কুরুলুস ওসমান বাংলা সাবটাইটেল
তুর্কি অনুবাদ এখানে সকল তুর্কি সিরিজ ও মুভি আপলোড করা হয়।
টেলিগ্রাম গ্রুপ লিংকঃ
https://t.me/BDASerieAll
সকল সিরিজ লিংকঃ
https://t.me/BDIAllSeri2071/810
পরিপূর্ন মুসলামান হওয়ার জন্য প্রয়োজন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আর এর জন্য আল্লাহ কি বলেছেন দেখুন- হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শক্র। (বাকারা : ২০৮)
Last updated 6 days, 22 hours ago
Context in comments
https://www.facebook.com/share/p/CzDbjh1Eo5kdZ98G/?
আজগুবিলীগ
আজ অ্যাসাইনমেন্ট শেষ করে রমনা ইঞ্জিনিয়ারস ইনস্টিউশন থেকে বের হয়ে রমনাপার্কের ভেতরের রাস্তা দিয়ে বাসার উদ্দেশ্য হাটছি। হাটছি বলতে সবকিছু পর্যবেক্ষণ করছি। গত কিছুদিন আগে এ পার্কে "গে*ইদের" (স-ম-কা-মি) একটি লেখা তুলে ধরেছিলাম। এখন তাদের অবস্থান কেমন সেটি জানতে এবং একটি নিরিবিলি হাটার জন্য মূলত পার্কের ভেতর দিয়ে যাওয়া।
পথিমধ্যে দেখলাম দু'জন হেটে যাচ্ছে। তাদের মধ্যে ছবিতে থাকা ছেলেটি আমাকে দেখে "ওয়াও" চমৎকার বলে উঠলো। আমি গুরুত্ব না দিয়ে চলে গেলাম। কিন্তু তারা আরেকটি সড়ক হয়ে আবার আমার সামনে দিয়ে যায়। এবারও ছেলেটি বলে উঠলো "ওয়াও" কি চমৎকার। এবং পেছনে ফিরে আমার দিকে তাকালোও। আমি এবার তাকে ডাক দিলাম। এদিকে আসো।
আসতে জিজ্ঞেস করলাম "ওয়াও" কেন বলছো? প্রথমে ছেলেটি অস্বীকারের চেষ্টা করে। পরে স্বীকার করে যে "আমার চুল" দেখে তার ভালো লেগেছে। ছেলেটি রাজধানীর লালবাগে একটি স্কুলের ১০ শ্রেণিতে পড়ে। বাসার প্রতিবেশি ধানমন্ডির একটি কলেজের আরেক জনকে নিয়ে পার্কে ঘুরতে আসছে।
তাকে জিজ্ঞেস কলাম, এমনটি কেন করলে? সে বলে, ভালো লাগছে এটিও বলতে পারবো না? আমি বললাম, এটি ইভটিজিং তুমি জানো? সে বললো, মেয়ে হলে তো ইভটিজিং হতো। আপনি তো মেয়ে না। যাইহোক, ছেলেটি ও তার সাথে থাকা ছেলেটি, দু'জনে মেয়েলি কণ্ঠে কথা বলছে। এবং তাদের আচার-আচরণ ও হাত বলে দিচ্ছে তারা "গে*ই" সদস্য।
কারণ, এ ধরণের অভ্যাস ছাড়া সন্ধ্যার পর সাধারণত রমনাপার্কের ভেতরে কিছু অন্ধকার সড়কে লোকজন হাটে না। এরা বেশিরভাগ রাতে মাস্ক পড়ে পার্কে হাটে। এখন কথা হলো, এ ছোট্ট ছেলের সাহস দেখে আমি পুরোপুরি হতভম্ব। আর ভাবছি, ক্রমেই কতটা নিচের দিকে যাচ্ছি আমরা।
ছেলেটি শেষের দিকে ক্ষমা চাওয়ায়, কান ধরিয়ে স্বীকারোক্তি নিয়ে আনসার হাতে ছবি তুলে, আর কখনো এমন উদ্দেশ্য পার্কে না আসা শর্তে ছেড়ে দেই। তবে ছেড়ে দিতেই দেখি ছেলেটি অট্টহাসিতে ফেটে পড়ছে। বুঝলাম তারা স্বাভাবিক অবস্থায় নেই।
একটি বিষয় মনে রাখবেন, কেউ যদি হঠাৎ ছেলে থেকে মেয়েলি স্টাইলে কথা বলে তাকে যাচাই বাছাই করবেন। ডাক্তার দেখাবেন। আসলে সে কি হরমোনজনিত কারণে এমন আচরণ করছে, নাকি বিশেষ একটি গোষ্ঠীর সদস্য বা তাদের সাথে মিশে। কেন এমনটি বললাম, সেটি আরও একটু স্পষ্ট করি।
৫-৬ থেকে মাস আগে রমনাপার্কে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর সাথে দীর্ঘ আলাপ হয়। তাওহীদ নামের এ ছেলেটি পুরোপুরি মেয়েলি কণ্ঠে কথা বলেছিলো। জিজ্ঞেস করলাম, কণ্ঠ এমন কিভাবে হলো? সে জানালো তাওসিফ নামে একজনের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। সে নিজেকে সব সময় তাওসিফের (জিএফ) প্রেমিকা ভাবতো। আর এ ভাবনা থেকে সে মেয়েলি আচরণ শুরু করে। পরে আস্তে আস্তে তার কণ্ঠের শেফ পুরোপুরি মেয়েদের মত হয়ে যায়।
বিষয়টি যেন বিশ্বাস করতে পারছিলাম না। তার সাথে আলাপে আরও অনেক কিছুই জানতে পারি। যা এ স্বল্প সময়ে লেখা সম্ভব নয়।
তবে আজকে শাহজাহান নামে আরও একজনের সাথে এ পার্কে কথা হয়, যিনি চাকরি করেন অডিট অফিসে। বয়স ৫৫+। বাড়িতে ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ২ মেয়েকে বিবাহ দিয়েছেন। তার পুরোপরিবার গ্রামে থাকে। তিনি থাকেন ঝিগাতলা সরকারি কোয়াটারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজনের সাথে সম্পর্কের কথা স্বীকার করলেন মধ্যবয়সী এ সরকারি ককর্মকর্তা। তাদের সাথে এমন সম্পর্কের সুবাধে ঢাবির বেশ কয়েকটি হলেও তার যাতায়াত ছিলো।
আমি ঠিক জানি না, বিষয়টি নিয়ে লেখা ঠিক হচ্ছে কিনা। তবে যে হারে এ সব ঘটনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্রমস ছড়িয়ে পড়ছে তা আমি মনে করি অভিভাবকদের সচেতন হওয়া উচিত তাদের সন্তানের বিষয়ে। আর সে লক্ষ্যে আমার লেখা। পশ্চিমা এ অনাচার আমাদের সমাজ ব্যবস্থাকে ক্রমেই ধ্বংস করে দিচ্ছে। তবে, এ ঘৃণ কাজ যে, শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ে হয় তা নয়, দেশের বেশকিছু আবাসিক মাদ্রাসাতেও এধরণের অনাচারের ঘটনার কথা প্রায় শুনি।
আবারও বলছি, আমার লেখার মূল উদ্দেশ্য অভিভাবকদের সচেতন করা। সোশ্যাল মিডিয়ার এ যুগে পাশ্চাত্যের নোং'রা সংস্কৃতি ক্রমেই ছড়িয়ে পড়ছে। আমাদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত। এমন অপকর্মের জন্য আল্লাহ একটি গোষ্ঠীকে ধ্বং'স' করে দিয়েছিলেন।
~আব্দুল্লাহ আল নোমান
গণমাধ্যমকর্মী, ঢাকা।
স্বপ্নভঙ্গ: এক হতভাগ্য বুয়েটিয়ানের গল্প নাম: রেহান আহসান গ্রাম: নওগা সিএসই ০৯ ব্যাচ, বুয়েট। রোল নাম্বার ৩৮। এইচএসসি: ২০০৯, সিটি কলেজ এসএসসি: ২০০৭, গভ. ল্যাবরেটরি স্কুল। রেহান আহসান ভাইয়ের বোনের লেখা ব্লগ থেকেঃ ১৯৮৯ সালের ৯ ই সেপ্টেম্বর তাঁর জন্ম। পুরো নাম…
স্বপ্নভঙ্গ: এক হতভাগ্য বুয়েটিয়ানের গল্প নাম: রেহান আহসান গ্রাম: নওগা সিএসই ০৯ ব্যাচ, বুয়েট। রোল নাম্বার ৩৮। এইচএসসি: ২০০৯, সিটি কলেজ এসএসসি: ২০০৭, গভ. ল্যাবরেটরি স্কুল। রেহান আহসান ভাইয়ের বোনের লেখা ব্লগ থেকেঃ ১৯৮৯ সালের ৯ ই সেপ্টেম্বর তাঁর জন্ম। পুরো নাম…
কুরুলুস ওসমান বাংলা সাবটাইটেল
তুর্কি অনুবাদ এখানে সকল তুর্কি সিরিজ ও মুভি আপলোড করা হয়।
টেলিগ্রাম গ্রুপ লিংকঃ
https://t.me/BDASerieAll
সকল সিরিজ লিংকঃ
https://t.me/BDIAllSeri2071/810
পরিপূর্ন মুসলামান হওয়ার জন্য প্রয়োজন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আর এর জন্য আল্লাহ কি বলেছেন দেখুন- হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শক্র। (বাকারা : ২০৮)
Last updated 6 days, 22 hours ago