মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 Jahr, 9 Monate her
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 1 Tag, 14 Stunden her
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 4 Wochen, 1 Tag her
সামান্য একটা ডিসপ্লে দেখেই ওরা দেশ সিরিয়া/আফগানিস্তান হয়ে গেছে ভেবে ভয় পাচ্ছে ।
তাবলীগের দুই পক্ষের বিবেদের কারণে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে, বিশেষ করে জুলাইয়ে পরাজিত শক্তি নানা ধরণের চক্রান্ত করতে পারে ।দুই পক্ষের মুরুব্বীদের ঠান্ডা মাথায় আগানো উচিত ।
গভীর রাতে তাহাজ্জুদে নিমগ্ন মুসুল্লীদের উপর যারা সন্ত্রাসী হামলা করতে পারে, তারা আর যাই হোক, দ্বীনের দাওয়াত দেয়ার এখতিয়ার রাখে না । তাদের পরিচয় একটাই । তারা খুনী ।
আমার নাম আমলীগ। আমার বন্ধুর বাবা মারা যাওয়ার পর সে আমাকে বলল, "দোস্ত, আমি গ্রামে যাচ্ছি। এক মাসের জন্য বাড়িটা দেখে রাখিস।" আমি বললাম, "কোনো চিন্তা করিস না। সব ঠিক থাকবে।"
বন্ধু গ্রামে চলে যাওয়ার পর, আমি বাড়িতে ঘুরতে ঘুরতে একটা বাক্স পেলাম। বাক্সের ভেতর ১৮ লাখ টাকা ছিল! আমি সেখান থেকে ১৪ লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম। বাকি ৪ লাখ টাকা দিয়ে ঘরের জন্য ফ্রিজ, টিভি আর আসবাবপত্র কিনলাম।
দেড় মাস পর, বন্ধু তার বাবার চল্লিশা শেষ করে বাড়ি ফিরল। ঘরে ঢুকেই ফ্রিজ, টিভি আর নতুন আসবাব দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, "এসব কোথা থেকে এলো?" আমি গর্ব করে বললাম, "তোর বাক্সের টাকায় বাড়ির উন্নয়ন করেছি!"
বন্ধু চমকে উঠে বলল, "কী সর্বনাশ করলি?!" সে টাকার হিসাব মেলাতে গিয়ে দেখল, ১৮ লাখ টাকার মধ্যে জিনিসপত্র কেনার পরও ১৪ লাখ টাকা উধাও। সে রেগে গিয়ে বলল, "তুই চুরি করেছিস! এটা আমার কষ্টের টাকা ছিল।"
আমি রেগে গিয়ে বললাম, "চুরি নয়, উন্নয়ন করেছি। ফ্রিজ,টিভি, এসব কে দিয়েছে? আমি দিয়েছি।
বন্ধু কাঁদতে কাঁদতে বলল, "তোর চুরির টাকায় আরও অনেক কিছু করা যেত।"
আমি জবাব দিলাম, "পারলে আমার মতো ফ্রিজ কিনে দেখা। আমি উন্নয়ন করেছি, আর তুই আমাকে চোর বলছিস? যদি তুই এত ভালো হোস, তাহলে এখন তুই পারলে আরেকটা ফ্রিজ কিনে দেখা।"
- সংগৃহীত পোস্ট😁
সিরিয়ায় ইতিহাসের নতুন মোড়
আল্লাহ'র পাতা ফাঁদে বৈশ্বিক অপশক্তি।
সিরিয়ায় দোটানায় পড়েছে এম্রিকা ও পশ্চিমা বিশ্ব। একদিকে বিশুদ্ধ রেডিক্যাল ইসলামপন্থীদের নেতৃত্ব অপর দিকে সে নেতৃত্বের গণবৈপ্লবিক চরিত্র।
এমন একটা শক্তির উত্থান ঘটলো, যারা মূল্যবোধে জিHaদী। কিন্তু গ্র্যান্ড রিয়্যালিটিতে তাঁরা জাতীয় বিপ্লবী রাজনীতির অংশ।
জুলানি তার প্রজ্ঞাকে জিহাদের আদর্শিকতা এবং রাজনৈতিক তথা ভু-রাজনৈতিক বাস্তবতার মাঝে এক চমৎকার মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে হাজির করেছেন আরো অনেক আগেই।
অবিচ্ছেদ্য এ দুটি অংশ কৃত্রিমভাবে জোড়া লাগেনি। ইসলামের ডায়নামিক চরিত্রে 'সমন্বয়' একটা পরীক্ষিত ঐতিহাসিক বাস্তবতা। তাই সমকালীন সিরিয়ায় জি/হাদ ও রাজনৈতিক বিপ্লবের মিথষ্ক্রিয়ায় অবাক হওয়ার কী আছে?
এখন প্রতিক্রিয়ার পালা! আমি গত কয়েক দিন ধরে এটা বুঝার চেষ্টা করছি।
আন্তর্জাতিক বৈশ্বিক রাজনীতির মূল স্বভাবটাই হলো মুনাফেকী!
এ মুনাফেকী চরিত্রে আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের লেলিয়ে দেয়া মাস্তান-হিজড়া'ঈলের মাধ্যমে সিরিয়ার সা'মরিক শক্তি গুড়িয়ে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে তার প্রতিরক্ষার মেরুদণ্ড। ইজড়া'ঈলী মিডিয়া তো রাখঢাক ছাড়াই বলছে, সিরিয়ার প্রতিরক্ষা সরাঞ্জাম তারা ইসলামপন্থীদের হাতে দেখতে চায়না।
অপর দিকে তারাই আবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছে, সিরিয়ার পটপরিবর্তনকে তারা স্বাগত জানায়। নতুন ইসলামপন্থীদেরকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং এইচ টি এসকে স'ন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে।
আমাদের অনেকে ভাবছেন, আসাদ রেজিমের পতন এবং এ অঞ্চলে ইরান-রাশিয়ার স্ট্র্যাটেজিক পতনে ইজড়াঈল ও এম্রিকা কি লাভবান হলো না?
তাদের উদ্দেশ্য বলছি, না আলহামদুলিল্লাহ এমনটা মনে হলেও বাস্তবে তা না।
বরং ইজড়াঈল নতুন এক ফাঁদে পড়ে গেলো যা তারা একটু পর টের পাবে। আমাদেরও টের পেতে সময় লাগবে, যেমন সময় লেগেছে আফগানিস্তানের মাটিতে বিশ্ব শক্তির মরণফাঁদের বিষয়টি!
---- শায়খ হারুন ইযহার
**ইন্না-লিল্লাহ ।
ইমারাতে ইসলামিয়ার অভিবাসন মন্ত্রী খলিলুর রহমান হক্কানি বিন জালালুদ্দীন হক্কানি কিছুক্ষণ আগে উগ্র খারেজি দায়েশের হামলায় কাবুলে শাহাদাত বরণ করেছেন ।
এই তাকফিরিরা বড়ই ক্ষতিকর । আল্লাহ ওদের ধ্বংস করুন ।
- শায়খ আলী হাসান ওসামা**
৭১ পরবর্তী সময়ে ভারত একবারই এরকম প্রতিবাদী বাংলাদেশকে দেখেছিলো, সেটা জিয়াউর রহমানের সময়ে । তাই, তারা খুব অল্প সময়ের মধ্যেই মেজর জিয়াকে খুন করে ফেলে ।
এছাড়া বাকি সময়টুকুতে বাংলাদেশকে তারা আজ্ঞাবহ দাস হিসেবেই পেয়েছে ।
কিন্তু, ড. ইউনূস সরকার যে জিয়ার সময়ের চেয়েও প্রতিবাদী হয়ে যাবে, এটা ভারত কখনোও ভাবে নাই ।
ভারত ভেবেছে, নানা রকম চাপের মুখে, দেশি বিদেশী ষড়যন্ত্রের মুখে ড. ইউনূস সরকার অতি দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে ।
তাই ভারত বিএনপিকে নানারকম প্রলোভন দেখিয়ে হাতে রাখার চেষ্টা করেছিলো । কিন্তু আজ ড. ইউনূসের ডাকে সকল রাজনৈতিক দলগুলোর ভারত বিরোধী ঐক্যের কারণে, বিএনপিও হুংকার দিচ্ছে ।
যে বিএনপিকে ভাবা হতো মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া অবস্থা, সেই বিএনপির রিজভীও মেরুদণ্ড সোজা করে আজ ভারতকে হুঁশিয়ার করছে ।
তবে ভারতও ছেড়ে দেবার পাত্র না, তারা তাদের ষড়যন্ত্র চালিয়েই যাবে । সুযোগ বুঝে হুল ফুটানোর চেষ্টা করবে । তাই আমাদের সদা সজাগ থাকতে হবে ।
আমাদের ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না ।
**গিলে ফেলা বাংলাদেশ হারিয়েছে দাদারা, সেটা সহ্য করতে পারে নাই । ভাবছিলো, ষড়যন্ত্র করে সব দখল করবে ।
কিন্তু দাবার চাল এমনভাবে উল্টে গেছে, এখন ভারতের অবস্থা আরো শোচনীয় ।
এতো কিছু ভারতের সহ্য হবে তো?**
আমরা ভারত বিরোধী, কিন্তু সাংবিধানিকভাবে আমাদের দেশের জাতীয় সংগীত আছে, যা একজন ভারতীয় লেখকের লেখা ।
اِنَّہُمۡ یَرَوۡنَہٗ بَعِیۡدًا ۙ﴿۶﴾
ইন্নাহুম ইয়ারওনাহূ বা‘ঈদা ।
তারা (কাফিরা) ঐ দিনকে (কিয়ামত) মনে করে সুদূর ।
وَّ نَرٰىہُ قَرِیۡبًا ؕ﴿۷﴾
ওয়া নার-হু করীবা- ।
কিন্তু আমি (আল্লাহ) দেখছি ইহা আসন্ন ।
-- সূরা মাআরিজ: ৬-৭ ।
সূরা মাআরিজের এই আয়াত দুটিতে আল্লাক কিয়ামতের কথা বলেছেন, যারা আল্লাহর নাফরমানি করে, তারা মনে করে কিয়ামত অনেক দেরিতে । কিন্তু আল্লাহ বলেছেন, তা অতি নিকটে ।
আসলে শেষ যমানার বড় সত্য 'গাযওয়াতুল হিন্দ' নিয়েও অনেকে মনে করে সেটা অনেক দূরে । কিন্তু গাযওয়া খুব কাছে ।
আল্লাহ আমাদের সামনে কি রেখেছেন আল্লাহ ভালো জানেন । আমাদের এখন ঈমান আমল ঠিক রাখার পাশাপাশি গাযওয়ার জন্যও প্রস্তুতি নেয়া উচিত ।
কারণ দেখেন, যেসব হওয়ার কথা আরোও কিছু ধীরে সুস্থে, তা কিভাবে যেনো খুব দ্রুততার সাথে সংঘটিত হয়ে যাচ্ছে ।
তাই জেনে রাখুন, হয়তো হাতে বেশি সময়ই পাবেন না গাযওয়ার জন্য । চোখের সামনে হুট করেই শুরু হয়ে যেতে পারে কাঙ্খিত গাযওয়া ।
ওয়াল্লাহু খইরুল মাকিরীন...
"আল্লাহই উত্তম পরিকল্পনাকারী ।"
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 Jahr, 9 Monate her
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 1 Tag, 14 Stunden her
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 4 Wochen, 1 Tag her