মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 11 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 2 months, 1 week ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 3 weeks, 1 day ago
কিছু আপডেটঃ
২। আল জাজিরার নতুন ডকুমেন্টারিটা পারলে দেখে নেবেন। এরকম জিনিস দশ বছরে একটা আসে। প্রাণপ্রিয় মোহাম্মদ দেইফ ও শহীদ সিনাওয়ারের কিছু আনসিন ফুটেজ আছে।
৩। বাংলাদেশের সিটিটিসি এফবিআইয়ের সাথে কাজ করতে যাচ্ছে। তার মধ্যেই আবার ব্লাক ফ্লাগ ওড়ানোয় তিন ছেলেকে গ্রেফতার করেছে। এটা থেকে দুটো জিনিস স্পষ্টঃ
- পশ্চিমারা দেখিয়েছিলো তারা গুম খুনের ব্যপারে কেয়ার করে, স্যাংশন ট্যাংশন দিলো। আদতে ইসলামপন্থীদের জান-সম্মান ওদের কাছে মশার সমানও না। লীগ বিএনপির লোকজনকে গুম আর ক্রসে দেওয়াতেই ঝামেলা লেগে গিয়েছিলো।
তাছাড়া সো-কল্ড জংগী মেরে ফেললেও তারা কিছুই বলবে না। যেমনটা বিএনপির আমলে হয়েছিলো। এজন্য পিলখানায় কর্ণেল গুলজার মারা খাওয়াতে খুশী হয়েছিলাম। এই লোকটার হাতে অনেক মুসলিমের রক্ত ছিলো।
- ট্রাম্প ক্ষমতা নেবার পর যে গতিতে এগোচ্ছে তাতে লিবারেল ব্লক কোনঠাসা হতে যাচ্ছে। তাই বিশ্বজুড়ে তারা আবার জঙ্গীবাদ ইস্যু সামনে আনার ট্রাই করছে। কারণ 'ইজলামিক টেররিজম' মার্কিনিদের কাছে লবণের মত। সব পক্ষই খায়। এফবিআইয়ের সাথে মেলামেশা এই কারণেই।
৩। ট্রাম্পের 'গাজার মানুষদের ক্লিনআউট করা' বা জর্ডান-মিশরকে রিফিউজি নিতে রেডি থাকার হুমকী দিতে দেখে অনেকেই দুশ্চিন্তায় আছেন। তবে আমি ভয়ের কিছু দেখছি না। ব্যাপারটা এতই ইজি হলে রাফার বিচে আজকে ইহুদীর পাল রোদ পোহাতো।
গাজা থাকবে। গাজা ক্লিন করতে একটা বিশ্বযুদ্ধ দরকার হবে, এর কমে হবে না।
১। পার্সোনাল লাইফে একটা অনেক গুরুত্বপূর্ণ ট্রানজিশনাল সিচুয়েশন চলছে। অত্যন্ত ব্যাস্ত। এদিকে পেজ + চ্যানেলের অ্যাডমিন হিসেবে আমি একাই এখন।
ফেব্রুয়ারির শুরুতে সব স্থিতিশীল হয়ে যাবে ইনশাল্লাহ।
প্রমিজ করছি, এতদিনের ঘোস্টিংয়ের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো।
স্টোরি টাইম, পুর্বঘোষিত আর্টিকেলগুলো, আর ব্লাইন্ডস্পট নিয়ে এগোনোর প্লান করছি।
দেখা যাক।
আপনি যদি খেয়াল করেন, লাস্ট ৭০০-৮০০ বছরের মধ্যে হিন্দুত্ববাদ রাজনৈতিক ও সামরিকভাবে এমন সর্বব্যাপী ছিলো না। আর এই কয়েকশত বছর ধরে ম্যাচিউরড হওয়া হিন্দুত্ববাদের মোকাবেলার দায়িত্ব এসে পড়েছে আমাদের জেনারেশনের কাধে।
কী পরিমাণ প্রিপারেশন দরকার ভেবে দেখেছেন?
খাওয়ার চিনি আর সার দিয়ে বানানো বোমা দিয়ে একটা নিউক্লিয়ার পাওয়ারকে ১৬ মাস আটকে রাখলো, সিজফায়ার ডিলে বাধ্য করলো - এ এক অবিশ্বাস্য দলের গল্প!
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে। একজন রানিং প্রেসিডেন্ট অ্যারেস্ট হবেন এটা আমাদের মত দেশে থেকে ভাবাও যায় না।
বুড়ো ইয়ন সুক শেষবয়সে এসে ক্ষমতা পেয়েছিলো, মাথা ঠিক রাখতে পারে নি।
কোরিয়ার প্রেসিডেন্টের পরিণতি থেকে একটা শিক্ষাই মেলে, এই মডার্নিজমবিরোধী লড়াইয়ে বুড়ো বুমারদের উপর একদমই বিশ্বাস রাখা যাবে না। এই লোকটা তরুণদের ভোটব্যাংক ইউজ করে ক্ষমতায় এসেছিলো। কিন্তু এইভাবে মাঝপথে এসে জল ঢেলে দিলো।
কোরিয়ার তরুণদের জন্য এটা বেশ বড় ধাক্কা ছিলো। তবে আশার কথা এই, বুড়ো ইয়ন কেবল তরুণদের ক্যাম্পেইন থেকে ক্যাশ করেছিলো, মুল আন্দোলন তরুণদের হাতেই। তরুণেরা নতুন করে পলিটিক্সে আসছে। যেমন, ওখানকার এক এমপি নির্বাচিত হয়েছে যে কিনা পেশায় গেমার (প্রফেশনাল ই-স্পোর্টস)।
ইয়নের পাওনা সে পেয়েছে। কিন্তু কোরিয়ার সব দলই এই বার্তা পেয়েছে, তরুণদের ইগনোর করে একটা গাইনোসেন্ট্রিক সমাজ টিকবে না। না পশ্চিমে, না এশিয়াতে। পশ্চিমে একটু সময় লাগছে, কিন্তু এশিয়া-মধ্যেপ্র্যচ্যে সব স্পষ্ট।
নারীবাদের কোনো ভবিষ্যৎ নেই। ফিউচার ইজ নট ফিমেল, মাসকুলিনিটি ইজ দ্যা ফিউচার।
খুবই বিশেষ একটা ফিলিং শেয়ার করছি।
গাজার যুদ্ধ এক বছরের বেশী সময় ধরে চলছে। প্রথমে যেমন সারাদিন খোঁজ রাখা হতো, তারপর থেকে সেই সময় কমেছেই কেবল।
খেয়াল করলাম, যখনই গাজার খবর রাখা পুরোপুরি বাদ হয়ে যায়, তখনই পার্সোনাল লাইফে একটা প্রবলেমে পড়ি। কেমন যেন আমি গাজাকে ভুলে গেলাম তো আল্লাহও আমাকে ভুলে গেলেন।
এখন আর ওই সাহস করি না। যত ব্যস্ততাই থাক, গাজার মানুষ আর যোদ্ধাদের খবর রাখার চেষ্টা করে যাচ্ছি।
এটা ভোলা উচিৎ হবে না, গাজার পরীক্ষাটা অ্যাকচুয়ালি আমাদের। গাজার মানুষ তো আগেই পাস করেছে।
অ্যান্ড্রু টেইটকে নিয়ে এক মেসি সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। কিছু সাম্প্রতিক ঘটনার ব্যপারে স্পষ্ট আইডিয়া দিতে চাই আপনাদের।
এই লেখাতে টপিকগুলো থাকবেঃ
- মামলার পরিস্থিতি
- ড্যাডি কয়েন স্কাম
- গাজা যুদ্ধ
- টমি রবিনসন ও অ্যান্ড্রুর ইসলামোফোবিক কমেন্ট।
- অ্যান্ড্রুর রাজনৈতিক দল
- আদৌ কী সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারবে?
- ব্রিটেনের রাজনীতি ও ইসলামাইজেশন
- মুসলিম রেইপ গ্যং মিথ কীভাবে সৃষ্টি হলো এবং অ্যান্ড্রু এটা প্রচার করছে কেন?
- ফাইনালি অ্যান্ড্রুকে কেন সাপোর্ট করেছিলাম এবং এখন কতটা করা যুক্তিসঙ্ঙ্গত।
আপনি যদি চান আরো কোনো টপিক যোগ করা দরকার, প্লিজ কমেন্টে জানান। UNFAZED চ্যানেলে কমেন্ট করা যাবে।
ধন্যবাদ।
দাদার কথা আজ খুব মনে পড়লো। উনি শেষ বয়সটা পর্যন্ত মেজর ডালিমের ব্যপারে বলে গেছেন। টানা কয়েক দশক তো উনার একটা ছবিও দেখা যায় নি। মেজর ডালিম সামনে এসেছেন, কথা বলছেন - এই দেখে দাদার রিঅ্যাকশন কেমন হতে পারতো তা যেন আমি চোখে দেখতে পাচ্ছি।
মেজর ডালিমকে কিন্তু একটু বয়স্ক জেনারেশনের সবাই চেনে। দেশে আজকে সিরিয়াসলি হইচই পড়ে গেছে।
মেজর ডালিম ও দাদার ব্যপারে আমার আগের লেখাটা পড়ুন
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 11 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 2 months, 1 week ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 3 weeks, 1 day ago