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 2 months, 1 week ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 3 weeks, 1 day ago