iTahmid

Description
Tech, History, Geopolitics
Advertising
We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 8 months ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 11 hours ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 6 days, 4 hours ago

4 days, 13 hours ago

বেশীরভাগ মানুষ রাউটার সম্পর্কে খুব একটা জানেন না, বুঝেন না।
ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডর গুলো একেবারে সস্তা একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার ধরিয়ে দেয়। অথবা অনেকে না জেনে সস্তার জন্য নিজ থেকেই সিঙ্গেল ব্যান্ড রাউটার কিনে নেয়। ফলে ইন্টারনেট স্পীড ঠিক মত পায় না।
জনে জনে গিয়ে যেহেতু বুঝানো সম্ভব না, তাই দ্রতই সিঙ্গেল ব্যান্ড রাউটারের আমদানী নিষিদ্ধ করতে হবে।
রাউটার মিনিমাম ডুয়েল ব্যান্ড হতে হবে।

1 week, 2 days ago

পার্সোনাল বায়াস খুব খারাপ জিনিস। সাংবাদিক জুলকারনাইন সায়ের সরাসরি ফ্যাসিস্টদের পক্ষে থাকা ফারুকীর প্রশংসা করলো আর সেখ বশির উদ্দীনের বিরুদ্ধে ফেইসবুকে উস্কে দিল।

1 week, 2 days ago

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীনের বক্তব্য শুনলাম। খুবই ভালো লাগলো। মনে হলো এই পদের জন্য খুবই যোগ্য লোক।

সেখ বশির উদ্দীনের সৎ ভাই আওয়ামীলীগের এমপি, এইটা বিরোধিতার কারণ হতে পারে না।
আর জুলাই হত্যাকাণ্ডের আসামী হওয়ার ব্যাপারটাও ধোঁয়াশাপূর্ণ। নামের মধ্যে অসংগতি আছে।

তার কোনো আওয়ামী সম্পৃক্ততা নাই। কিন্তু তার বিরুদ্ধে এভাবে লাগলো কারা?

3 months ago

বেশীরভাগ মানুষ সম্ভবত প্রেস সেক্রেটারীর কাজ কী জানেন না!
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারীর বক্তব্য নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন, অনেকে ভারতের দালাল বলে গালাগালি করছেন।
তারা হয় ইচ্ছাকৃত এটা করছে অথবা প্রেস সেক্রেটারীর কাজ সম্পর্কে জানেন না।
প্রেস সেক্রেটারী নিজ থেকে কিছুই বলেন না। ওনারা কোট করেন। অফিশিয়ালী যা বলতে বলা হয়, সেগুলোই বলেন। অফিশিয়াল পলিসি, ইনকুয়েরী এগুলা ব্রিফ করেন। এর বাইরে কিছু জিজ্ঞেস করা হলে কমেন্ট করেন না।
যেমন স্টেট ডিপার্টমেন্টের স্পোকস পার্সন ম্যাথিউ মিলারের কথাই ধরেন।
অনেক প্রশ্ন দেখবেন ওনি নার্ভাস হয়ে যান, কী বলতে হবে জানেন। কিন্তু স্টেট পলিসির বাইরে কিছু বলতে পারেন না।
১৪ মিনিটের পুরো বক্তব্য দেখলাম। এখানে ওনার কোনো বক্তব্য বা সমস্যাজনক কিছু দেখিনি।

প্রেস সেক্রেটারীর যে কথাটা নিয়ে সমালোচনা বা আক্রমণ করছেন অনেকে, সেটা ওনি কোট করেছেন। সেটা ওনার বক্তব্য না, প্রণয় ভার্মাকে কোট করেছেন।

এরকম ক্ষেত্রে সমস্যা হলো বক্তব্য কাটছাঁট করে অন্যদিকে অর্থ করা যায়। এটাই এখন সমস্যা।

3 months ago

বন্যা চলে গেলে সবাই আবার ভুলে যাবেন। তাও বলে রাখি।
আমাদের নদী এবং খাল গুলো খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের বাঁচার জন্য এটা ফার্স্ট প্রায়োরিটি।
এটা করতেই হবে।
নদী এবং খালের নাব্যতা থাকলে পানি যত বেশীই হোক, দ্রুত নেমে যাবে।

দুইটা কাজ করতে হবে।
১. চীনকে দিয়ে আমাদের সাইডে বাঁধ বানানো।
২. দখল হওয়া এবং ভরাট হওয়া নদী এবং খালগুলো উদ্ধার করা এবং খনন করা। সেটা যত কঠিনই হোক, যেখানেই হোক।

এই দুটো কাজ আমাদেরকে করতেই হবে।

3 months ago

আমি কাল রাতেও ফ্লাড এলার্ট দেখছিলাম, ম্যাপ চেক করছিলাম। সিভিয়ার ফ্লাড এলার্ট কোথাও ছিল না। ওয়ার্নিং লেভেলেও ছিল না এদিকের অঞ্চলগুলা।
কে জানতো শেষ রাতে ধুম করে বাঁধ খুলে দেবে ভারত।

3 months, 1 week ago

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।

3 months, 1 week ago

আমাদের আন্দোলনের সময় মমতা একমাত্র বিদেশী নেতা, যিনি সরাসরি আমাদের সাপোর্টে কথা বলেছিলেন। দিল্লীর হুমকি সত্ত্বেও তিনি বাংলাদেশী শিক্ষার্থীদের পক্ষে ছিলেন।
মমতা কোনো অনির্বাচিত, ভোটহীন সরকারের প্রধান নন।
মমতার বিরুদ্ধে দিল্লীর ষড়যন্ত্রে আমরা মমতার পক্ষে আছি।

3 months, 1 week ago

বাংলাদেশীদের জন্য ভিসা চালু করেছে সৌদি আরব।

5 months, 3 weeks ago

গুজব ছড়ানোর দায়ে আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের রিসার্চ প্রতিষ্ঠান CRI এর ৫০টি একাউন্ট এবং ৯৮টি পেইজ রিমুভ করে দিয়েছে ফেইসবুক।

We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 8 months ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 11 hours ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 6 days, 4 hours ago