মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 2 years, 6 months ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 7 months, 4 weeks ago
মাঝেমাঝে মনে হয়, আল্লাহ তাআলা আওয়ামীলীগকে হটাইসেন এদেশের জনগণকে এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্য যে, কেন তিনি এতদিন বিএনপিকে ক্ষমতার বইরে রেখে ছিলেন এবং এরা দল হিসেবে কতটা অথর্ব ও মেরুদন্ডহীন।
নতুন বছরে আপনি নতুন কিছু শেখার প্ল্যান করতে পারেন। এই তালিকায় কুরআনের অর্থ বুঝার জন্য আরবীভাষা হতে পারে প্রথম পছন্দ। আমরা কুরআনের অর্থ বুঝাকে প্রাধান্য দিয়ে আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সের কারিকুলাম সাজিয়েছি। বিগত ৪ বছরে কয়েক হাজার মানুষ আরবীভাষা শিখেছে আমাদের একাডেমীতে আলহামদুলিল্লাহ। কিছু বিবরণ আমি ভিডিওতে তুলে ধরেছি। আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্টে দেওয়া লিংক থেকে দেখতে পারেন। ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569
যখন কারও উপর এমন অভিযোগ তোলা হয়, যেটা সেই ব্যক্তির ইজ্জতের সাথে জড়িত, তখন সেটা প্রচারের আগে নিশ্চিত হয়ে নিন। শুধু অনুমান করে কিংবা 'হতে পারে', 'মনে হয়' এর ভিত্তিতে বিষয়টি প্রচার করা হারাম। কেননা এতে করে ব্যক্তির ইজ্জতের উপর আঘাত আসে। মনে রাখবেন, মুমিনের ইজ্জতের দাম এতো বেশি যে, বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি বিষয়ে তার উম্মতকে বারবার সাবধান করেছেন তার মধ্যে অন্যতম হলো, অন্যায়ভাবে কারো ইজ্জতের যেন হানি না ঘটানো হয়৷
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে জোর করে এক বোনের নিকাব খুলতে বাধ্য করার ঘটনায় খাগড়াছড়ির ভাইয়েরা কি কোন পদক্ষেপ নিচ্ছেন? যারা কনটেক্সট জানেন না, তারা পোস্টটি পড়ে নিন-
https://www.facebook.com/share/p/zLfbiiMvpbYXv9dB/
আমার একজন ব্যক্তিগত পার্ট টাইম সহযোগী দরকার। অফিসে এসে কাজ করতে হবে। বিবরণ নিম্নে তুলে ধরছি৷
যোগ্যতা:
কমপক্ষে দাওরা হাদীস পাশ [মুমতায], (তাখাসসুস করা থাকলে অগ্রাধিকার)
আরবী ও বাংলাভাষায় পারদর্শী
* কম্পিউটার চালনা জানা ও পিসিতে বাংলা-আরবী টাইপিং করতে পারা
কর্মঘন্টা: মাগরিবের পর থেকে রাত ১০টা
লোকেশন: বসিলা, মুহাম্মদপুর
বেতন: যোগ্যতা অনুসারে আলোচনা সাপেক্ষে সন্তোষজনক হবে ইনশাল্লাহ।
এই এলাকার কেউ আগ্রহী থাকলে সিভি মেইল করতে পারেন। উপযুক্ত মনে হলে আমিই ফোন দিব সাক্ষাতের জন্য ইনশাআল্লাহ
ইমেইল: [email protected]
আলহামদুলিল্লাহ, অবশেষে কাঙ্খিত বিজয় কেতন উড়ছে দামেস্কের আকাশে।
দামেস্কে প্রবেশ করা শুরু হয়েছে। মূল শহরের আগে মফস্বল অঞ্চলে আছে এখন এইচটিএস। আজকে দিনে দিনেই আশা করছি চূড়ান্ত বিজয় কেতন উড়বে বিইযনিল্লাহ।
দেহ বাংলাদেশে হলেও মন পড়ে আছে শামের ধুলিময় অলিগলিতে। শামকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করেছেন- আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা- হে আল্লাহ, আমাদের শামে বরকত দান করুন৷ নবীজি শামকে যখন বলেন 'আমাদের শাম', তখন একে ভালো না বেসে কি পারা যায়? দামেস্ক হয়ত আজ রাতেই বিজয় হতে যাচ্ছে বিইযনিল্লাহি৷
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলো বিএনপির ক্যান্সার। এই লোক না জিয়ার চেতনা ও আদর্শকে ধারণ করে, আর না এদেশের জনগণের পালস বুঝে। বিএনপি একটি আদর্শহীন দলে পরিণত হবার দায় অনেকটাই তার উপর বর্তায়। এই লোক যতদিন বিএনপির সহিসের ভূমিকায় থাকবে, ততদিন বিএনপি জিয়াউর রহমানের চেতনা ও আদর্শ থেকে কেবল দূরেই সরতে থাকবে।
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 2 years, 6 months ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 7 months, 4 weeks ago