মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 Jahr, 9 Monate her
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 1 Tag, 14 Stunden her
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 4 Wochen, 1 Tag her
*আওয়ামী লীগের তৈরি আইনেই শেখ হাসিনার বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অতীতের মতো এই ট্রাইব্যুনাল নিয়েও বিতর্ক উঠতে শুরু করেছে।
নানা প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন মন্ত্রণালয় ৮ দফা সংশোধনী প্রস্তাবের খসড়া নিয়ে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় একটি মতবিনিময় সভা করেছে; কিন্তু সংস্কার করার আগেই ছাত্র–জনতার অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল প্রাক্–বিচারপ্রক্রিয়া বা বিচারের প্রাথমিক কাজ শুরু করেছেন।
আইনজীবীদের অনেকে মনে করেন, আইনের সংস্কার না করেই আওয়ামী লীগ আমলের আইনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ শুরু করায় এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে যুদ্ধাপরাধের বিচার করার কথা বলা হয়েছে। এই আইন সংস্কার না করে ছাত্র–জনতার অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হলে বিতর্ক উঠতে পারে।*
প্রথম আলো আর মতিউর রহমানের অবস্থান সব সময় ফ্যাসিবাদের পক্ষে ছিলো, তারা সব সময় মাজলুমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে এখন নিজেদেরকে মাজলুম হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমাদের মনে রাখতে হবে এরাই আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশের জমিনে শিকড় গাড়তে সব চেয়ে বেশি সহযোগিতা করেছে।তাদের দোসর ‘আওয়ামী বুদ্ধি প্রতিবন্ধি’ জাফর ইকবাল আর আনিসুল হক এর কান্না দেখতে বসে আছে বাংলার কোটি জনতা।
জনগণ, প্রতিরক্ষাবাহিনী, পুলিশ ও সকলের সহযোগিতায় অপশক্তির সব কুমতলব ভণ্ডুল করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে সম্পন্ন।
বিচারকরুপী খুনী মানিক বর্ডার পার হওয়ার জন্য দুই দালালকে কনট্যাক্ট করছিল। ডিল ছিল ১৫ হাজার টাকার বিনিময়ে মানিককে বর্ডার ক্রস করায় ভারতে পাঠায় দিবে?
দালালরা ওকে সুন্দরমতো বর্ডারে নিয়া বাইন্ধা পিডাইছে। মানিকের কাছে ৬০/৭০ লাখ টাকা ছিল, মোবাইল ছিল, সবকিছু নিয়া গেছে। তারপর এরেস্ট করিয়ে দিয়েছে।
এইগুলো শুধু মাত্র নমুনা। সারাদেশে এমপি, মন্ত্রী, ডিসি, আওয়ামীলীগ নেতা সহ হাজার হাজার এরকম রাঘব বোয়াল রয়েছে। এখনি সময় এদের বিরুদ্ধে আওয়াজ তুলেন ও এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এই লিস্ট যেন শেষ হবার নয়।
দুনিয়ার সব কিছু বলার স্বাধীনতাই আপনার আছে। তবে "আগের সরকারই ভালো ছিলো" এইটা বলার স্বাধীনতা চাইয়েন না। কেন ভাই? এই নিন লিস্ট...
১) গত ১৬ বছরে পাচার হয়েছে ৯৪ বিলিয়ন ডলার (বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য রিজার্ভ - ১৫.৫ বিলিয়ন ডলার) -সূত্র: Trendz Now
→ ১৫ বছরে হাসিনা সরকার ঋণ নিয়েছে সাড়ে ১৫ লাখ কোটি টাকারও বেশি। সূত্র: যমুনা টিভি
২) ৫০ হাজার কোটি টাকা হাতিয়েছে এস আলম গ্রুপ - সূত্র: প্রথম আলো
৩) সাল এফ রহমানের ৩০ হাজার কোটি টাকার ঋণ খেলাপি। সূত্র: দৈনিক ইত্তেফাক
৪) স্বরাষ্ট্রমন্ত্রীর লুটপাট ও ঘুষ বাণিজ্য ; বস্তায় করে ঘুষ নিতো আসাদুজ্জামান কামাল। সূত্র: কালবেলা
৫) ১৫ বছরে ৫ হাজার কোটি টাকা লোপাটের তথ্য
দুর্নীতির বরপুত্র ওয়াসার তাকসিমের বিদায় - সূত্র: সমকাল
→ এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি - সূত্র: যুগান্তর
৬) বিদেশে ২৩১২ কোটি টাকার ব্যবসা রয়েছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর - সূত্র: মানবজমিন
→ ব্রিটেনে বাজেয়াপ্ত হতে পারে ভূমিমন্ত্রীর ৩ হাজার কোটি টাকার সম্পত্তি - সূত্র: দেশ রূপান্তর
৭)হাওরে ডিবি হারুনের শতকোটির টাকার ‘প্রেসিডেন্ট রিসোর্ট’- সূত্র: কালের কণ্ঠ
৮) পিকে হালদারের (প্রশান্ত কুমার হালদার) ১৫ বান্ধবী ও ঘনিষ্ঠ নারীদের ব্যাংক হিসাবে অন্তত ৮৬৭ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। উপহার, গাড়ি ও ফ্ল্যাট কিনে দেয়া, দেশে-বিদেশে ভ্রমণসহ বিভিন্ন অজুহাতে ঋণের নামে তাদের এ অর্থ দেয়া হয়। - সূত্র: যুগান্তর
→ ৩ হাজার কোটি টাকা নিয়ে চম্পট পিকে হালদার। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি
৯) বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ ও বনের জমিতে বেনজীরের রিসোর্ট। দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার বিঘা জমি দখল। বিস্তারিত: কালের কণ্ঠ পত্রিকায় পাওয়া যাবে।
১০) দেশের তথ্যপ্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্যপ্রযুক্তির উন্নয়নের নামে একের এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। স্ত্রীর নামেও রয়েছে হাজার কোটি টাকা। - সূত্র: বাংলাদেশ প্রতিদিন
১১) চা দোকানদার থেকে শত কোটি টাকার মালিক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। সূত্র: দেশ টিভি
১২) প্রধানমন্ত্রীর কেরানী জাহাঙ্গীর ৪০০ কোটি টাকার মালিক। সূত্র: সাবেক প্রধানমন্ত্রী
১৩) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, ১৫ বছরে সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ২৪টি ছোট-বড় অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুট হয়েছে; যা বর্তমান মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ২ শতাংশ। আর চলতি অর্থবছরে (২০২৩-২৪) বাজেটের ১২ শতাংশের বেশি। সূত্র: বিবিসি নিউজ (২৪ ডিসেম্বর,২০২৩)
→ ব্রিটিশরাও এত টাকা লুটপাট করেনি, যত টাকা বর্তমানে ব্যাংকগুলো থেকে লুট হয়েছে। সূত্র: জাগো নিউজ
১৪) ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ২৫,৫০০ জন। ২ হাজার মুক্তিযোদ্ধার জন্ম ১৯৭১ সালের পরে । সূত্র: প্রথম আলো
১৫) ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে অর্জিত অঢেল সম্পদের মালিক এমন ২৪ আসামির প্রায় ৫৮২ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র: রাইজিং বাংলাদেশ
১৬) পদ্মা ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) - সূত্র: দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড
১৭) হাড়িপাতিল বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ রনি। সূত্র: দেশ টিভি
১৮) ‘ব্যারিস্টার তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন। - সূত্র: বাংলা ট্রিবিউন
১৯) ৪২ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করছেন না বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ভূমিখেকো আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ (২২ ডিসেম্বর,২৩)
২০) ছাত্রলীগের পদ বাণিজ্যে কোটি টাকা হিসাবনিকাশ। সূত্র: দেশ রূপান্তর
রিয়েল লাইফ হিরো খ্যাত ছাত্রলীগের তানভীর হাসান সৈকতের শত কোটি টাকার মালিক।
২১) চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে আওয়ামীলীগ নেতা দিলীপের বিরুদ্ধে শত কোটি টাকার মালিক বনে যাওয়া সহ বিস্তর অভিযোগ রয়েছে। সূত্র: আমাদের সময়
২২) ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বিচারবহির্ভূত হত্যাকান্ড ২৬৯৯, গুম ৬৭৭, কারাগারে মৃত্যু ১০৪৮ জন। ২০২৪ সালের হত্যাকান্ড ধরলে হত্যা সংখ্যা ৩,০০০ ছাড়াবে। সূত্র: বণিক বার্তা
২৩) পুলিশ কর্মকর্তা কামরুলের ১১ কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ। এছাড়াও রয়েছে শত কোটি টাকার অভিযোগ। সূত্র: আরটিভি
২৪) ছাগলকাণ্ডে আলোচিত মতিউউরের দেশেই ৫০০ কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে। এছাড়াও বিদেশে রয়েছে অগণিত সম্পত্তি। সূত্র: যুগান্তর
২৫) আবেদ আলীর নামে নূন্যতম সম্পত্তি ৫০ কোটি টাকা -সি আই ডি।
আবেদ আলীর স্ত্রীর নামেও পাহাড় সমান সম্পদ পেলো সিআইডি। সূত্র: ভোরের কাগজ
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 Jahr, 9 Monate her
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 1 Tag, 14 Stunden her
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 4 Wochen, 1 Tag her