Trusted Apps BD

Description
❂❂❂❂Trusted Apps BD❂❂❂❂

❒ এই চ্যানেলে এর সাথে থাকলে আপনি প্রতিদিন ১০০৳-২০০৳ পর্যন্ত ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ ⧠

⧠ যে কোন সমস্যা হলে, কিংবা কোনো আ্যপ / সাইট প্রমোট করতে চাইলে Owner এর সাথে যোগাযোগ করুন ⧠

📞Owner Contact :- @PriyoCHOWDHURY
We recommend to visit

?? আমাদের Adsense Cash আ্যাপের কাজ করলে ১০০% পেমেন্ট ইনশাআল্লাহ ??

??If our Adsense Cash app works, 100% payment inshallah ??

Last updated 1 год назад

#daraz #darazoffer #darazbd

Last updated 1 месяц, 3 недели назад

আমাদের অ্যাপস গুলোতে কাজ করতে পারেন ১০০% পেমেন্ট করা হয়

Last updated 4 месяца, 3 недели назад

2 weeks, 2 days ago
2 weeks, 2 days ago

দুনিয়া একটি ঘোর, নেশা কেটে গেলেই মানুষ নিজেকে গোরস্থানে আবিষ্কার করে।

বই : জীবনের ভাঁজে ভাঁজে

3 weeks, 5 days ago

সচিবালয়ে গভীর রাতে আগুন লাগিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ ও তাদের দোসর !

3 months, 2 weeks ago

আমাদের এই চ্যানেল ৪ বছর + ধরে চলছে...... ইংশাল্লাহ্ আরো চলবে......

3 months, 3 weeks ago

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "

যেমন:

  1. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।

  2. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।

  3. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।

  4. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি, আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।"

  5. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।

  6. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।

  7. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।

  8. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।

  9. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।

  10. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।

দা-জ্জালের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জাহান্নাম। আমরা দা-জ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করছি। এখনি আমাদের এই অবস্থা, না জানি দা-জ্জালের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আ-মীন

~সংগৃহীত

3 months, 3 weeks ago

😲 Cats Already Exchanger Add Kore Diche

➡️ যারা কাজ করেন নাই তারা চাইলে কাজ করতে পারেন।
সবাই টাক্সগুলো কম্পেলিট করবেন তাহলে বেশি পয়েন্ট হবে। 🟢

➡️➡️ জয়েন লিং ⬅️⬅️
t.me/catsgang_bot/join?startapp=6qJ8sxskvMGmcCkKeyqoI
Meow 😼

6 months, 1 week ago

বর্তমানের খবর গুলো পেতে জয়েন দিতে পারেন Join Channel

6 months, 2 weeks ago

**কয়েক শ্রেণির মানুষ আছে, যাদের সাথে অতিরিক্ত মেলামেশা আমাদের আল্লাহর পথে চলাকে কঠিন করে দেয়। যেমনঃ ট্রলবাজ

ট্রল, সার্কাজম, মিম---এগুলো মুসলিমদের সংস্কৃতি না। যতটুকু জানি, লাইফলেস বিধর্মীরা এগুলোর উদ্ভাবক। কিন্তু, বর্তমানে মুসলিমদের মাঝেও এই বিষয়টা এত বাজেভাবে ছড়িয়ে গেছে যে, তরুণ প্রজন্মের একটা বড় অংশ এসব করাকেই নিজেদের জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। মানুষকে হাহাহিহি করাতে পারলে বা কাউকে পচাতে পারলেই তারা খুশি।

আরও দুঃখের বিষয়, ইসলাম মানা বা মানতে চাওয়া তরুণ ছেলেমেয়েরাও  এই ভাইরাসে আক্রান্ত। কোন বিষয়ে এখন আর কেউ সুস্থভাবে আলোচনা করতে চায় না। নিজের মতের বিপরীত হলেই অন্যদের ট্রলিং করা শুরু করে দেয়। হাহাহিহি ছাড়া আমাদের কোন কিছুই এখন আর জমে না।

কিন্তু এই ধরণের মানুষ আল্টিমেটলি ভাল কিছু শেখায় না। সবসময় ট্রল করা মানুষেরা গুরুত্বপূর্ণ কোন বিষয়ে মতামত দেওয়ার যোগ্যতা রাখে না। এদের লাইফের সেরা এচিভমেন্ট---কাউকে ছোট করা।

প্রায়ই দেখি, দ্বীনি ভাইদের মাঝে কোন বিষয়ে কখনো মতানৈক্য হলে কিছু লাইফলেস ছেলেপুলে সেটা নিয়ে মিম, ট্রলিং আরম্ভ করে দেয়। এদের আশেপাশে যারা থাকে, তারাও এদের মতোই ভাইরাসে রূপান্তরিত হয়ে যায়। ভাল কিছু তারা সমাজকে কখনো দিতে পারে না।

এছাড়াও সবসময় ট্রলিং ফলো করে বেড়ালে নিজের মাঝে সিরিয়াসনেস কমে যায়। হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন, দুঃখের কোন ঘটনা ঘটলেও দেখা যায় অনেকে হাসাহাসি করছে। কারণ, এদের মাঝে গুরুত্ববোধটাই কমে গেছে। এভাবেই মানুষের অন্তর মরে যায়।

ট্রলিং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত মানা যায়। আর সেটা সেকু লিবাদেরদের বিপক্ষে। সেটাও করবে যোগ্য কিছু মানুষ। সবাই এ কাজে ইনসাফ রক্ষা করতে পারবে না, যুলুম করে ফেলবে। কিন্তু অল্পবয়সী মুসলিমদের সব বিষয়ে ট্রলিং চূড়ান্ত লেভেলের ফালতু কাজ।

আমি বলতে চাই না যে, আমরা কখনোই হাসাহাসি করবো না। সুস্থ বিনোদন হারাম নয়। বিনোদনের জন্য অনেক কিছুই আছে। কিন্তু যারা এসব ফালতু কাজকে নিজেদের প্রধান কাজে পরিণত করেছে, এমন সঙ্গী এড়িয়ে চলাই মঙ্গল।

লাইফে ভাল কিছু করতে চাইলে, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় সেরাদের কাতারে থাকতে হলে চাই ভাল মানুষের সঙ্গ। ট্রলিং, মিমবাজি আর সার্কাজম নিয়ে ব্যস্ত কোন মানুষ আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিতে সাহায্য করবে না। ক্রিস্টাল ক্লিয়ার।

আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসটিতে একজন মুসলিমকে ভালো সাথী গ্রহণের প্রয়োজনীয়তার উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, "সৎ সঙ্গীর উদাহরণ হল, কস্তুরী বহনকারীর (আতরওয়ালা) ন্যায়। কস্তুরী বহনকারী (আতরওয়ালা) হয়তো তোমাকে কিছু বিনা মূল্যে দান করবে অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হল, হাপরে ফু দানকারীর (কামার) মতো। হয়ত সে আগুনের উড়ন্ত আগুনের কণা দিয়ে তোমার কাপড় পুড়িয়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে।”

তাই, সতর্ক হই। নিজেকে যাচাই করি। অহেতুক ট্রলিং ছেড়ে প্রোডাক্টিভ কাজে ফোকাস করি। অপরকে খুচিয়ে বেড়ানো সঙ্গী থাকলে বন্ধুত্ব পুণঃযাচাই করি। আল্লাহ আমাদের সবাইকে ভাল কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন।

~সাজিদ হাসান ভাই।
©️ তাসাউফ**

6 months, 2 weeks ago

***- অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে,
ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে। প্রার্থনার আওয়াজগুলোও একদিন কবুল হবে।

- ইং-শা-আল্লাহ.?***

We recommend to visit

?? আমাদের Adsense Cash আ্যাপের কাজ করলে ১০০% পেমেন্ট ইনশাআল্লাহ ??

??If our Adsense Cash app works, 100% payment inshallah ??

Last updated 1 год назад

#daraz #darazoffer #darazbd

Last updated 1 месяц, 3 недели назад

আমাদের অ্যাপস গুলোতে কাজ করতে পারেন ১০০% পেমেন্ট করা হয়

Last updated 4 месяца, 3 недели назад