মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 8 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 11 hours ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 6 days, 4 hours ago
আমার শ্রীকৃষ্ণকে নিয়ে “হা রা ম জা দা” টাইপের এরুপ অপশব্দের এই গানটির লেখক হিসেবে যে দুজনের নাম দেখানো হয় তার কোনটিই সঠিক নয় ৷ এতে স্পষ্ট যে এই গান উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রীকৃষ্ণকে কলঙ্কিত করতে তৈরি করা হয়েছে ৷
সনাতনী সাবধান ❗️
আর যারা এত অপমানজনক শব্দ থাকার পরও এ গানটা বেশ আনন্দের সুরে গাচ্ছেন তাঁদের প্রতি ধিক্কার ৷
❝ সময়ের মূল্য তখন বোঝা যায় যখন একজন মৃত ব্যক্তিকে দেখে চিকিৎসক বলেন, যদি আমাকে ৪ মিনিট আগে ডাকতে তাহলে হয়তো এ মারা যেতো না, এখন সহস্র অর্থ ব্যয় করেও তাকে জীবিত করা যাবে না ❞
- মহর্ষি দয়ানন্দ সরস্বতী [জীবনচরিত, পৃ০ ৪৯৬]
অহ ধীতিমশ্যাঃ
ঋগ্বেদ ২.৩১.৭
হে মানব! ধৈর্য ধারণ করো।
ন জাতু কামান্ন ভয়ান্ন লোভাদ্ধর্মং জহ্যাজ্জীবিস্যাপি হেতোঃ ॥
মহাভারত উদ্যোগ পর্ব ৪০.১২
কামনা, ভয়, লোভ এমনকি প্রাণভয়েও কখনো ধর্ম ত্যাগ করবে না ।
শিবাজীর সেনাপতি আবাজী সোনদেব কল্যাণ প্রদেশ অধিকার করিবার সময় মুল্লা আহমেদর সুন্দরী তরুণী পুত্রবধূকে বন্দী করিলেন এবং শিবাজীর নিকট ভোগের উপহার-স্বরূপ পাঠাইয়া দিলেন। কিন্তু শিবাজী বন্দিনীর দিকে একবারমাত্র চাহিয়া বলিলেন–
“আহা! আমার মা যদি এর মত হইতেন, তবে কি সুখের বিষয় হইত! আমার চেহারাও খুব সুন্দর হইত।”
এইরূপে মেয়েটিকে মা বলিয়া ডাকিয়া আশ্বস্ত করিয়া তাহাকে বস্ত্র অলঙ্কার- সমেত বিজাপুরে তাহার শ্বশুরের নিকট সসম্মানে পাঠাইয়া দিলেন। সেই যুগে ইহা এক নূতন ঘটনা- শুনিয়া সকলে আশ্চর্য্য হইল।
(শিবাজী- যদুনাথ সরকার, পৃষ্ঠা নং: ৩০)
মূর্খের অসৎ দোষ ও আমার বক্তব্যকে বিকৃতি করা প্রসঙ্গে...
একটি পাবলিক গ্রুপে (যেখানে হিন্দু ও মুসলিম রয়েছে) আমার পোস্ট স্ক্রিনশট নিয়ে বলা হয় আমি মিথ্যাচার করে বলেছি ড. ইউনূসের সাথে অগ্নিবীরের সদস্যরা দেখা করেছে। আমি না কি আমাদের সংগঠনকে হাইলাইট করতে চেয়েছি। অথচ আমি এমন দাবি কোনো পোস্টেই করিনি। আপনারা সকলেই আমার পোস্টগুলো দেখেছেন। আমি কোনো পোস্টে এটা বলিনি যে, এই আন্দোলন অগ্নিবীর করছে। বরং আমি স্পষ্টভাবে আন্দোলনের নাম ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’ উল্লেখ করেছি। বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলেছি সেখানে অগ্নিবীর থেকে দীপংকর সিংহ উপস্থিত ছিল। এখানে সকলেই আমাদের টিমের (অর্থাৎ সংখ্যালঘু অধিকার আন্দোলনের সদস্যরা) উপস্থিত ছিলেন (অন্য কোনো রাজনৈতিক দলের সদস্যরা ছিলেন না)। এই বক্তব্যটিকে প্রবীর চন্দ্র পাল নামক এক ব্যক্তি পাবলিক গ্রুপে পোস্ট দিয়ে বলছে আমি স্বার্থান্বেষী। অথচ সে নিজেই জানে না আমাদের এই আন্দোলনের কী নাম দেওয়া হয়েছে। আমি তার একটি পোস্টের স্ক্রিনশট এবং অফিসিয়াল নোটিশের স্ক্রিনশট যুক্ত করে দিলাম। সে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’কে বলছে ‘সংখ্যালঘু নির্যাতন আন্দোলন’। আমি এই ভাইটিকে অনুরোধ করব পোস্ট ভালোভাবে পড়ে এবং বাংলা ব্যাকরণ সম্পর্কে, বিরামচিহ্ন সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করে তারপর অন্যের ভুল ধরে পোস্ট দিবেন। ধন্যবাদ।
▪️ আলোচনা, আন্দোলন ও সমসাময়িক বিষয়ে অগ্নিবীরের সিদ্ধান্ত
আন্দোলন নিয়ে সীমাহীন জলঘোলা পরিস্থিতি, সাধারণ সনাতনী ভাইবেনরা আমাদের প্রশ্ন করছেন কালকে কি আদৌ আন্দোলন উচিত হবে কিনা। এ নিয়ে আপনাদের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরছি আমরা
আপনারা জানেন আজকে সকাল ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম "সংখ্যালঘু অধিকার আন্দোলন" এর ১১ জন প্রতিনিধি দলের সাথে (যারা প্রথম থেকেই কাজ করে গিয়েছে) "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন" এর কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ৮ দফা দাবি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলাম আমরাও। পরবর্তীতে আমরা ৮ দফা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যারের সাথে দেখা করার দাবী জানাই এবং উনারা তা উনারা মেনে নেন। আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে আলোচনার সিদ্ধান্ত হয় এবং বলা হয় আজ আর কোন আন্দোলন নয়।
আজকে বিকাল ০৫:৪০টায় ধর্ম মন্ত্রণালয়ের একজন সচিব আমাদের একজনের সাথে যোগাযোগ করেন, বলেন "মাননীয় প্রধান উপদেষ্টা "সংখ্যালঘু অধিকার আন্দোলন"-এর প্রতিনিধিদের সাথে বসতে চান সাম্প্রতিক আপনাদের ৮ দফা দাবি নিয়ে।" তখন সেই প্রতিনিধি জানতে চান যে, "কালকের আলোচনা সভায় কারা উপস্থিত থাকবেন? "
তখন যাদের নাম বলা হয় তারা খুবই বিতর্কিত কিছু ব্যক্তি যারা আলোচনায় গেলে সনাতনীদের জন্য ভালো কোন কিছু হওয়া কঠিন। আপনারা বুঝতেই পারছেন দেশের কোন কোন কুখ্যাত হিন্দুদের কথা বলা হচ্ছে যারা সারাবছর সরকারের দালালী করে বা বলে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছেনা, সব গুজব ইত্যাদি।
এই ধরনের লোকেরা অংশ নিবে শুনে আমাদের সেই জন তখন বলেন যে এই সকল দলীয় মানুষজনের সাথে আলোচনার টেবিলে বসে আমরা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে পারি না! যদি দলীয় সংগঠনের লোকজনের সাথেই প্রধান উপদেষ্টা বৈঠক করেন, সেক্ষেত্রে আমাদের প্রতিনিধিরা সেই বৈঠক বর্জন করবে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই ঘটনার ফলে মারাত্মক সংশয়াত্মক একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কালকের আন্দোলন চলবে কি চলবেনা, আলোচনায় যেতে দিবে কি দিবেনা, এসব নিয়ে চলছে মারাত্মক কনফিউশন। কিন্তু বাংলাদেশ অগ্নিবীর এর মত হলো এরপরেও আলোচনায় গিয়ে চেষ্টা অন্তত করা উচিত, কারণ তা না হলে দালালরা একা সেখানে গিয়ে নির্বিঘ্নে তেলবাজি করবে। আলোচনায় যাবার পর দাবী পূরণ না হলে আন্দোলন চলমান করা যাবে, কিন্তু আলোচনায় একদমই না যাবার বিষয়টি মনঃপূত হয়নি আমাদের। এখন সাধারণ সনাতনীরাই বলুন আপনারা কী চান।
- ভাই ঐ যে আগুন দিচ্ছে
- একটু ধৈর্য ধরেন, হতাশা ছড়াচ্ছেন কেন?
-ভাই আমার বাসার দিকে আসতেছে
- প্রতিটা বদলের পর এরকম কিছু গণ্ডগোল হয়, এরকম মুহূর্তে কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী ...
- ভাই চলে আসছে তো
- এই যে এতগুলা ছাত্র মারা গেল তখন আপনি কই ...
- আমি বলছি ভাই, গলা ফাটায়ে চিৎকার করছি, আমি লাল দিছি ভাই, রাস্তাতেও নামছি ভাই।
- বাহ চমৎকার, এই যে নতুন সূর্যোদয়, পনের বছরের আবর্জনা, এই যে অন্ধকার ....
- ভাই অন্ধকার না, আলো। আগুনের আলো, আগুন দিয়া দিল রে ভাই ....
- মিশরে, লিবিয়া, তিউনিশিয়াতে যখন আরব বসন্ত আসলো ...
- ভাই আগুন দিছে, ভাই দিয়া দিছে, ভাই দিয়া দিছে
- এগুলা অগ্রহণযোগ্য। এই মুহূর্ত আমাদের প্রথমে পিছন ফিরে দেখতে হবে ...
- ভাই পুড়ে, ভাই আটকা পড়ছি, ভাই পুড়ে, ভাই পুড়ে
- আরেকটু ধৈর্য ধরেন। আমরা আবার বুক পেতে মাথা উঁচিয়ে দাঁড়াবো। প্রতিটা দুর্যোগ মোকাবেলায় আমরা সবাই মিলে একসাথে নতুন দিনের সন্ধানে এগিয়ে যাব। মিশরে যখন প্রথম ... কি হল ভাই, ঘুমিয়ে পড়লেন নাকি? নাকি হতাশ? হতাশ হলে তো হবে না ভাই, হতাশা বড়ই সংক্রামক। সততা, সংহতি, সাহস আর সহানুভূতি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ... কি হল ভাই? কিছু বলছেন না যে? ও ভাই কই গেলেন? ও ভাই? আছেন?
©চরম উদাস
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 8 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 11 hours ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 6 days, 4 hours ago