মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 11 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 2 months, 1 week ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 3 weeks, 1 day ago
দুর্ভোগ সে সালাত আদায়কারীদের,যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। [সূরা মাউন ৪-৫]
দুয়া ইবাদতের মগজ এবং রামাদান হলো দুয়া কবুলের মাস! এই যে ৬ টা শব্দ—"দুয়া - ইবাদতের - মগজ, রামাদান - দুয়ার - মাস"— এ ৬ টা শব্দ কি আমরা নিজেদের অন্তরে গেঁথে নিতে পারি?
দুয়া আমাদের অনেক বড় অস্ত্র! অথচ দুয়া করতে করতে আমরা দায়সারা হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। দুয়া করার শব্দ খুঁজে পাই না। শয়তান এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি হতাশ করতে চায় এই দোয়া নিয়ে।
ভুলটা করি যখন দোয়া কবুল হওয়ার বিষয়টা আমরা খুব একপেশে ভাবে দেখি। যেটা চাইছি, সেটা দুই হাতে পেয়ে যাওয়াই দোয়া কবুল হওয়ার একমাত্র রূপ নয়! বরং চাইতেই থাকি, হতে পারে আল্লাহ সেটা দুনিয়াতে আমাকে দিবেন না কারণ এতে আমার কল্যাণ নেই তবে, সেটার বিনিময়ে আল্লাহ আখিরাতে আরও ভালো কিছু দিবেন। অথবা সেটার বিপরীতে কোন বিপদ সরিয়ে দিবেন—এগুলো সবই দুয়া কবুলের বিভিন্ন রূপ!
আমার যদি হারাম উপার্জন না থাকে, দুয়া করার জন্য আল্লাহ দুই হাতে তুলিয়েছেন মানেই এই দুয়া কবুল!! আল্লাহর দরবারে পৌছে গেছে আমার আকুতি, আল্লাহ শুনে নিয়েছেন আমার আবদার। এবং তিন ভাবের কোন না কোন একভাবে তিনি এটা কবুল করেই নিবেন, বি'ইজনিল্লাহ। আমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেলেও আল্লাহ আমাকে দিতে দিতে ক্লান্ত হবেন না! তাই এই রামাদানকে সামনে রেখে নিজের দুয়া গুলোকে শক্তিশালী করছি তো?
🔸রসূল ﷺ বলেন, "রামাদানের প্রতি দিন এবং রাতে জাহান্নাম থেকে আল্লাহর কাছে বহু বান্দা মুক্তি প্রাপ্ত হয়ে থাকে। তাদের প্রত্যেক বান্দার দুয়া কবুল হয়ে থাকে, যা সে রমাদান মাসে করে থাকে।" (ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হাদিস নাম্বার ৭৪৫০)
🔸রসূল ﷺ আরো বলেন, ৩ ব্যক্তির দুয়া ফিরিয়ে দেওয়া হয় না : ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৫২)
🔸 কুরআনে রামাদান সম্পর্কে আয়াত পড়তে গেলে সূরা বাকারাহর ১৮৫, ১৮৬ এবং ১৮৭ আয়াত পড়তেই হয়। এখানে চমৎকার বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামীন দুইটি রমাদানের আয়াতের মাঝখানে ১৮৬ নাম্বার আয়াতটি সম্পূর্ণই দুয়া সংক্রান্ত রেখেছেন। সুবহানআল্লাহ যেন দুই রামাদানের আয়াতের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে দুয়ার আয়াত, আমাদেরকে উদ্বুদ্ধ করতে যেন আমরা দুয়ার প্রস্তুতি নিতে থাকি, রামাদানে আল্লাহর কাছে অন্তর খুলে ... মন খুলে দুয়া করতেই থাকি ....
আপনার কি কি প্রয়োজন আল্লাহর কাছে? একটার পর একটা পেশ করুন, আল্লাহকে মন খুলে বলুন "ইয়া রব! আমার মনে শান্তি লাগবে, আপনি আমাকে শান্তি দিন। আল্লাহ আমার আপনার ঘর দেখার অনেক ইচ্ছা, আমাকে মক্কা এবং মদিনাতে নিয়ে যান ... আল্লাহ আমার একটা নেক সন্তানের অনেক ইচ্ছা আপনি যদি বলেন "কুন ফায়াকুন" তাহলেই তো সব হয়ে যায় ...." এভাবে বলতেই থাকুন ... দুয়া করতেই থাকুন ... চাইতেই থাকুন ... একদম থামবেন না।
🔸 আমাদের রামাদানের প্রস্তুতির জন্য অন্যতম করণীয় অ্যাকশন প্ল্যান হচ্ছে দুয়ার একটা লিস্ট বানিয়ে ফেলা। আমি আপনাদের সাথে একটা স্যাম্পল দুয়ার লিস্ট শেয়ার করছি, এটা দেখে আপনারা নিজস্ব দুয়ার লিস্ট বানিয়ে নিতে পারেন:
📍 Sample দুয়ার লিস্ট
https://docs.google.com/document/d/1cCredlbIutTRQgUGBfWq-0kQ-eydN332aDQwCBfJqfI/edit?usp=sharing
🔸 তাহলে এবার আপনার শা'বান মাসের কার্যক্রমগুলোর সাথে এড করে নিন যে, আপনি আগামী ৩ দিনের মধ্যে নিজের জন্য একটা দুয়ার লিস্ট তৈরি করে ফেলবেন। এবং শা'বান মাস জুড়ে সেই দুয়ার লিস্টটা দেখে দেখে দৈনিক ১ বার হলেও দুয়া করার প্র্যাকটিস করবেন।
তাহলে আমাদের স্যাম্পল শা'বান মাসের কর্ম তালিকা এরকম হতে থাকবে —
🌻 এই শাবান মাসে আমি—
১। আমার নামাজের ব্যাপারে আরো মনোযোগী হব।
২। শাবান মাসে প্রতিদিন ৩০ মিনিট করে কুরআন তিলাওয়াতের অভ্যাস করব।
৩। এই শাবান মাসে আমি আগের ভাংতি রোজা গুলো রেখে শেষ করে ফেলব।
৪। রামাদানের আগের এই ১ মাস জুড়ে আমি নিয়মিত ইস্তিগফারের অভ্যাস করব এবং অন্তর থেকে কানেক্ট করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে ১০০ বার করে ক্ষমা চাইবো।
৫। আগামী ৩ দিনের মধ্যে নিজের জন্য দুয়ার লিস্ট তৈরি করে ফেলব এবং সন্ধ্যার আগে আগে দুয়ার লিস্ট দেখে দোয়া গুলো করার প্র্যাকটিস শুরু করব (যেন রামাদানের সময় ইফতারের আগে দৈনিক দোয়া করার আমল টা ছুটে না যায়)
📍 এবং আপনার খাতায় দুয়ার অংশটা যুক্ত করে লিখে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে জানিয়ে দিন।
("রামাদান রেডি" সিরিজ লেখায় আপনাকে স্বাগতম! প্রতি পর্বে থাকবে একটা করে রামাদান রিমাইন্ডার এবং একটা করে রামাদান অ্যাকশন প্ল্যান! আপনি যদি পুরো মাস জুড়ে এই আমলগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ ২০২৪ এর রমাদানের আগে পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবেন বলে আশা করি।)
রামাদান রেডি (পর্ব ৩)
শারিন শফি অদ্রিতা
আগের পর্ব
যে নারী বোরকা পরেও আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, 'আমাকে দেখতে সুন্দর লাগছে তো! বাইরে গেলে আমাকে ভালো লাগবে তো!' সে এখনো বেপর্দাই রয়ে গেল।
বই: পর্দা গাইডলাইন
• আকর্ষণীয় পর্দা
• হায়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন
• বোনেরা ফেইসবুকে ছবি দেওয়ার আগে দশবার ভাবুন
• বোনদের জন্য গুরুত্বপূর্ণ
"পবিত্র কুরআনে আম্বিয়ায়ে কেরাম [আ.] এর যে ঘটনাবলী বর্ণিত হয়েছে তার উদ্দেশ্য হল উপদেশ গ্রহণ করা। পরবর্তীতে যারা এসব ঘটনাবলী জানবে তারা সতর্ক হতে পারবে। হযরত আদম [আ.] এর এ ঘটনা বর্ণনার পর আদম সন্তানদেরকে সম্বোধন করে শয়তানের শত্রুতা সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়েছে।
.
এরশাদ হয়েছে: হে বনী আদম, তোমরা তোমাদের আদি পিতার ঘটনা শ্রবণ করেছ অতএব, সতর্ক হও এবং সকল অবস্থায় এবং সকল কাজে ও কথায় শয়তানের ধোঁকাবাজি থেকে সাবধান থাক। তোমাদের আদি পিতা-মাতা আদম ও হাওয়াকে এই ইবলিস শয়তানই জান্নাতচ্যুত করেছে, তাঁদের জান্নাতী পোশাক তাঁদের দেহ থেকে সরিয়েছে। অতএব, মনে রেখো শয়তান তোমাদের পৈত্রিক শত্রু।
.
তার সম্পর্কে সর্বদা সতর্ক থাকা তোমাদের একান্ত কর্তব্য। ইবলিস শয়তান এবং তার দল তোমাদেরকে এভাবে দেখতে পায় যে, তোমরা তাদেরকে দেখতে পাও না। এজন্য তার আক্রমণ থেকে আত্মরক্ষা করা অত্যন্ত কঠিন। এমন অবস্থায় সর্বশক্তিমান আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করা এবং তাঁর সাহায্য-ধন্য হওয়াই আত্মরক্ষা করার একমাত্র নির্ভরযোগ্য উপায়"।
.
~মাওলানা মো. আমিনুল ইসলাম [রাহ.]
.
[ তফসীরে নূরুল কোরআন: ৮/১৯১] p: 966
কান্নাকাটি করে আন্তরিকভাবে তাওবাহ্ করার পর যে 'স্বর্গীয়' একটা অনুভূতি তৈরি হয়, এটা পৃথিবীর সব সম্পদের বিনিময়েও পাওয়া সম্ভব নয়। আল্লাহ্ আমাদের এভাবেই বানিয়েছেন যে, আমরা শয়তানের প্ররোচনায় গোনাহ করি ঠিকই, কিন্তু এই গোনাহের মাধ্যমে মানসিক তৃপ্তি পাই না কখনো; হয়ত কিছুটা ফূর্তি হাসিল হয় সাময়িক সময়ের জন্য।
যখন আমরা তাওবাহ করে পবিত্র একটা মন নিয়ে দিনাতিপাত করব, তখন আমাদের মধ্যে কখনো কোনো কিছু হারানোর ভয় থাকবে না। কারণ আমরা জানি,
"আন্তরিকভাবে তাওবাহকারী ব্যক্তি এমন, যেন সে গোনাহই করেনি।" [ইবনে মাজাহ ৪০৩৪]
এমতাবস্থায় দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য আমাদের টানবে না। বরং মনে মনে এটা আকাঙ্ক্ষা করবো, যদি ঠিক এই অবস্থায়ই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি (মৃত্যুবরণ করতে পারি) তবে তো আমার খোশ-নসিব! আমি অন্তত আশাবাদী হতে পারব।
©Dawah
কুরআনিক দু'আ-৪
رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّ اَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ وَ اجْعَلْ لِّیْ لِسَانَ صِدْقٍ فِی الْاٰخِرِیْنَ واجْعَلْنِیْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِیْمِ.
হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন, আমাকে সুখময় জান্নাতের অধিবাসীদের অন্তভুর্ক্ত করুন।[সূরা শুআরা ৮৩-৮৫]
ধরুন আপনি আল্লাহ রাব্বুল আলামীনের সামনে নিজেকে পেশ করতে যাচ্ছেন, অথচ গায়ের কাপড়টা একদম নোংরা হয়ে আছে, এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অন্তরের ভিতরটা পূর্বের গুনাহর প্রভাব থেকে একদম কালো কুচকুচে হয়ে আছে...... কেমন লাগবে তখন?
নিশ্চয়ই ভালো লাগবে না! ভালো লাগার কারণই নেই। সেজন্য রামাদানের মত প্রিয় মেহমান আসার সময়কালে আমরা আল্লাহর কাছে নিজেকে সর্বোচ্চ সুন্দরভাবে পেশ করতে চাই। এবং এই মর্মে নিজেকে প্রস্তুত করার একটা অন্যতম সহজ উপায় হচ্ছে: এখন থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা অভ্যাস তৈরি করা।
অর্থাৎ শা'বান মাস থেকেই, এখন থেকেই আপনি যদি নিয়মিত ইস্তেগফার করার একটা অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে রমাদানে আরো আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন ইন শা আল্লাহ।
🔸 আমরা কিন্তু জানি রামাদান হচ্ছে নিজের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে নিয়ে আল্লাহর রহমত পেয়ে সৌভাগ্য লাভের মাস। রসূল ﷺ বলেন,
"যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রমযানের সিয়াম রাখে, তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যায়। [বুখারি হাদিস নং ৩৫]
• রসূল ﷺ বলেন,
"যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রামাদানে রাতের নামাজ আদায় করবে। তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যাবে। [বুখারি হাদিস নং: ৩৭]
• রসূল ﷺ আরও বলেন,
"যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ক্বিয়ামুল লাইল করবে ঈমান ও ইহতিছাবের সাথে (আন্তরিকতা এবং ক্ষমা পাওয়ার আশা সহকারে), আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন।" [বুখারি, হাদিস নং: ২০১৪]
📍 এই গুনাহ মাফের সুবর্ণ সুযোগ রামাদানে যে হারাবে, সে কতই না বঞ্চিত হবে! তাই এখন থেকেই আপনি নিয়মিত ১০ বার/ ৫০ বার/ ১০০ বার+ যে যতটা পারেন, দৈনিক ইস্তিগফার করার রুটিন শুরু করেন রামাদানের প্রস্তুতি হিসেবে, তাহলে ইনশাআল্লাহ রামাদানে গাফেলতি আসবে না।
গতকাল আমরা শাবান মাসের তিনটা কাজ আইডেন্টিফাই করতে বলেছিলাম। তিনটা কাজের সাথে এবার ইস্তেগফারকে যুক্ত করে দিন।
📍তাহলে স্যাম্পল রামাদান প্রস্তুতির কর্ম তালিকা হবে এমন—
■ এই শাবান মাসে আমি—
১) আমার নামাজের ব্যাপারে আরো মনোযোগী হব।
২) শাবান মাসে প্রতিদিন ৩০ মিনিট করে কুরআন তিলাওয়াতের অভ্যাস করব।
৩) এই শাবান মাসে আমি আগের ভাংতি রোজা গুলো রেখে শেষ করে ফেলব।
৪) রামাদানের আগের এই ১ মাস জুড়ে আমি নিয়মিত ইস্তিগফারের অভ্যাস করব এবং অন্তর থেকে কানেক্ট করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে ১০০ বার করে ক্ষমা চাইবো।
এবং আপনার খাতায় ইস্তেগফারের অংশটা যুক্ত করে লিখে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে জানিয়ে দিন।
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম! আমাদের কাউকেই যেন কুচকুচে কালো অন্তর নিয়ে রামাদানের প্রবেশ করতে না হয়। আমিন।
🍀 নোটবুকের আলাদা কিছু জায়গা এই ৩০ দিনের আমল প্র্যাকটিসের জন্য ঠিক করে রাখুন। প্রতিদিনের টাস্ক সেখানেই টুকে রাখবেন, আমল করবেন, লিখবেন। নিজেকে যাচাই করবেন। তাহলে এ বছর রামাদান শুরুর আগেই আপনার জন্য একটা ভালো গাইডলাইন তৈরি হয়ে যাবে আশা করি, ইনশাআল্লাহ।
রামাদান রেডি (পর্ব ২)
শারিন শফি অদ্রিতা
• রমাদান রেডি পর্ব-১ (আমল মুখী রমাদান)
নতুন অনেকেই দ্বীনের পথে আসছে, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আনন্দের। আল্লাহতায়ালা তাদের হেদায়েতের উপর অটল রাখুন।
.
আপনি তো অনেক আগেই দ্বীনের পথে এসেছেন, তাই না? আপনি দ্বীনের পথে আসার পর থেকে এখন পর্যন্ত অগ্রগতি কতটুকু হয়েছে? দ্বীনের পথে আসার পর আপনি কতটুকু সামনে এগিয়ে গেছেন?
কেউ দ্বীনের বুঝ পেয়েছে আর জান্নাতে চলে যাবে ব্যাপারটা কি এমন? আলাদা করে তার আর কিছু করা লাগবে না? নাকি করার আছে কিছু?
কুরআন তিলাওয়াত সহিহ আছে?
নিজেরটা নিজে ইউটিউব থেকে ঠিক করে সহিহ ভাবছেন নাকি কোনো একজন আলেমকে শুনিয়ে নিশ্চিত হয়েছেন?
আসুন, আগে নিজের হিসাবটা নিজে নেই। ২:৮৫ তে আল্লাহর দেয়া হুঁশিয়ারি থেকে নিজেকে ও নিজেদের পরিবারকে বাঁচাই।
— Abu Sufian
পবিত্র কুরআনে আম্বিয়া আলাইহিমুস সালাম-এর দু'আ: পর্ব ৩:
✅ হযরত হুদ আ.-এর দু'আ
হযরত হূদ আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সঙ্গে তাঁর কওমকে হেদায়াতের দিকে আহ্বান করেছিলেন। তাঁর কথায় ওরা কর্ণপাত না করায় তিনি তাদেরকে আল্লাহ পাকের শাস্তির ভয় দেখান। কিন্তু তাঁর সম্প্রদায় আরও ঔদ্ধত্য প্রদর্শন করে তাঁকে মিথ্যাবাদী বলল। তখন হযরত হূদ আ. আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করে বলেন,
رَبِّ انْصُرْنِیْ بِمَا كَذَّبُوْنِ.
হে আমার রব, তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করছে। সুতরাং আপনি আমার সাহায্য করুন। [সূরা মুমিনূন ৩৯]
সূরা মুমিনূনের ছাব্বিশতম আয়াত থেকে বুঝা যায়, এই দু'আখানি হযরত নূহ আ.-ও করেছিলেন।
● জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আপনাকে মিথ্যা অপবাদ দেয়া হয় কিংবা যেকোনো কষ্টকর অবস্থা বিশেষ করে আপনি মিথ্যার বিরুদ্ধে লড়তে হচ্ছে ; এমন সময় এ দুআটা পড়তে পারেন ইন শা আল্লাহ। তাছাড়া সাধারণ সময়েও পড়তে পারেন।
©Hope
মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।
Last updated 1 year, 11 months ago
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Last updated 2 months, 1 week ago
ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in
Last updated 3 weeks, 1 day ago