মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 8 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 11 hours ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 6 days, 4 hours ago
আমাদের মাদরাসার উস্তাদ তানবীর সাহেব মারা গেলেন গত রাতের শেষ দিকে। বয়সে আমার চেয়ে অনেক ছোট হবেন৷ ব্যক্তিগতভাবে খুব বেশি পরিচয় ছিল না। যেহেতু আমি আবাসিক উস্তাদ না। দুই/একবার কথা হয়েছিল শুধু। আগ্রহভরে আমার সাথে দেখা করতে এসেছিলেন। তার চেহারা চোখে ভাসছে বারবার৷ আমরা যারা ভাবছি, বয়স হলে তারপর আল্লাহমুখী হবো, তাদের জন্য সতর্কবার্তা রয়েছে এতে। মাঝেমাঝে মনে হয়, কবে না জানি আমিও এভাবে বিনা নোটিশে হঠাৎ করেই চলে যাব! বিগত দিনগুলোতে আমার কথায় বা আচরণে কষ্ট পেলে মাফ করে দিয়েন।
ড. ইউনুস শুরু থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে সেই ব্যাপারে খোলাসা করে কিছুই বলেননি। পুরো বিষয়টাকে তিনি প্রতিবারই ধোঁয়াশার ভিতরে রেখেছেন৷ বলেছেন, জনগণ যতদিন চায় আমরা ততদিন থাকব৷ এই কথাটা খুবই অস্পষ্ট একটা কথা। তিনি কি জনগণ থেকে ভোট নিবেন একাধিক মেয়াদের ব্যাপারে যে, জনগণ তাদেরকে কতদিন চাচ্ছে? ক্ষমতা আসলে এমন জিনিস, যে একবার এটা চেখেছে সে সহজে ছাড়তে চায় না। লম্বা সময় থাকাতে আপত্তি ছিল না, যদি তারা গণমানুষের আকাঙ্খাকে শ্রদ্ধা করত এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করত। বাস্তব চিত্র পুরো উল্টো। মনে রাখবেন, জনগণের এত এত আপত্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারুকি/শেখ বশিরদের সুন্দরভাবেই বহাল রাখা হয়েছে সরকারে। এজন্যই 'জনগণ যতদিন চায়' কথাটাকে আমি সন্দেহের চোখে দেখি৷
একদিকে 'দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা' শ্লোগান দিয়ে বা শ্লোগানের সাথে সহমত পোষণ করে অন্যদিকে প্রথমকালোর সাথে মাখামাখি বহাল রাখার নাম হলো 'পায়জামাবাদ'।
ছাত্র সমন্বয়করা ধীরেধীরে জনপ্রিয়তা আর বিশ্বস্ততা হারাচ্ছেন। এটা খুবই বেদনাদায়ক একটা বিষয়। এর তিক্ত ফল শুধু তারাই না, অন্য সবাইকেও ভোগ করতে হবে। কারণ এটা যত তলানিতে নামতে থাকবে, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করার ক্ষমতাও হ্রাস পেতে থাকবে।
হিরো আলম কী দোষ করল? তাকেও উপদেষ্টা হিসেবে দেখতে চাই৷
দেড় হাজার মানুষ শুধু দ্রুত নির্বাচনের জন্য যেমন জীবন দেয়নি, তেমনি শেখ বশির আর ফারুকির মতো লোকদেরকে মন্ত্রীত্বের মর্যাদা দিয়ে নীতিনির্ধারক বানানোর জন্যও জীবন দেয়নি। প্রিয় ছাত্রনেতারা, আপনারা প্রথমটার মতো দ্বিতীয়টা নিয়েও স্পষ্টভাষায় কথা বলুন।
১৫ আগস্টের জাতীয় শোক দিবস বাতিল ঘোষণা (সূত্র: কালের কণ্ঠ)
আমরা শুধু কতজন মারা গেলো এই হিসেব নিয়েই ক্ষান্ত আছি। অথচ বহু ভাই বেঁচে থেকেও যে আজীবনের জন্য মরে গেলেন সেইদিকে তেমন ফোকাস নেই। শত শত ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে গুলি খেয়ে। এটাকে কি আদৌ বেঁচে থাকা বলে?
আরেকটা দরকারী আলাপে আসি। সবাই চেয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারে একজন হলেও আলেম থাকুক। আমার জানা মতে এর বিপরীত অবস্থান কারো ছিল না। অন্তত আমার নজরে আসেনি।
এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। তাদের অন্যতম মূল দায়িত্ব হলো গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের ব্যবস্থা করা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
তো এই কাজ যারা করবে, তাদের মধ্যে একজন আলেম থাকুক, এটার জন্য কেন সবাই মরিয়া হয়ে ছিলেন? এই প্রশ্নটার উত্তর সবার কাছেই সুস্পষ্ট। এটা নিয়ে লম্বা কথা লেখার প্রয়োজন নেই আর।
ঠিক এই কারণেই আলেমগণ আগ থেকে বলে আসতেন, গণতন্ত্র যদিও ইসলামের আদর্শ বিরোধী একটি ব্যবস্থা, কিন্তু ওজর হিসেবে এবং সাময়িক প্রয়োজনে এতে অংশ নিয়ে ইসলাম ও মুসলিমদের পক্ষে কাজ করা উচিত। পুরো বিষয়টাকে সেক্যুলারদের হাতে ছেড়ে দেওয়া মানে আমাদের ক্ষতিকেই দাওয়াত করে আনা। আলেমদের এই মতের কারণে অনেক ভাই তাদেরকে বহু কথা বলেছেন। আশা করি তারা এখন বাস্তবতা বুঝবেন। যারা বড় ক্ষতিকে রোধ করার জন্য ছোট ক্ষতিকে মানার নীতিকে স্বীকার করতেন না, তারাও আশা করি এখন বুঝবেন।
খোলাসা কথা হলো, যে কারণগুলোকে সামনে রেখে আপনি এখন একজন আলেমকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে কামনা করছেন এবং একে সঠিক সিদ্ধান্ত মনে করছেন, হুবহু একই কারণে আলেমরা ইসলামি রাজনৈতিক দল গঠন এবং তাদের নির্বাচনে যাওয়াকে সমর্থন করেন।
আমাদের সবারই মূল লক্ষ্য ইসলামী রাষ্ট্র কায়েম করা। সেটা যতদিন হচ্ছে না, ততদিন আমরা সেই রাষ্ট্র চাইব, যা ইসলামী রাষ্ট্র গঠনের পক্ষে সহায়ক হবে।
#পুনঃপর্যালোচনা
বিশিষ্ট আলেম ড. খালিদ সাহেব আলেম সমাজের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হয়েছেন, বিষয়টা আপনারা জেনেছেন। গতকালকেই বিষয়টা প্রায় চূড়ান্ত হয়েছিল বলে আমরা জানতে পেরেছিলাম। কথা হলো, এটা কি এমনি এমনি হয়েছে? না। বরং বিষয়টার পিছনে কিছু মানুষের চেষ্টা-পরিশ্রম ছিল। আপনারা অনলাইনে আওয়াজ তুলেছেন। কিন্তু মূল জায়গায় জোরালো বার্তা পৌঁছানো এবং সিদ্ধান্ত নিতে নানানভাবে কাজ করেছেন কিছু মানুষ। আপনারা দুআতে তাদেরকে ভুলবেন না। তাদের নামধাম জানার দরকার নেই। শুধু মনেপ্রাণে তাদের জন্য দুআ করবেন, যেন আগামীতেও তারা এমন অবদান রাখতে পারেন।
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 8 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 11 hours ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 6 days, 4 hours ago