মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 8 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 11 hours ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 6 days, 4 hours ago
স্বৈরাচার হটানোর সময় যে বিএনপি ও জামায়াত এক ছিলো, ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে ।
আবার যে ছাত্র আন্দোলনের ব্যানারে জামায়াত বা বিএনপি মিলেমিশে এক হয়ে মাঠে নেমেছিলো, সেই ছাত্রদের সাথেও দুই দলেরই দূরত্ব বাড়ছে ।
এই দূরত্বের কারণ কি? কারণ আর কিছু না, তা হলো ক্ষমতা ।
গণতান্ত্রিক পদ্ধতিটাই এমন । এর আগেও আমরা এর উদাহরণ দেখতে পেয়েছিলাম এরশাদ বিরোধী আন্দোলনে । ঐ আন্দোলনে আওয়ামী-বিএনপি এক থাকলেও, পরবর্তীতে সেই দুই দলের মধ্যেই সাপে-নেউলে সম্পর্ক তৈরি হয় ।
গণতান্ত্রিক পদ্ধতিতে এটা অবধারিত
। এখন বিএনপি-জামাত যেটা করছে, সেটাও ঐ গণতান্ত্রিক পদ্ধতির সীমাবদ্ধতার জন্যই । এক সময় দুদল এক অপরের প্রশংসা করলেও, এক সময় তারাই একে অপরের বিরুদ্ধে অপপ্রচার করে ।
আসলে, আল্লাহর যমীনে আল্লাহর দেয়া বিধান ছাড়া কোনো কিছু নিয়ে টানাটানি করলে, তাতে ভেজাল হবেই । সেখানে শান্তি বিরাজ করতে পারে না । গণতান্ত্রিক পরিবেশ তাই সব সময় অস্থির থাকে । এখনও দেশে তাই হচ্ছে ।
এর একমাত্র সমাধান শরীয়াহ । শরীয়াহ ছাড়া কোনো ভাবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় ।
পবিত্র ভূমি সৌদি আরবে ছায়াকাবার উপর কাফির নগ্ন নর্তকীর নৃত্য, আল্লাহর ঘর কাবার সাথে এটা কি তামাশা নয়?
মুসলিম হয়ে এটা মেনে নেয়া যায় না । এমন দৃশ্যও দেখতে হলো?
দুনিয়ার তাবত কাফির মুশরিক মিলে ইসলামকে ধ্বংসের খেলায় মেতেছে । যদিও ইসলাম ধ্বংস হবে না ইনশা আল্লাহ । কিন্তু কিছু মুনাফিকের কারণে ইসলাম নিয়ে কাফির মুশরিকরা উপহাস করার সুযোগ পায় ।
আল্লাহর যমিনে আল্লাহর ঘরের মতো ছায়াকাবা বানিয়ে এমন নগ্ন নৃত্য কি জাহেলিয়াতের যুগেও সম্ভব ছিলো?
এমন ধৃষ্টতার পরও আমরা কিছু করতে পারি না, আরব মুনাফিকদের ।
আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করো ।
**আরেকটা রক্তক্ষয়ী সংগ্রাম মনে হয় দেশে হবে ।
দেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় অতিক্রান্ত করছে ।
আল্লাহ আমাদের হেফাজত করুন ।**
একটি হরিণ শাবক সাঁতরে নদী পার হচ্ছে, মাঝ নদীতে যাওয়ার পর কয়েকটি কুমির সেই হরিণ শাবকটিকে টার্গেট করে । দ্রুতগতিতে কুমিরগুলো শাবকটির দিকে আগাতে থাকে, হরিণ শাবকটিও টের পেয়ে সাঁতারের গতি বাড়ায় ।
দূর থেকে বিষয়টি হরিণ শাবকটির মা দেখতে পায়, সাথে সাথে সে নিজের সন্তান ও কুমিরগুলোর মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় । তবে সেই দেয়ালটা লড়াই করার জন্য নয়, কারণ মা জানে এখন লড়াই করলে মা ও শাবক দুজনের জীবনই যাবে । তাই মা নিজের জীবন বিলিয়ে দেয় কুমিরগুলোর সামনে, আর সেই সময়ে হরিণ শাবক তীরে উঠে যায় । এই হলো মা ।
প্রাণী জগতের সবচেয়ে আজব সৃষ্টি মা । যে মা অকাতরে সন্তানের জন্য জীবন শেষ করে দেয়, যে মা সন্তানের জন্য নিজের সুখ, শান্তি, আরাম আয়েশ ত্যাগ করে দেয় । মায়ের তুলনা নাই, মা তো মাই ।
সেই মাকে হত্যা করে সন্তান, তাও অন্য একটি মেয়ের জন্য, কিছু টাকার জন্য । মানুষ হিসেবে আমাদের অধঃপতন কতোটা নিচে নেমেছে? ভাবতেই গা শিউরে উঠে । আদৌ কি আমরা মানুষ আছি?
এসব কিছুই হচ্ছে দ্বীন থেকে মানুষের দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহ ভীতি কমে যাওয়ার কারণে, আখিরাতমুখিতা বাদ দিয়ে দুনিয়ার জন্য পাগল হওয়ার কারণে, আল্লাহকে ভুলে তাগুতকে গ্রহণ করার কারণে ।
হায় দুনিয়া! যে তোমাকে ধরতে যাবে সেই সব হারাবে ।
বিপ্লব বেহাত হতে কতো দেরি....
সারজিস আলমরা তাদের আহত ভাইদের খোঁজ-খবর নিতে হাসপাতালে দৌড়াচ্ছেন । উপদেষ্টা হওয়ার পর নাহিদরাও যাচ্ছেন আহত-নিহত পরিবারগুলোর খোঁজ খবর নিতে ।
কিন্তু আমাদের নেতারা?
প্রিয় উস্তাদ মাওলানা মামুনুল হক দা.বা. বিভিন্ন স্থানে সমাবেশ, মিছিল ইত্যাদিতে অংশগ্রহণ করছেন । এটার অবশ্যই প্রয়োজনও আছে ।
তবে আহত-নিহত আলেম, তালিবুল ইলম, দ্বীনি ভাইদের পরিবারগুলোর খোঁজ নিতে গেলে এবং সেই ছবি-সংবাদ দেখলে আমরা বেশি শান্তি পেতাম ।
চরমোনাইয়ের পীরসাহেব ছাত্রদের আন্দোলনে সংহতি জানাতে গিয়েছিলেন । কিন্তু এখন দেখছি দ্বীনি অঙ্গনের আহত-নিহতদের খোঁজখবর নেয়ার ক্ষেত্রে তারও কোন মাথা ব্যথা নেই । গতকাল বাইতুল মুকাররমের সামনে তাদের দলীয় এক প্রোগ্রামে উপস্থাপক ফজলে বারি মাসউদ পীরসাহেবের নাম ঘোষণা করছেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান/অন্যতম রাহবার! [শুনে তব্দা খেয়ে গেলাম]
আসলেই যদি তিনি রাহবার হয়ে থাকেন, তবে তো এখন অনুসারীদের খোঁজখবর নেয়া তার প্রধান দায়িত্ব ।
এদিকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কিন্তু আহতদের দেখতে বাড়ি বাড়ি যাচ্ছেন । শহীদ সুমাইয়ার দুইমাসের বাচ্চার দায়িত্ব নিয়েছেন তিনি ।
প্রিয় ইসলামী নেতৃবৃন্দ!
আপনার যদি সত্যিই নেতা হতে চান, তবে তো শুধু মিছিল মিটিং দিয়ে হবে না । সেবার কোন বিকল্প নেই । কারণ- আপনাদের থেকেই শিখেছি, সাইয়িদুল কওমী খাদিমুহুম । অর্থ- জাতির নেতা তারাই হবে, যারা জাতির সেবা করবে ।
©️TasawwufOfficial
দিল্লিতে শেখ হাসিনার লাউঞ্জে ঘনঘন ভারতীয় কর্মকর্তাদের প্রবেশ,
দ্রুত ভারত ছাড়তে চাইছেন শেখ হাসিনা।
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 8 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 11 hours ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 6 days, 4 hours ago