?Funniest Memes Channel On Telegram?❤️
Get Ready To Wipe Your Tears From Laughter.??
?|We Lift The Mood?
?|I Don't Own All Meme.
?|Turn On Notification.
?|Share Your Favorite Meme.
PAID PROMO: @mypromodealss?!
Last updated 2 months ago
www.youtube.com/@MajidRazaviOfficial
Last updated 1 month ago
সবাই বলে মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ।
আমি তো কোন উম্মাহ দেখি না।
আমি দেখি শী'আ, সুন্নী, সালাফী, সুফী, বেদাতী, মাজারী, বাজারী, খারেজী, কত রঙ, কত ঢঙ, কত আক্বীদা, কত মাসলাক, কত তরিকা....সবাই সবাইরে গোমরাহ ভাবে, পারলে কাফিরদের চেয়েও বেশি ঘৃনা করে পরস্পরকে।
এক বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই দেখেন না, সারাদিন একে অন্যের গোশত খাইতে ও রক্ত পান করতে ব্যস্ত।
এর মধ্যে উম্মাহটা কই?? লোম বাছতেই তো কম্বল উজাড়।
Spain officially recognizes the Palestinian state as legitimate after the decision recieves approval from the government.
আমির আব্দুল্লাহিয়ান: ইরানের নিভে যাওয়া এক লাইটহাউস
ইরানের নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ভূরাজনীতির খেলায় একজন তুখোড় খেলোয়াড় ছিলেন।প্র্যাগম্যাটিজম,প্রজ্ঞা এবং দূরদর্শিতার মিশেলে তিনি ইরানের সক্ষমতা যেমন তিনি বাড়িয়ে তুলেছেন,তেমনই শক্তিশালী করেছেন সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক এন্টিটিকে।
নিজে অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া সত্ত্বেও অভ্যাস গড়ে তুলেছিলেন থিংকট্যাঙ্ক এবং এক্সপার্টদের সাথে আলোচনা করে যথাসম্ভব প্র্যাগম্যাটিক সিদ্ধান্ত নেয়ার।এবং সেটার ফলাফল দেখা যায় উনার আন্তর্জাতিক কূটনীতির টেবিল থেকে উদ্দেশ্য হাসিল করার দক্ষতায়-হোক সেটা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবাদপ্রতিম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি: একদিকে যেমন আন্তর্জাতিক মহলে বাড়িয়ে তুলেছেন দেশের গুরুত্ব, অন্যদিকে সুযোগ বুঝে লুফে নিয়েছেন নিজ পাওনা।
পটেনশিয়াল রিস্ক ফ্যাক্টর কমানো এবং আলোচনার টেবিল থেকে বেশিটুকু আদায় করে নেয়ার ব্যাপারেও ছিলেন সতর্ক- আর এই সতর্কতার সবচেয়ে সূক্ষ্ম পরিচয় পাওয়া যায় ফালাস্তিন প্রশ্নে তাঁর অবিচলতায়।
হামাস,হিজবুল্লাহ এবং হুথি ছাড়াও ইন্টেলিজেন্স এবং লজিস্টিক্সে যেভাবে শক্তিশালী করছিলেন ইন্তিফাদাকে,তাতে প্রতিদিনই ইজরায়েলের কপালে চিন্তার ভাঁজ বাড়ছিল।
এইটাও তাঁর একার পক্ষে সম্ভব ছিলনা-তবে অসম্ভবের এই সীমাকে অতিক্রম করেছিলেন আইআরজিসির জেনারেলদের সাথে কোলাবরেশনে-প্রথমে কাসেম সোলাইমানী এবং পরে ইসমাইল ক্বাআনীর সাথে।সামরিক বাহুশক্তির সাথে কূটনৈতিক মেধার তীক্ষ্ণ খেলায় রীতিমতো হয়রান করে তুলতে পেরেছিলেন জালিম জায়োনিস্ট রেজিমকে।
এতটুকু করেই থামেননি এই আব্দুল্লাহিয়ান,ইরানের পররাষ্ট্রনীতিতে ইন্ট্রোডিউস করেছিলেন "লুক ইস্ট পলিসি",যাতে ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদ থেকে বিশ্বকে বের করে আনার মাস্টারপ্ল্যান। ওয়েস্টার্ণ হেজেমনির বিরুদ্ধে এইটা হতো এক দোধারী তলোয়ার,যাতে পাওয়ার ব্যালেন্স পূর্বের দিকে ক্রমে শিফট করার পাশাপাশি ইরান পেত বিশ্বরাজনীতির মাঠে অনেক বিশ্বস্ত খেলোয়াড়।
ঘরে সমস্যা জিইয়ে রেখে বনের মোষ তাড়ানোর মতো লোকও তিনি ছিলেন না। হাজারো সমস্যার মধ্যেও খুঁজে ফিরেছেন কমন গ্রাউন্ড-যার ভিত্তিতে সৌদি আরব বা আজারবাইজানের সাথে ইরানের সম্পর্কে উন্নতি এসেছে আর তালেবানের সাথে বন্ধুত্বও হয়েছে সহজ।
এমনকি তুর্কি-ইরান-সৌদির বৈঠকের মত অসম্ভবকে সম্ভব করে দেখাতে পেরেছেন কূটনৈতিক স্থৈর্যের উপর ভর করে।
একজন কূটনীতিবিদের থেকে তার দেশ যা আশা করে,তার থেকেও অনেক বেশি দিয়ে গেছেন আব্দুল্লাহিয়ান।ইরানের মত দেশে বসে আপনি পরিকল্পনা করবেন আর স্যাংশনের জটিলতায় আপনার বিপদে পড়তে হবেনা-এইটাও কিন্তু অকল্পনীয়।
এই জায়গাটাও তিনি ডিল করেছেন প্রবল ধৈর্যের সাথে।
বারবার গিয়েছেন আলোচনার টেবিলে, চেষ্টা করেছেন সর্বোচ্চটা আদায় করে নিতে-আবার ইরানের সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দেন নি একচুলও।
এ্যাগ্রিমেন্ট আর নতি স্বীকারের মাঝের ফাইন লাইনটা সারা জীবন ধরে রেখেছিলেন একজন দক্ষ আর্টিস্টের মতোই।
কঠিন ভূরাজনৈতিক বাস্তবতা এবং নির্মম সীমাবদ্ধতার মধ্যেও যে বিশাল সাফল্য তিনি হাসিল করতে পেরেছিলেন তার অসমাপ্ত জীবনে,তাতেই তিনি আগামীর কূটনীতিকদের কাছে বসবেন গুরুর আসনে।
শুধু ইরানে নয়,সমগ্র বিশ্বে।
আর ইজরায়েলের বিরুদ্ধে সংগ্রামের জন্য মুসলিম জাহানে তো বটেই।
–প্রেস টিভির সাথে সাক্ষাৎকারে মুহসীন পাকঈন,অবসরপ্রাপ্ত কূটনীতিক।
ব্রেকিংঃ সাবেক পুলিস আইজি বেনজীরের সমস্ত সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
চীন একপ্রকার তাইওয়ানকে জয়েন্ট এক্সারসাইজের নামে চার দিকে থেকে এয়ার এন্ড নেভাল ব্লকেড দিয়ে রেখেছে। চাইনিজ ইন্টেল অনুযায়ী, জুনের প্রথম সপ্তাহে তাইওয়ানে সামরিক আগ্রাসন শুরু করতে পারে চীন
ইতিমধ্যেই চীন তাদের ড্রিলে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, ডিস্ট্রয়ার, গাইডেড মিসাইল ফ্রিগেট, এম্ফিবিয়াস এসল্ট শিপ এড করেছে।
তবে সবচেয়ে মজার একটা নিউজ দেখলাম পৃথিবীর সেরা সেমিকন্ডাক্টর কোম্পানি তাইওয়ানের TSMC সম্পর্কে।
TSMC ডাচ কোম্পানি ASML এর থেকে একটি রিমোট কন্ট্রোলড মেশিন কিনেছে, যেখানে রয়েছে একটি কিল সুইচ। এটার নাম “এক্সট্রিম আল্ট্রা ভায়োলেট লিথোগ্রাফি মেশিন”- (ইইউভি)
মেশিনটির সাইজ একটি ডাবল ডেকার বাসের সমান। এর কিল সুইজে প্রেস করলেই TSMC এর ফ্যাক্টরিতে থাকা সমস্ত মেশিনারিজ ইন্সট্রুমেন্টস অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। সবকিছুই পার্মানেন্টলি ডিজেবল হয়ে যাবে, ফলে তাইওয়ান যদি চীনের দখলে চলেও যায়, তখনও তারা তাদের সেমিকন্ডাক্টর ইলিমেন্টস গুলোর টেকনোলজি পাবে না।
সৌজন্যেঃ শাফিন রহমান
???? Vladimir Putin:
"90% of all trade between China and Russia is conducted in Ruble or Yuan after ditching the US Dollar"
*Many other countries will gradually join this new system of operation.
Many dollars in the world will become "surplus".
Inflation will be brutal in the US and Europe in a few years and is already very bad.
The bubble, which inflates the West with its huge foreign debts, will burst in a very short time.
‼️???? প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আবারও প্রায় দেড় বিলিয়ন ডলারের সহায়তা করতে সম্মত হয়েছেন।
তীব্র প্রতিবাদের মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই মাসের মধ্যে আরও 700 মিলিয়ন ডলারের গোলাবারুদ, $500 মিলিয়নের মিলিটারি ভেহিকল এবং $60 মিলিয়নের মর্টার শেল দেয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে।
-Wall Street Journal
BREAKING:
NATO Secretary General Jens Stoltenberg:
"If Ukraine does not win, we will not rebuild it"
"When it comes to rebuilding Ukraine after the war, we must first ensure its victory. If Ukraine does not win, it will have nothing to restore."
এটা কী ভাই? আসলেই এটা কী? আর্ট-কালচারের নামে আপনি প্রাচ্য-প্রতীচ্যের অনেক নগ্ন কিছু অশ্লীল কিছু অবলীলায় এই চাষা-ভুষোর দেশেও চালিয়ে দিতে পারবেন। কিন্তু এটা? অনাবৃত কদলী সদৃশ এই রঠা-লিঙ্গ? নৈব নৈব চ। কোনো লাল-পর্দার পাঁড় শাহবাগী কিংবা সনজিদা-বন্যার মতো রঠা পূজারীকে দিয়েও আপনি এই রঠা-লিঙ্গে সংস্কৃতির জল ঢালাতে পারবেন না। এ কারণেই ওঁ-পাড়ায় একেবারে শ্মশানের নিস্তব্ধতা। কেউ চেতনা-ঠাকুরের সম্ভ্রম রক্ষায় টু শব্দটিও করছে না।
তবে আমি রঠার এই ধুতি-খোলা শিল্পকর্মের অনুপ্রেরণার পেছনে একটা ভিন্নধর্মী কারণ ভেবেছি। অতিরিক্ত ভাব-প্রবণতার কারণেই হোক কিংবা অপ্রাকৃত সুশীলতার ভারেই হোক, রঠার মাঝে বরাবরই একধরণের নারী-সুলভ কমনীয়তা আছে। রঠার গানে-কবিতায়ও দেখবেন একধরণের অকালপতনজনিত ঝিমুনির ভাবধারা আছে। একদিকে একজন যখন তুখোড় যৌবনের উন্মাদনায় চল্ চল্ চল্ করে দামামা বাজাচ্ছে বিপরীতে ঠাকুর তার আচকান খানিক আলগা করে করুণস্বরে ডাকছেন ওঁরে সঁবুজ ওঁরে আঁমার কাঁচা আঁধমরাদের ঘাঁ মেঁরে তুঁই বাঁচা। সর্বোপরি রয়েছে তার নারীসুলভ কন্ঠ। আবুল কালাম শামসুদ্দীনের বয়ানে যেমনটি আমরা পাই —
"... হঠাৎ নারীকণ্ঠ শুনে চমকিত হলাম। কোথা থেকে নারীকণ্ঠের কবিতার আবৃত্তি ভেসে আসছে বুঝতে না পেরে চার দিকে চাইতে লাগলাম। মনে হলাে, সভামঞ্চ থেকে এ-স্বর ভেসে আসছে। নজরুলকে জিজ্ঞেস করলাম, কবিতা আবৃত্তি করছেন কে? নজরুল হেসে বললেন : রবীন্দ্রনাথের মুখের দিকে চেয়ে দেখুন তাে? চেয়ে দেখলাম। তাই তাে ! রবীন্দ্রনাথেরই তাে মুখ নড়ছে ! কিন্তু এ-নারীকণ্ঠ কেন? নজরুল বললেন, তার কণ্ঠস্বরই এরূপ। আমি বিস্মিত হলাম। এমন নারীকণ্ঠের স্বর যে কোনাে পুরুষের থাকতে পারে, এ-ধারণাই আমার ছিল না।" (অতীত দিনের স্মৃতি/পৃ: ৮৮)
তো, যিনি কিনা বাঙালির প্রাণের ঠাকুর, যার গান গাইতে গাইতে তিরিশ লক্ষ বীর-বাঙালি হাসিমুখে জীবন উৎসর্গ করে ফেলেছে, যে ঠাকুর শাহবাগের যৌবনজ্বালার জ্বালানি, যার আরাধনায় রমনার নটমূলে লাখো ললনা ফুলে ফুলে ঢলে ঢলে পড়ে — তার ওরকম নারী-সুলভতা তো তার অমিত বীর্যবান জমিদার নন্দন ভাবমূর্তির সাথে একেবারেই যায় না। একারণেই হয়তো এই অনন্যসাধারণ শিশ্নকর্মের স্রষ্টা একেবারে ধুতি খুলে দেখিয়ে দিলেন — লে অব জি ভারকে দেখ লে হামারা ঠাকুর কা ঠাকুর॥
-Kai Kaus
?Funniest Memes Channel On Telegram?❤️
Get Ready To Wipe Your Tears From Laughter.??
?|We Lift The Mood?
?|I Don't Own All Meme.
?|Turn On Notification.
?|Share Your Favorite Meme.
PAID PROMO: @mypromodealss?!
Last updated 2 months ago
www.youtube.com/@MajidRazaviOfficial
Last updated 1 month ago