মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 11 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 2 months ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 2 weeks, 3 days ago
ইয়াস বিন আমির বলেন: আলী ইবনু আবি তালিব আমার হাত ধরলেন এবং বললেন:
"যদি তুমি আমার পরে জীবিত থাকো, তাহলে তুমি ৩ শ্রেণির লোককে পাবে যারা কুরআন তিলাওয়াত করবে। এক শ্রেণির লোক কুরআন তিলাওয়াত করবে আল্লাহর উদ্দেশ্যে, অপর শ্রেণির লোক তিলাওয়াত করবে তর্ক-বিতর্কের উদ্দেশ্যে এবং তৃতীয় আরেক শ্রেণির লোক তিলাওয়াত করবে দুনিয়াবি স্বার্থসিদ্ধির জন্য। এদের মধ্যে যে যা অন্বেষণ করবে তা-ই অর্জন করবে।"
সুনান আদ দারিমি, ৩৩৭২, সনদ সহিহ
🔰 ইমাম হাসান বাসরি (রাহিমাহুল্লাহ) বলেছেন:
اَلْمُؤْمِنُ كَالْغَرِيبِ لاَ يَجْزَعُ مِنْ ذُلِّهَا، وَلاَ يُنَافِسُ فِي عِزِّهَا، لَهُ شَأْنٌ، وَلِلنَّاسِ شَأْنٌ- وَجِّهُوا هَذِهِ الْفُضُولَ حَيْثُ وَجَّهَهَا اللهُ ‘
"মুমিন হলো অপরিচিতের মতো। দুনিয়ার কোনো অপমান বা লাঞ্ছনায় সে উৎকণ্ঠিত হয় না, আবার মর্যাদার প্রতিযোগিতায়ও লিপ্ত হয় না। তার নিজের জন্য যেমন একটি মর্যাদা রয়েছে, তেমনি মানুষের জন্যও তাদের নিজস্ব মর্যাদা রয়েছে। সুতরাং, এই দুনিয়াবী তুচ্ছ ও নিরর্থক বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে নাও এবং আল্লাহ যে দিকে ডেকেছেন সেই পথে এগিয়ে যাও।"
(মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদিস/৩৬৩৫৮,জামেঊল ঊলূম ওয়াল হিকাম ;২/৩৭৯)
খাঁটি তাওবার শর্তাবলী ও পদ্ধতি:-
তাওবাহ্ খাঁটি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সে শর্তসমূহ পূরণ না করে তাওবাহ্ করলে সে তাওবাহ্ খাঁটি তাওবাহ্ হবে না আর তা আল্লাহর নিকট কবুলও হবে না। শর্তাবলীর সংখ্যা সর্বনিম্ন ৩টি আর সর্বোচ্চ ৬টি। যদি গুনাহের সম্পর্ক শুধু আল্লাহর (অবাধ্যতার) সঙ্গে থাকে এবং কোন মানুষের অধিকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, তাহলে এ ধরনের তাওবাহ্ ক্ববূলের জন্য নববী (রহিমাহুল্লাহ) ও সাউদী আরবের সাবেক গ্রান্ড মুফতী শাইখ ‘আবদুল ‘আযীয বিন ‘আবদুল্লাহ বিন বায (রহিমাহুল্লাহ) সহ অনেক আলিমের মতে শর্ত ৩টি। তবে কোন গুনাহ যদি মানুষের অধিকারের সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে আরও একটি শর্ত বেড়ে তা হয়ে যাবে ৪টি
তবে সাউদী আরবের আরেক বিখ্যাত 'আলিম শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমীন (রহিমাহুল্লাহ)-এর মতে তাওবার শর্ত মোট ৫টি। তবে মানুষের অধিকারের সঙ্গে সম্পৃক্ত গুনাহ থেকে তাওবাহ্ করার জন্য অতিরিক্ত ১টি শর্ত যোগ হবে। তা হলো পাওনাদারকে তার হক বা অধিকার ফিরিয়ে দেয়া । সুতরাং যদি এগুলোর মধ্যে একটি শর্তও বাদ পড়ে, তাহলে সেই তাওবাহ্ খাঁটি তাওবাহ্ হবে না। নিম্নে ঐ সকল শর্ত সংক্ষেপে উল্লেখ করা হলো :
১. তাওবাহ্ একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহর কাছে করতে হবে;
২. গুনাহর কাজ করার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে;
৩. যে গুনাহ হতে তাওবাহ্ করা হচ্ছে, তা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে;
৪. ভবিষ্যতে এই গুনাহ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে;
৫. নির্ধারিত সময়ের মধ্যে তাওবাহ্ করতে হবে;
৬. মানুষের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে।
•••বই•••
[কুরআন-হাদীসের আলোকে গুনাহ মাফের উপায়]
"একজন নারীর কক্ষে প্রবেশ করো না, যদিওবা তুমি বলো যে: আমি তো তাকে আল্লাহর কিতাব (কুরআন) শিখাবো" [সিয়ারু আলামিন নুবালা, ৫/৭৭]
আমি সুফইয়ান আস সাওরী রহিমাহুল্লাহর নিকটে ছিলাম। তখন এক নারী তার কাছে এলো। সে বললো: " আমি আপনাকে কিছু মাস'আলা জিজ্ঞেস করতে চাই "। তখন সুফইয়ান উত্তর দিলেন: " দরজার আড়ালে যাও এবং দরজার পিছন থেকে কথা বলো "
[যাম্মুল হাওয়া,১৩৫]
শাইখ আল ফাওযান (আল্লাহ তাকে রহম করুন) বলেছেন,
অসুস্থ হৃদয়ের চিকিৎসা পাওয়া যায়
- কুরআনে
- তওবা করা
- নেক আমলে
ইমাম ইবনুল কাইয়িম (আল্লাহ তার উপর রহম করুন) এর আদ দা'আ ওয়াদ দা'ওয়া' এর ব্যাখ্যা।
উসামা বিন শুরাইক (রাঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ এমন কোনো অসুখ নির্ধারণ করেননি, যদি না তিনি তার চিকিৎসাও নির্ধারণ করে থাকেন। যারা তা জানে, তারা জানে; আর যারা অজ্ঞ, তারা অজ্ঞ থাকে।”
- ৪/ ২৭৮ [মুসনাদে ইমাম আহমদ, ১৮৪৫৬]
'আদ দা'আ ওয়াদ দা'ওয়া' (الْدَاعَةُ وَ الدَّوَاءُ) এর উপর নোট
উৎস: উলামাউন নাজদ, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বাসসাম।
©Abdur Rafi Joy
ভারতীয় গদি মিডিয়ার অধিকাংশই সংবাদ পরিবেশনের নামে বিভ্রান্তি ছড়াতে খড়গহস্ত। তারা সঠিক সংবাদগুলো সম্প্রচার করছে না। অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক (মহাসচিব,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট) নিজ মুখে কি বলছেন তা একবার শুনে বাস্তবতা বিশ্লেষণ করুন।
#Minorities
#misinformation
দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আগামীকাল থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আগামীকাল থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আগামীকাল থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আগামীকাল থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজ থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ।
ইবন আব্বাস রাদ্বি'আল্লাহু আনহু বলেন: " মুনাফিকের জন্য কুরআন তিলাওয়াত এর চেয়ে পাথর বহন করা সহজ "
● [ شعب الإيمان للبيهقي ٣٥٤/٢]
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 11 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 2 months ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 2 weeks, 3 days ago