Official Telegram Channel of Basherkella Page.
Page Link: https://www.facebook.com/Basherkella05
Last updated 6 days, 12 hours ago
৪৯৳,৫৯৳,Mystery Box লিংক এবং ৯৳, ১১৳, ১২ টাকার ডিলস,প্রমো কোড শেয়ার করা হয়। সাথে থাকুন ধন্যবাদ ?।
Facebook group- https://facebook.com/groups/darazmysterybox/
WhatsApp Channel- https://whatsapp.com/channel/0029VaHD7w14NVib9KcTb404
Last updated 2 months, 3 weeks ago
*𝗘𝘅𝗽𝗹𝗼𝗿𝗶𝗻𝗴 𝗖𝗿𝘆𝗽𝘁𝗼 𝗔𝗶𝗿𝗱𝗿𝗼𝗽𝘀 & 𝗛𝘂𝗻𝘁𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 𝗮𝗶𝗿𝗱𝗿𝗼𝗽 𝗼𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀
𝗜𝗳 𝗬𝗼𝘂 𝗡𝗲𝗲𝗱 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗶𝗼𝗻 👇
➤ @tawhidx2
𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 ≈ https://youtube.com/@earninghero5735
Last updated 2 days, 7 hours ago
বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশি ভিসা প্রাপ্তি সহজতর হচ্ছে। দিল্লির পরিবর্তে ঢাকায় বেশ কিছু দেশের ভিসা প্রক্রিয়া চালু হয়েছে। ৮টি ইউরোপের দেশের শেনজেন ভিসার জন্য ঢাকায় আবেদন করা যাবে।
এছাড়া রোমানিয়া, বুলগেরিয়া, মেক্সিকোসহ অন্যান্য দেশের ভিসার আবেদন জন্য বিভিন্ন তৃতীয় দেশে আবেদন করার সুযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রক্রিয়া সহজতর করা হয়েছে। বিশেষ করে শিক্ষা ও জরুরি মেডিকেল ভিসার ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হচ্ছে। ঢাকার ভারতীয় হাইকমিশনও জরুরি প্রয়োজনে ভিসা দিচ্ছে।
মেঘমল্লার বসুর আজকের সময়ের বক্তব্য বা স্ট্যাটাস বা বাপ্পাদীত্যের ২৮শে অক্টোবরের ভূমিকা কিংবা ১৯৬৯ সালে তাদের অগ্রজদের সন্ত্রাসী ভূমিকা একইসূত্রে গাঁথা। আদর্শিকভাবে তাদের সাথে আমাদের ব্যবধান অনেক। কিন্তু তিনি যদি আদর্শের রাজনীতির উত্তরাধিকারী হতে চাইতেন, বিরোধিতা স্বত্বেও তাকে হয়তো স্পেস দেয়া যেতো।
কিন্তু তিনি খুন ও হত্যার রাজনীতির উত্তরাধিকারী হতে চেয়েছেন এবং প্রকাশ্যে স্ট্যাটাস দিয়েই সেই অভিমত প্রকাশ করেছেন। আমার জানামতে, এ ধরনের স্ট্যাটাসকেও অপরাধের প্ররোচণা হিসেবে গন্য করা যায়।
- আলী আহমদ মাবরুর
বুদ্ধিজীবীরা আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ। এরচেয়ে দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা খুব কমই হতে পারে যে, একটা দেশের জন্মলাভের ঠিক প্রারম্ভে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দেশের অনেক প্রথিতযশা বুদ্ধিজীবীদের নির্মমভাবে শহীদ ও গুম করে দেওয়া হয়েছে।
বাকশাল পেরিয়ে, স্বৈরাচার পেরিয়ে আজ পঞ্চাশ বছর অতিক্রান্ত হলেও এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার এখনো নিশ্চিত হয়নি। এখনো ধোঁয়াশা ও রহস্য রয়ে গেছে নীলনকশার নেপথ্যের কাহিনী। সঠিক ইতিহাস তুলে ধরা ও খুনীদের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিবর্তে আওয়ামীতন্ত্র বরং নিজেদের ঘৃণ্য অপকর্ম আড়াল করতে মনগড়া ও ভিত্তিহীন বয়ান প্রচার করেছে দেশের প্রজন্মের কাছে। আজ সময় এসেছে রহস্য উন্মোচনের, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার। আর সেই গুরুভার আমাদের প্রজন্মের উপরই।
অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীদের। আল্লাহ তাআলা তাঁদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন৷
মোঃ আবু সাদিক কায়েম
সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির
বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর জহির রায়হান ঢাকায় ফিরে আসেন। ফিরে এসেই শুনলেন তার অগ্রজ শহীদুল্লা কায়সার ১৪ ডিসেম্বর থেকে নিখোঁজ। আদর্শস্থানীয় বড় ভাইকে হারিয়ে তিনি পাগলের মত তাকে খুঁজতে থাকেন। তার উদ্যোগে বেসরকারি বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠিত হয়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসহ অন্যান্য ঘটনার প্রচুর প্রমাণাদি তিনি সংগ্রহ করেন এবং সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন যে, তার সংগৃহীত প্রমাণাদি প্রকাশ করলেই অনেকের কুকীর্তি ফাঁস হয়ে যাবে।
স্বাধীনতাযুদ্ধ চলাকালে ভারতের মাটিতে আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড, বিভিন্ন হোটেলে বিলাসবহুল ও আমোদ-ফুর্তিময় জীবনযাপন, রাজনৈতিকভাবে প্রতিপক্ষ আওয়ামী আদর্শে বিশ্বাসহীন বাঙালিদের নির্মূল করার ষড়যন্ত্র প্রভৃতির প্রামাণ্য দলিল জহির রায়হান কলকাতা থাকাকালে সংগ্রহ করেছিলেন। বড় ভাই শহীদুল্লা কায়সারের নিখোঁজ ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনাবলি তাকে বিচলিত করে। এসব ঘটনা তাঁর পূর্বেকার রাজনৈতিক বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়।
এখানে উল্লেখ্য যে ২২শে ডিসেম্বর ১৯৭১ সালে মুজিব বাহিনীর হাতে শহিদুল্লাহ কায়সারের অপহরণকারী হিসেবে চিহ্নিত এক রাজাকার গ্রেফতার হয়েছিল যাকে শহিদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার উপস্থিত হয়ে নিজে শনাক্তও করেছিল। কিন্তু সেই ব্যক্তি সপ্তাহ খানেক পর কারাগার থেকে মুক্তি লাভ করে। পরবর্তীতে দালাল আইনে গ্রেফতার হলেও শেখ মুজিবুর রহমানের সাধারণ ক্ষমায় অন্য সকলের মতো সেও মুক্তি লাভ করে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রথম স্বৈরাচার শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বময় ক্ষমতায় আসীন হওয়ার ১৫ দিন পর ১৯৭২ সালের ২৫ জানুয়ারি ঢাকা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কৃতি চলচ্চিত্রকার জহির রায়হান ঘোষণা দেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে নীলনকশা উদঘাটনসহ মুক্তিযুদ্ধের সময়ের অনেক গোপন ঘটনার নথিপত্র, প্রামাণ্য দলিল তার কাছে আছে, যা প্রকাশ করলে সদ্যস্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভায় ঠাঁই নেয়া আ.লীগের অনেক নেতার কুকীর্তি ফাঁস হয়ে পড়বে। আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যায় এই প্রেসক্লাবে ফিল্ম শো প্রমাণ করে দেবে কার কি চরিত্র ছিল।
১৯৭২ সালের ২৫ জানুয়ারি সাংবাদিক সম্মেলনের কয়েকদিন পর ৩০ জানুয়ারি রোববার সকালে এক রফিক নামের অজ্ঞাত টেলিফোন আসে জহির রায়হানের কায়েতটুলির বাসায়। রফিক ছিলেন জহিরের পূর্ব পরিচিত যিনি ইউসিসে চাকরি করতেন । প্রথমে ফোন ধরেছিলেন জহির রায়হানের ছোট বোন ডাক্তার সুরাইয়া যার কাছে জহিরকে খোঁজা হচ্ছিল। সুরাইয়া জহির রায়হানকে ডেকে ফোন ধরিয়ে দেয় । টেলিফোনে জহিরকে বলা হয়েছিল, আপনার বড়দা মিরপুর বারো নম্বরে বন্দি আছেন। যদি বড়দাকে বাঁচাতে চান তাহলে এক্ষুণি মিরপুর চলে যান। একমাত্র আপনি গেলেই তাকে বাঁচাতে পারবেন। টেলিফোন পেয়ে জহির রায়হান দু’টো গাড়ি নিয়ে মিরপুরে রওনা দেন। তার সাথে ছিলেন ছোট ভাই মরহুম জাকারিয়া হাবিব, চাচাত ভাই শাহরিয়ার কবির, বাবুল (সুচন্দার ভাই), আব্দুল হক (পান্না কায়সারের ভাই), নিজাম ও পারভেজ। মিরপুর ২নং সেকশনে পৌঁছার পর সেখানে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী (ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এবং স্বৈরাচার মুজিবের পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তার কারণ দেখিয়ে জহির রায়হানের টয়োটা গাড়ি (ঢাকা-ক-৯৭৭১)সহ থাকতে বলে অন্যদের ফেরত পাঠিয়েদেন। শাহরিয়ার কবির অন্যদের সাথে করে বাড়ি ফিরে আসেন । এভাবেই জহির চিরতরে হারিয়ে যায়। অথচ সেদিন বিকেলেই প্রেসক্লাবে তার কাছে থাকা অনেক দুর্লভ তথ্য প্রমাণ ফাঁস করার কথাছিল যা ফাঁস হলে মুক্তিযুদ্ধ বেঁচে খাওয়া আ.লীগের অনেকের মুখোশ উম্মোচিত হয়ে যেতো যা আর কোনদিন করা হলো না ।
জহির রায়হান নিখোঁজ হওয়ার মাস দেড়েক পর শহিদুল্লা কায়সার ও জহির রায়হানের বোন নাফিসা কবির, শহিদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার, জহিরের ২য় স্ত্রী সুচন্দাসহ ১৯৭১ সালে নিহত বুদ্ধিজীবীদের পরিবারের অনেকে স্বৈরাচার শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে গেলে স্বৈরাচার শেখ মুজিবুর রহমান সবাইকে বাড়ির গেইটে অপেক্ষামান রাখেন। এক সময় শেখ মুজিবুর রহমান গেইটের সামনে এসে বিক্ষোভ ও দেখা করার কারণ জানতে চাইলে এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের সাথে নাফিসা কবিরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
[সূত্র – মুক্তিযুদ্ধ : আগে ও পরে / পান্না কায়সার [আগামী প্রকাশনী – ফেব্রুয়ারী, ১৯৯১ । পৃ: ১৬৮8িডভারতের উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশের সাম্ভালের আনার ওয়ালি মসজিদে মাইকে আজান দেওয়ার অভিযোগে তাহজীব নামের এই ইমামকে আটক করেছে হিন্দুত্ববাদী পুলিশ।
পরবর্তীতে উনাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মসজিদের মাইকে আজান দেওয়ার অপরাধে(!)।20ওবটা'নো-বিফ' লিখে রাখার মধ্য দিয়ে শুধুমাত্র একটা তথ্য জানানো হয় না। এর মধ্য দিয়ে ৯০ ভাগ জনগোষ্ঠীর প্রতি অবজ্ঞা প্রকাশ করা হয় আর ১০ ভাগ জনগোষ্ঠীর প্রতি আত্মসমর্পণ জানানো হয়।
তর্কের খাতিরে ধরলাম, এটা হোটেলওয়ালার অধিকার। ঠিক আছে, ৯০ ভাগ মানুষের অধিকার এসব হোটেল
সে কি দাদা! এখনই চোখে জল আসলে চলবে!
যুগে যুগে জালিমের পরিণতি
⭕ সিরিয়ায় বিদ্রোহী বাহিনীগুলো ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্ক ঘেরাও করতে শুরু করেছে। মিডিয়াতে খবর চাউর হয়েছিলো বাশার আল আসাদ পালিয়ে গেছে তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা SANA সেটাকে গুজব বলছে।
দুইবেলা ভাত খেয়ে হাসিনাকে পূজা করা সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের বড় ভাইকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।
Official Telegram Channel of Basherkella Page.
Page Link: https://www.facebook.com/Basherkella05
Last updated 6 days, 12 hours ago
৪৯৳,৫৯৳,Mystery Box লিংক এবং ৯৳, ১১৳, ১২ টাকার ডিলস,প্রমো কোড শেয়ার করা হয়। সাথে থাকুন ধন্যবাদ ?।
Facebook group- https://facebook.com/groups/darazmysterybox/
WhatsApp Channel- https://whatsapp.com/channel/0029VaHD7w14NVib9KcTb404
Last updated 2 months, 3 weeks ago
*𝗘𝘅𝗽𝗹𝗼𝗿𝗶𝗻𝗴 𝗖𝗿𝘆𝗽𝘁𝗼 𝗔𝗶𝗿𝗱𝗿𝗼𝗽𝘀 & 𝗛𝘂𝗻𝘁𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 𝗮𝗶𝗿𝗱𝗿𝗼𝗽 𝗼𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀
𝗜𝗳 𝗬𝗼𝘂 𝗡𝗲𝗲𝗱 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗶𝗼𝗻 👇
➤ @tawhidx2
𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 ≈ https://youtube.com/@earninghero5735
Last updated 2 days, 7 hours ago