Mayraj Hossain

Description
Facebook: https://www.facebook.com/mayraj.neo.official?mibextid=ZbWKwL
Hushup: https://hushup.app/mayraj_hossain
Advertising
We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 7 months ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 5 days, 9 hours ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 2 months, 3 weeks ago

6 days ago
ভার্সিটির দ্বীনদার ভাইয়ের কাহিনী:

ভার্সিটির দ্বীনদার ভাইয়ের কাহিনী:
(২ বছর আগে শেয়ার করেছিলাম)

https://www.facebook.com/share/p/188p9zk3QC/

6 days, 1 hour ago

-আচ্ছা দোস্ত “ফরজে কেফায়া” পালন করা ফরজ নাকি “হারাম থেকে বেঁচে থাকা” ফরজ?
-ফরজে কেফায়া তো কিছুসংখ্যক আদায় করলেই হয়ে যায়। অন্যদিকে হারাম থেকে বাঁচা তো সবার জন্য ফরজ। তাহলে উত্তর হবে দ্বিতীয়টা।

-চমৎকার! এই ব্যাপারটা তো একটা বাচ্চাও বুঝবে তাই না?
-হ্যাঁ। এটা না বোঝার কী আছে! শরীয়তের ন্যুনতম জ্ঞান থাকলেও এটা সহজে বোঝা যায়।
-ফরজে কেফায়ার জন্য কি ফরজ বিধান বাদ দেয়া যায়?
-কী বুঝাতে চাইছিস বল তো!

-বোঝাতে চাচ্ছি এই যে “Ramছাগলদের” কথায় ফরজে কেফায়াকে ফরজ ভেবে প্রতিদিন অসংখ্য ফরজ বাদ দিয়ে বসে আছিস, হারামে লিপ্ত হচ্ছিস, এটাকে দ্বীনের খেদমত বলে চালিয়ে দিচ্ছিস এটা কি নিজের সাথে নিজে প্রতারণা হচ্ছে না? একটা বাচ্চাও যেটা বোঝে সেটা তুই বুঝিস না?
-আমরা মেডিকেলে পড়া ছেড়ে দিলে নারী ডাক্তার পাবে কোথায়? ফরজে কেফায়া যদি কেউই আদায় না করে তাহলে তো গুনাহ হবে সকলেরই।

-৬০% নারী শিক্ষার্থী থাকার পরেও এই সেক্টরে দ্বীনের খেদমত করতে এসেছিস? নিজের কাছে অন্তত সৎ থাক!
ফরজে কেফায়া কিছুসংখ্যক লোক আদায় করলেই যদি হয়ে যায় তাহলে ৬০% আদায়ের পরেও এই সহশিক্ষা নামক হারামের মধ্যে দ্বীনের খেদমত করতে এসেছিস বলে প্রহসন করছিস না? আল্লাহর সামনে এসব গোঁজামিল দিয়ে পার পাবি?
-পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত তো আসতে হবে। নাকি?

-প্রতিবছর হাজার হাজার মেয়ে পড়েও যদি ডাক্তারের সংকট হয় তাহলে বুঝতে হবে এই সিস্টেমে সমস্যা আছে। এই ফরজে কেফায়ার চাহিদা কিছুতেই এভাবে পূরণ হবে না বরং নারীবাদ, ফ্রি-মিক্সিং, অবাধ মেলামেশার কালচারে অভ্যস্ত হয়ে গিয়ে আখিরাত বরবাদ হবে! দ্বীনের দোহাই দিয়ে নিজের নফসের ক্ষুধা মেটাতে গিয়ে দিনশেষে তো ঠকেই যেতে হবে!
-এভাবে পড়েও তো মানুষ ভালো থাকে। সবাই কি খারাপ হয় নাকি?

-মদ খেয়ে যদি কেউ মাতাল না হয় তবুও মদ খাওয়াটা হারাম। এতক্ষণ তুই ফরজে কেফায়া আদায়ের দোহাই দিচ্ছিলি, কিন্তু দেখ এখন এই হারামের সাফাই গাইছিস!
একটু নিজেকে প্রশ্ন করে দেখিস, এটা আসলেই শরীয়াহ নাকি নফসের খায়েশ!
-....

[Ramছাগল একটা অর্গানাইজেশনের নাম, কোনো ব্যক্তির কথা বোঝানো হয়নি]

-রিপোস্ট।

6 days, 9 hours ago
বোনদের জন্য নতুন ফিতনা অন দ্যা …

বোনদের জন্য নতুন ফিতনা অন দ্যা ওয়ে
https://www.facebook.com/share/p/1EnXBvbDit/

3 months ago

ফিলিস্তিনের কাছে এই উম্মাহর যে ঋণ জমা হয়ে আছে, তা শোধ করা কখনোই সম্ভব না।

আমরা যদি মুনাফিক না হতাম, আমাদের ভাইয়েরা অনেক আগেই মুক্তি পেত। আমরা যদি মুনাফিক না হতাম, আমাদের এই জমিনে শরীয়াহ প্রতিষ্ঠিত থাকতো।

আমাদের জীবন দুনিয়ার কাছে বিক্রি করে না দিলে, আমরা দুনিয়ায় শাসন করতাম।

ঈমানের ছিঁটেফোঁটা বাকি আছে দেখে হয়তো ফিলিস্তিনের জন্য মন কাঁদে। নিফাকি রয়ে গেছে দেখে ফিলিস্তিন একা একা কাঁদে।

3 months ago

মালাউন শব্দের অর্থ অভিশপ্ত।
If you know you know

3 months ago

ফেনীর নুসরাত কাণ্ডে যে ১৬ জনকে ফাঁসির দেয়া হয়েছিল তাদেরকে মুক্ত করা কি আমাদের জন্য ফরজ না?

পুরো ঘটনায় পিবিআই এবং বনজ কুমার নিরপরাধ মানুষদেরকে ফাঁসিয়ে ব্যবসা করেছিল। মূলত ইসলামবিদ্বেষ থেকেই মাদ্রাসার সাথে জড়িত সবাইকে জড়িয়ে তারা ব্যবসা করেছিল।

মাদ্রাসার অধ্যক্ষ, ৭ মাসের বাচ্চাসহ আমাদের এক বোন ছাড়াও নিরপরাধ ১৪ জন তাদের নাটকে ফেঁসে গেছে। এই বোনের দোষ ছিল তিনি মাদ্রাসায় পড়েছেন।

এই বোনের স্বামীকে বারবার বলা হতো, কেন তোর বউকে মাদ্রাসায় দিয়েছিলি? কেন এই মেয়েকে বিয়ে করলি?

এই ঘটনা নিয়ে ইলিয়াসের চ্যানেলে একটা এপিসোড ছিল, কোনো অপরাধ না করেও ফাঁসি হচ্ছে ১৬ জন মানুষের!

যখন এই প্রতিবেদন দেখেছিলাম, বুক ফেটে কান্না এসেছিল। আজকে আবার প্রসঙ্গক্রমে মনে আসলো। কয়জন এখনো জীবিত আছেন জানি না। তবে এদের কথা দয়া করে ভুলবেন না আপনারা।

কপি করে ছড়িয়ে দিন। তাদের ব্যাপারে আওয়াজ তোলা জরুরি।

3 months, 1 week ago

প্রথমত, বিএনপি সমর্থক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি!

স্বৈরশাসক হাসিনা গত পনেরো বছরে মুজিবের ভাস্কর্য নির্মান করতে শত শত কোটি টাকা খরচ করেছে। তার ম্যুরাল, স্তম্ভ, ছবি দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রেখেছিল। সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কলেজ-ভার্সিটির হল, হাসপাতাল ইত্যাদি জায়গা জোর করে তার নামে নামকরণ করা হয়।

এইসব কাজের মাধ্যমে যদি সম্মান অর্জন করা যেত তাহলে মানুষ তার সবগুলো মূর্তি, ছবি, ভাস্কর্য অক্ষত রেখে দিত। অথচ একটাও মূর্তি, ছবি কিছুই অবশিষ্ট নেই। সব চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

লেবু বেশি চিপলে কী হয়? মুজিবের বেলায়ও সেটা হয়েছে।
এখন আপনারা যারা জোরপূর্বক বিভিন্ন জায়গায় জিয়া চত্বর, জিয়া মোড় ইত্যাদি নামকরণ করতে মরিয়া হয়েছেন তারা গত পনেরো বছর থেকে শিক্ষা নিন।

দ্বিতীয়ত,
আমরা যারা মুসলমান, তারা কিছুতেই এসব ভাস্কর্য, মূর্তি ইত্যাদি স্থাপনের পক্ষে কথা বলতে পারি না। মানুষের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য এই কাজগুলো একদমই অনর্থক।

মূর্তি থাকবে মন্দিরে, মন্দিরে। যাদের ধর্মে মূর্তির অনুমোদন রয়েছে তাদের উপসনালয়ে মূর্তি থাকাটাই স্বাভাবিক। কিন্তু মুসলিম হিসেবে আপনি আমি রাষ্ট্রের মধ্যে অযাচিত ভাস্কর্য নির্মানের কথা বলতে পারি না।

ভাস্কর্য যদি ইসলামী কালচার হতো তাহলে প্রত্যেক মুসলিম শাসক নিজেদের, পূর্ববর্তীদের ভাস্কর্য বানাতো। এছাড়াও এসব কাজের দ্বারা মৃতের রূহ কোনোভাবে উপকৃত হবে না। পরকালীন উপকারের জন্য প্রয়োজনে তাঁদের স্মরণে দোয়ার ব্যবস্থা করুন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাইলে কোনো স্থানকে তাঁদের নামে নামকরণ করুন। এতটুকুই যথেষ্ট।

3 months, 1 week ago

ডিবি অফিসের মূল গেইটের সাথে কাউন্টার টেরোরিজমের যেই বিল্ডিংটা আছে, তার সাত তালায় একটি গুমখানা রয়েছে। যেখানে নিরীহ আলেম ও সাধারণ মানুষদের নিয়ে গুম রাখা হয়। (আমাকেও সেখানে গুম রাখা হয়েছিল) তাই দায়িত্বশীলদের নিকট জরুরী ভিত্তিতে সেখানে খবর নেওয়া প্রয়োজন, কেউ ভিতরে গুম অবস্থায় আছে কিনা। যদি থেকে থাকে তবে তারা বন্দী অবস্থায় মারা পড়বে। কারণ ডিবি অফিসের কার্যক্রম বন্ধ থাকায় তারা কোনপ্রকার খাওয়া দাওয়া করার সুযোগ পাবে না। তাই খুব দ্রুতই খবর নেয়া প্রয়োজন।

-শায়েখ মাহমুদুল হাসান গুনবী হাফি.

5 months, 4 weeks ago

রাইসির মৃত্যু যেন আমাদের ঈমানের মৃত্যুর কারণ না হয়

https://www.facebook.com/share/p/9qgCicrRQ4Ukebwe/?mibextid=oFDknk

Facebook

Log in or sign up to view

See posts, photos and more on Facebook.

6 months ago

স্ত্রী বেগানা পুরুষের সামনে মুখ ঢাকতে চায় না; করণীয় কী?

সৌদি ফতোয়া বোর্ড এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের প্রবীণ সদস্য, যুগশ্রেষ্ঠ ফাকিহ আশ-শাইখুল আল্লামা ইমাম সালিহ বিন ফাওজান আল-ফাওজান হাফিজাহুল্লাহ (জ. ১৩৫৪ হি./১৯৩৫ খ্রি.) প্রদত্ত ফতোয়া—

প্রশ্ন : “আমার স্ত্রী নিকাব (মুখ ঢাকার বস্ত্রবিশেষ) পরতে অস্বীকার করে। আমি দীর্ঘদিন তার এ কাজের প্রতি ধৈর্যধারণ করেছি এবং তাকে নিকাব পরার নসিহত করেছি। এই কারণে আমি যদি তাকে তালাক দিই, তাহলে আমি কি পাপী হব?”

উত্তর : “না। বরং আল্লাহ চাইলে এই কাজের জন্য আপনি সওয়াব পাবেন। সে যদি নিজেকে পর্দাবৃত করতে অস্বীকার করে তাহলে তাকে তালাক দেওয়া আপনার জন্য ওয়াজিব। আর আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম কারও ব্যবস্থা করে দেবেন।”

অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা

We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 7 months ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 5 days, 9 hours ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 2 months, 3 weeks ago