Bengali Muslim POV

Description
From the Bengali Muslim Point of View
বাঙালী মুসলিম দৃষ্টিকোণ থেকে ........
Advertising
We recommend to visit

Official Telegram Channel of Basherkella Page.
Page Link: https://www.facebook.com/Basherkella05

Last updated 3 days, 13 hours ago

৪৯৳,৫৯৳,Mystery Box লিংক এবং ৯৳, ১১৳, ১২ টাকার ডিলস,প্রমো কোড শেয়ার করা হয়। সাথে থাকুন ধন্যবাদ ?।
Facebook group- https://facebook.com/groups/darazmysterybox/

WhatsApp Channel- https://whatsapp.com/channel/0029VaHD7w14NVib9KcTb404

Last updated 2 months, 1 week ago

*𝗘𝘅𝗽𝗹𝗼𝗿𝗶𝗻𝗴 𝗖𝗿𝘆𝗽𝘁𝗼 𝗔𝗶𝗿𝗱𝗿𝗼𝗽𝘀 & 𝗛𝘂𝗻𝘁𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 𝗮𝗶𝗿𝗱𝗿𝗼𝗽 𝗼𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀

𝗜𝗳 𝗬𝗼𝘂 𝗡𝗲𝗲𝗱 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗶𝗼𝗻 👇
➤ @tawhidx2

𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 ≈ https://youtube.com/@earninghero5735

Last updated 6 days, 18 hours ago

2 months, 2 weeks ago

প্রতিটা শাহবাগী বাংলাদেশ ভাঙ্গার পক্ষে স্পষ্ট ঘোষণা দিয়েছে।

পাহাড়ীরা পর্যন্ত স্বাধীনতা চাইতেছে না, অথচ শাহবাগীরা স্বাধীন পাহাড় চায়।

অন্যদিকে দাঁড়ি টুপিওয়ালা যাদের ওরা রাজাকার বলে, তাদের কাউকে এখন পর্যন্ত দেশ ভাঙ্গার পক্ষে থাকতে দেখিনি।

বরং এরা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন।

আই থিঙ্ক, নতুন বাংলাদেশ আমাদের শুধু স্বাধীনতাই দেয় নাই।

সাথে সাথে কারা আসল রাজাকার, কোন যুদ্ধ বাঁধলে বা দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে কারা দেশের অখন্ডতার পক্ষে থাকবে আর কারা দেশ ভেঙ্গে ফেলার দলে যোগ দিবে, ঐটাও আমাদের সামনে স্পষ্ট করে দিয়ে গেছে।

সাদিকুর রহমান খান

2 months, 2 weeks ago

পাহাড়ে থাকেন কয় বছর ধরে ভাইজান ? আমি বান্দরবানে থাকি আজ ১৯ বছর হলো ! আমার বাবা আছেন ৩৩ বছর (শিক্ষক)। আমার আত্মীয় কয়েক প্রজন্ম ধরে পাহাড়ে থাকে (খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতে)। আমার দাদা (ফরেস্ট অফিসার), বড় চাচার কাজ (গাছ ও বাঁশ ব্যবসা) পাহাড়েই ছিল সবসময়ই।

বাংলাদেশ আর্মি সশস্ত্র পাহাড়িদের সাথে না পারার (বরং বলা উচিত, এখনো নির্মূল করতে না পারার) মূল কারণ পাহাড়িদের ফিজিক্যাল এবিলিটি, ট্রেইনিং স্কিল বা অন্যকিছু না। কারণ হলো অভিযান শুরু হলে দেশীয় সুশীলরা ওদের হয়ে কান্না শুরু করে দেয়, অভিযান বন্ধ করতে দেশের ওপর বৈশ্বিক চাপ আনার ব্যবস্থা করে–যাতে রাষ্ট্রপ্রধান ও সেনাপ্রধান চাপে পড়ে অভিযান উইথড্র করে, আর সবচেয়ে বড় কারণ–তারা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যেতে পারে নির্দ্বিধায়, সেজন্য ! এই কথাটা আমাকে খোদ পার্বত্য অঞ্চলে কর্মরত ছিলেন এমন আর্মির অফিসার বলেছেন।

আর আর্মি সদস্যের পেটে চর্বি জমার কথা যারা বলছেন কমেন্টে, পাহাড়ে আর্মি ট্রেইনিং কতটা কঠিন হয় তা হয়ত আপনি কখনো দেখেননি ! ভূড়ি সামান্য বেড়ে গেলে তা কমানো পর্যন্ত তাদের অভিযানে নেওয়া হয় না। সশস্ত্র পাহাড়িদের সবচেয়ে বড় এডভান্টেজ হলো ভারত আমাদের বন্ধুরাষ্ট্র নয় তাই ভারত তাদের সবধরণের সশস্ত্র কার্যক্রমে প্রত্যক্ষ মদদ দেয় ; এছাড়া বাকি সব এডভান্টেজের আলাপ ফালতু। আমি উভয়কে সরাসরি দেখেছি, মুখোমুখি হয়েছি তাই জানি।

- Dilshad Mahmud Mahdi

2 months, 2 weeks ago

পাহাড়ী মানে শুধু চাকমা, মারমা, ত্রিপুরা, তনচইঙ্গা, খুমি, ম্রো, বম না।
পাহাড়ে বাঙালীরাও আছে। হিন্দু আছে, মুসলমান আছে, বড়ুয়া আছে।

পাহাড়ে থাকা বাঙালীরা সবচেয়ে শোষিত মানুষ। পাহাড়ে চাকরীতে সব কোটা উপজাতিদের জন্য। আবার তাদের জন্য সমতলেও কোটা আছে। কিন্তু পাহাড়ে থাকা গরীব বাঙালীদের জন্য সেটাও নাই। তাই আপনার পাহাড়ী বাঙালী কোনো বন্ধু নাই, আপনি চিনেনও না।

বৃটিশরা চাকমাদের আনুগত্যের বিনিময়ে এক বিশাল সুবিধা দিয়ে রেখেছিল। এখনো সেই আইনই চলে সেখানে।
যেকোনো কিছুর জন্য রাজার সার্টিফিকেট লাগে। জমি কিনতে, এমনকি বিয়ে করতেও লাগে। রাজার সার্টিফিকেট ছাড়া বিয়েও বৈধ নয়।
পাহাড়ী বাঙালীদের এই সার্টিফিকেট পাওয়া খুবই কঠিন। অথচ বার্মা বা মিজোরাম থেকে আসা একজন উপজাতি সহজেই সেটা পায়।
পাহাড়ে সরকারী চাকরী গুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব চাকমা আর অল্প কিছু অন্য উপজাতিদের জন্য বরাদ্ধ। ৮০%ই তাদের।
চতুর্থ শ্রেণীর চাকরী গুলো আপনার আমার ভাষায় কথা বলা লোকেরা পায়।
জেলা পরিষদ, উপজেলা পরিষদে একটু খোঁজ নিলেই এই তথ্যের সত্যতা পাবেন।

- তাহমীদুল ইসলাম

2 months, 2 weeks ago

কামরুল হাসান মামুনের কাছে আরিফ আজাদ ছিলেন একজন উগ্রবাদী।

ক্ষমতা থাকলে উনি আরিফ আজাদের বই নিষিদ্ধ করতে চেয়েছিলেন।

অথচ সেই কামরুল হাসান মামুন কাল আসাদুজ্জামান নূরের পক্ষে লিখেছেন। কারণ তার মনে হয়েছে আসাদুজ্জামান নূর একজন ভালো মানুষ।

অথচ আরিফ আজাদ কাউকে খুন করেন নাই। ভোট ডাকাতি করেন নাই। জমি দখল করেন নাই। তাও আরিফ আজাদ খারাপ।

আসাদুজ্জামান নূর শুধু একদিনেই খুন করিয়েছেন ৬ জনকে। ভোট ডাকাতি করেছেন। দুর্নীতি করেছেন।

তারপরও আসাদুজ্জামান নূর কামরুল হাসান মামুনের কাছে স্বচ্ছ, ভালো মানুষ।

এটাই মূলত শাহবাগের স্ট্যান্ডার্ড।

আপনার গায়ে ইসলাম থাকলে শাহবাগ আপনাকে খুনের আসামীর মতো ট্রিট করবে।

আর আপনার গায়ে রাবিন্দ্রিক ট্যাগ থাকলে আপনি ৬ টা খুন করে আসলেও শাহবাগ আপনার জন্য কাঁদবে। আপনাকে স্বচ্ছ বলে আপনার মুক্তি চাইবে।

ঠিক এইজন্যই শাহবাগকে বাতিল করা জরুরি। শাহবাগীদের প্রতিরোধ করা জরুরি।

একটা দেশে আইনের শাসন আর শাহবাগ পাশাপাশি থাকতে পারে না।

সাদিকুর রহমান খান

2 months, 2 weeks ago
বাংলাদেশের সরকার তরুণদের সামরিক প্রশিক্ষণ প্রদান …

বাংলাদেশের সরকার তরুণদের সামরিক প্রশিক্ষণ প্রদান করা শুরু করলে সবাই প্রশিক্ষণ নিয়ে রাখবেন।

নিজ কওমের স্বার্থে এটা করা আমাদের দায়িত্ব।

2 months, 2 weeks ago

সারা বছর মসজিদে দুই কাতার লোক নামাজ পড়ি আমরা।

ঈদে মিলাদুন্নবীর দিন বারান্দা পর্যন্ত চলে যায় মানুষ!

তা আমরা কি তবে বছরে একদিন ই শুধু নবীকে ভালবাসি?

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

2 months, 2 weeks ago

৪র্থ দফায় খাদ্য ও পানি বিতরণ কার্যক্রমের একাংশ ১ম দিন খাদ্য বিতরণের ভিডিও https://t.me/brothersforcrescent/139 ২য় দিন খাদ্য বিতরণের ভিডিও https://t.me/brothersforcrescent/143 ১ম দিন পানি বিতরণের ভিডিও https://t.me/brothersforcrescent/140 ২য় দিন পানি…

2 months, 2 weeks ago

৪র্থ দফায় খাদ্য ও পানি বিতরণ কার্যক্রমের একাংশ

১ম দিন খাদ্য বিতরণের ভিডিও
https://t.me/brothersforcrescent/139

২য় দিন খাদ্য বিতরণের ভিডিও
https://t.me/brothersforcrescent/143

১ম দিন পানি বিতরণের ভিডিও
https://t.me/brothersforcrescent/140

২য় দিন পানি বিতরণের ভিডিও
https://t.me/brothersforcrescent/144

কার্যক্রম চলমান রয়েছে।

শুরু থেকে আমাদের সকল কার্যক্রম:
https://t.me/brothersforcrescent/121

2 months, 3 weeks ago

সমন্বয়কদের প্রথমবার প্রশ্ন করেছিলেন যমুনা টিভির উপস্থাপক, ৫ ই আগস্টের পরপরই। প্রশ্ন করা হয়েছিল হাসনাত আব্দুল্লাহকে, হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করায় কোন প্রতিক্রিয়া দিয়েছিলেন বলে মনে পড়েনা। কিন্তু চরম প্রতিক্রিয়া এসেছিল সাধারণ মানুষের থেকে। হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করায় ক্ষেপে গেছিল তারা।

হাসনাত নিশ্চয়ই এই ক্ষেপে যাওয়া প্রতিক্রিয়া দেখেছে। আর এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার টিমকে প্রশ্ন করা হলে এবার আর রাখঢাক দেখা যায়নি, প্রশ্ন করা হলে প্রশ্নকারীকে লিগের দোসর ট্যাগ দিয়ে দিয়েছেন।

এরপরের ঘটনা গতকালের। সুনামগঞ্জে কেন্দ্রীয় এক সমন্বয়ক বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে প্রশ্ন করা মানেই সে ফ্যাসিবাদের সহযোগী।

যমুনা টিভির ঐ ঘটনার পর টিভি চ্যানেলগুলি আর সমন্বয়কদের প্রশ্ন করেনি, ক্ষুরধার সমালোচনা করেনি। সেই উপস্থাপিকাও এরপর ট্রেন্ড থেকে হারিয়ে গেলেন। এক উনো রিভার্স বাতাবি লেবুর ফলন আস্তে আস্তে শুরু হয়েছে।

টাইমলাইনের দিকে খেয়াল করুন, স্বৈরাচার তৈরি করে কারা? শাসক? নাহ। সাধারণ মানুষ। শাসকেরা কখনও অহিংস বুদ্ধ হয়না। শাসকেরা হয় মন্সটার। মন্সটারের দড়ি থাকে সাধারণ মানুষের হাতে। মানুষ আঙুল তোলা ছেড়ে দিলে, প্রশ্ন করায় ক্ষেপে গেলে মন্সটার উন্মাদ হয়ে যায়।

এক স্বৈরাচার দূর করে আমরা আরেকটা পটেনশিয়াল স্বৈরাচার তৈরির যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। সমন্বয়কদের আমি দোষ দিই না। তাদের জায়গায় এই পৃথিবীর যেকোন শাসক থাকলেই একই আচরণ করত, কারণ শাসক মাত্রই চেপে বসতে চায়।

আয়নায় নিজের দিকে তাকান, যমুনা টিভির ঘটনাটি মনে করুন। ভাবুন, আপনারাই আস্তে আস্তে এমন পরিস্থিতি তৈরি করছেন কিনা। এরপর মন্সটারের দড়িটা খুঁজুন, শক্ত করে ধরুন।

- সামীয়াতুল সামী

2 months, 3 weeks ago

হিজাব ত্যাগকারী বলে ঈমান অন্তরে। সালাত ত্যাগকারীও তাই বলে।
যেন অন্তরটাই মুমিন বাকি শরীর এখনো কাফের।

- মুহতারাম আতিক উল্লাহ হাফি.

We recommend to visit

Official Telegram Channel of Basherkella Page.
Page Link: https://www.facebook.com/Basherkella05

Last updated 3 days, 13 hours ago

৪৯৳,৫৯৳,Mystery Box লিংক এবং ৯৳, ১১৳, ১২ টাকার ডিলস,প্রমো কোড শেয়ার করা হয়। সাথে থাকুন ধন্যবাদ ?।
Facebook group- https://facebook.com/groups/darazmysterybox/

WhatsApp Channel- https://whatsapp.com/channel/0029VaHD7w14NVib9KcTb404

Last updated 2 months, 1 week ago

*𝗘𝘅𝗽𝗹𝗼𝗿𝗶𝗻𝗴 𝗖𝗿𝘆𝗽𝘁𝗼 𝗔𝗶𝗿𝗱𝗿𝗼𝗽𝘀 & 𝗛𝘂𝗻𝘁𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 𝗮𝗶𝗿𝗱𝗿𝗼𝗽 𝗼𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝗶𝗲𝘀

𝗜𝗳 𝗬𝗼𝘂 𝗡𝗲𝗲𝗱 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗶𝗼𝗻 👇
➤ @tawhidx2

𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 ≈ https://youtube.com/@earninghero5735

Last updated 6 days, 18 hours ago