FromMuslims - ফ্রম মুসলিমস্

Description
ওয়েবসাইট:
https://www.frommuslims.com

[ফ্রম মুসলিমস্ এর অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল]
We recommend to visit

মুসলিমদের উপর অত্যাচার

এটি DOAM ( @doamuslims ) পেজের অফিসিয়াল বাংলা টেলিগ্রাম চ্যানেল। প্রয়োজনে যোগাযোগ @doambn_bot

Documenting Oppression Against Muslims (DOAM). Official Bangla Telegram Channel of DOAM.

Last updated 5 months, 3 weeks ago

Physician | Author | Dreamer

Last updated 6 months, 1 week ago

আমার ভাইয়ের রক্ত
বৃথা যেতে দিব না।

আবু সাঈদের রক্ত,
বৃথা যেতে পারেনা।

Last updated 6 months ago

6 months, 3 weeks ago

রামাদানের প্রস্তুতি ১০আল্লাহ ﷻ কুরআনে আমাদের অনেক দোয়া শিখিয়েছেন। আমরা কি সেসব জানি? অর্থ জানি সেসব দোয়ার? ব্যাখ্যা?আল্লাহর রাসূল ﷺ এর করা দোয়াগুলো কি আমরা খেয়াল করে পড়েছি?

আবূ হুরায়রাহ رضي الله عنهم থেকে বর্ণিত। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ

"অন্য সব নবীদের চাইতে আমাকে ছয়টি বিশেষ মর্যাদা দান করা হয়েছে। আমাকে সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক কথা বলার ক্ষমতা দেয়া হয়েছে।....."

(আল বুখারী ও মুসলিম)

কুরআনে আসা দোয়াগুলো তো অবশ্যই অপূর্ব সুন্দর। সেই সাথে আল্লাহর রাসূল ﷺ আমাদেরকে অপূর্ব সব দোয়া শিখিয়ে গিয়েছেন। অল্প কথায়, অনেক গভীর অর্থ বহন করে এমন দোয়া। আমরা বেশিরভাগ দোয়াগুলো জানি না। যা জানি তার অর্থ জানিনা। অর্থ পড়লেও ব্যাখ্যা সেভাবে পড়া হয় না।

রামাদান আসার আগের এই কয়েকমাস আমরা কুরআন ও সুন্নাহে বর্ণিত দোয়াগুলো নিয়ে পড়ালেখা করতে পারি। কিভাবে?

*▫️*যথাসাধ্য মুখস্থ করতে পারি।

▫️অর্থ দেখতে পারি।

▫️ব্যাখ্যা পড়তে পারি।**

যখন রামাদান আসবে (এবং তার আগে থেকে), আমরা চেষ্টা করতে পারি সেসব দোয়া সালাতে পড়ার, সাজদায়, সালাম ফিরানোর আগে। নিজেদের ব্যক্তিগত দোয়ার সময়ও পড়তে পারি। দোয়া এমনিতেই ইবাদত। তার ওপর যদি কুরআন ও সুন্নাহের থেকে নেয়া দোয়া হয়?

কতই না সুন্দর অভ্যাস!

উস্তাযা নায়লা নুযহাত
রমাদান প্রস্তুতি-১
রমাদান প্রস্তুতি-২
রমাদান প্রস্তুতি-৩
রমাদান প্রস্তুতি-৪
রমাদান প্রস্তুতি-৫
রমাদান প্রস্তুতি-৬
রমাদান প্রস্তুতি-৭
রমাদান প্রস্তুতি-৮
রমাদান প্রস্তুতি-৯

6 months, 3 weeks ago

যেসব টপিকে শাহবাগীরা বাঙালি ১. মুসলমান ২. মুক্তিযুদ্ধ ৩. বিহারি ৪. পাকিস্তান ৫. ঈদ, রোজা ৬. পহেলা বৈশাখ ৭. রোহিঙ্গা ৮. পশ্চিমবঙ্গ যেসব টপিকে শাহবাগিরা মানুষ ১. উপজাতি ২. ওয়েস্টার্ন জামা-কাপড়, মিউজিক ও ফাস্ট ফুড ৩. থার্টি ফার্স্ট নাইট ৪. বলিউড ©️ রাইট…

6 months, 3 weeks ago

যেসব টপিকে শাহবাগীরা বাঙালি

  1. মুসলমান
  2. মুক্তিযুদ্ধ
  3. বিহারি
  4. পাকিস্তান
  5. ঈদ, রোজা
  6. পহেলা বৈশাখ
  7. রোহিঙ্গা
  8. পশ্চিমবঙ্গ

যেসব টপিকে শাহবাগিরা মানুষ

  1. উপজাতি
  2. ওয়েস্টার্ন জামা-কাপড়, মিউজিক ও ফাস্ট ফুড
  3. থার্টি ফার্স্ট নাইট
  4. বলিউড

©️ রাইট বললেন

9 months, 1 week ago
FromMuslims - ফ্রম মুসলিমস্
9 months, 3 weeks ago
9 months, 3 weeks ago

বিপ্লব। নেশাধরানো একটা শব্দ। আগুনের হলকায় যেন ছাই করে দিতে মন চায় সবকিছু! যেন প্রবল কোনো সাইক্লোনে উড়িয়ে দেবে যতো মিথ্যে, যতো জঞ্জাল, যতো উদ্ভট আবর্জনাদের দঙ্গল! বিপ্লব তো টাইফুন, সুনামি আর ভূমিকম্পের এক রাগমেশানো ককটেল!
.
কবি নবারুণ ভট্টাচার্যের "একটা ফুলকির জন্যে" কবিতাটার খুব চল দেখা যায় বিপ্লবের এই আগুনকে ফুটিয়ে তোলার জন্য। সন্দেহ নেই, কবির কথাগুলো বিপ্লবের মতোই দারুণ!
.
"একটা কথায় ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে
সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে
-----------------
--------------------
একটা কুঁড়ি বারুদগন্ধে মাতাল করে ফুটবে কবে
সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে।"
.
সেই ভীষণ রাগে যুদ্ধের এক বারুদ আজ ফুটছে সমগ্র বিশ্বজুড়ে। এই বারুদের রাগে ভস্মীভূত হচ্ছে সমগ্র মধ্যপ্রাচ্য। পবিত্র ভূমি জুড়ে রয়েছে তার সবটুকুতে। এই রাগ, এই আগুন আসবে এদিকেও। ঠিক যেভাবে চিন্তাপরাধ এর শেষ পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে ভবিষ্যতের সেই চিত্র। শুধু চিত্রই দেওয়া হয়নি, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে করণীয়ের আলাপ।
.
"মুসলিম হিসেবে আমাদের শিক্ষা নেয়া উচিত ইতিহাস এবং চলমান ঘটনাপ্রবাহ থেকে। পশ্চিমকে খুশি করা আর তাদের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা অর্থহীন, জাতিসংঘ এবং 'আন্তর্জাতিক সম্প্রদায়ের' ওপর ভরসা করা নিরেট পাগলামি।
.
এসব বাদ দিয়ে এখন সময় এসেছে সম্পূর্ণভাবে দ্বীনে ফিরে আসার। সময় এসেছে পশ্চিমা দর্শন আর তন্ত্রমন্ত্রের অন্ধকার অলিগলিতে দিগভ্রান্তের মতো না ঘুরে পরিপূর্ণভাবে বিশুদ্ধ তাওহীদের শিক্ষা আত্মস্থ করার।
.
অন্যসব ঠুনকো পরিচয়কে ছুড়ে ফেলে দিয়ে আমাদের মুসলিম পরিচয়কে আঁকড়ে ধরতে হবে। সেইসাথে ইসলামকে বুঝতে এবং পালন করতে হবে, যেভাবে বুঝেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম, কুরআনের প্রজন্ম—রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীগণ (রাদ্বিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন)।
.
সেই সাথে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কীভাবে আমরা এ আগ্রাসনের প্রতিরোধ করব। সময় ফুরিয়ে যাবার আগেই চোখ থেকে পশ্চিমা ঠুলি সরিয়ে আমাদের খুঁজতে হবে শ্বেতসন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অগ্রবর্তী বাহিনীকে। আমাদের বুঝতে হবে আগ্রাসী শত্রুর বিরুদ্ধে কারা আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। দিগন্তে কালো মেঘ জমতে শুরু করেছে আর মাটিকে গ্রাস করে নিচ্ছে শ্বেতসন্ত্রাসের ছায়া।"
.
পাঠক, এই মহাযুদ্ধের মহা আবেদনকে আপনি আত্মস্থ করতে পেরেছেন তো? সময় কিন্তু নিকটবর্তী!
.
চিন্তাপরাধ
যুদ্ধ

1 year ago

আলহামদুলিল্লাহ্

1 year ago

জালেম শাসকের সামনে সত্য তুলে ধরা

— আলী হাসান তৈয়ব

সম্পাদনা: ডঃ আবু বকর মুহাম্মদ যাকারিয়া হাফিঃ

1 year ago

শহীদ : যে ব্যক্তি মুশরিকদের হাতে নিহত হয়েছে, যাকে যুদ্ধের ময়দানে আঘাতের চিহ্নসহ পাওয়া গেছে, অথবা মুসলমানদের দ্বারা অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং তার হত্যার জন্য কোন রক্তপন দেয়া হয়নি। তাকে কাফন পরানো হবে এবং জানাযা করা হয়, কিন্তু গোসল দেয়া হবে না।

الشَّهِيدُ : مَنْ قَتَلَهُ المُشْرِكُونَ، أو وُجِدَ في المَعْرَكَةِ َوبِهِ أَثَرٌ، أو قَتَلَهُ المُسلِمُونَ ظُلْماً وَلَمْ يَجِبْ بِقَتْلِهِ دِيَةٌ، فَيُكَفَّنُ ويُصَلَّى عَلَيْهِ ولا يُغَسَّلُ.

[ হেদায়া, বুরহানুদ্দীন মারগীনানী ১/৯২ ]

✒️ MD Nur Habib

1 year ago

যদি আপনার প্রতি অন্যায় করা হয়, তাহলে লোকদের নিজের দিকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা।

হজরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি বললো: আল্লাহর রাসূল! আমার একজন প্রতিবেশী আছে যে কিনা আমাকে হয়রানি করে। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: যাও, তোমার জিনিসপত্র (ঘর থেকে) বের করে নিয়ে যাও এবং রাস্তায় ফেলে (রেখে) দাও। লোকেরা তার (অর্থাৎ, ব্যক্তির) কাছে এসে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? তিনি বললেন: আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে বিষয়টি উল্লেখ করলাম এবং তিনি আমাকে নির্দেশ দিলেন, “যাও এবং তোমার জিনিসপত্র (ঘর থেকে) বের করে রাস্তায় ফেলে দাও।” লোকেরা তা শুনে বলতে লাগলেন: আল্লাহ তাকে (প্রতিবেশীকে) লানত করুন, আল্লাহ তাকে লাঞ্ছিত করুন। এ খবর প্রতিবেশীর কাছে পৌঁছলে সে তার কাছে এসে বললো: তুমি তোমার ঘরে ফিরে যাও, আল্লাহর শপথ করে বলছি, তোমাকে কখনো কষ্ট দেব না।

[আদাবুল মুফরাদ: ১২৪]

بَابُ شِكَايَةِ الْجَارِ
অধ্যায়: প্রতিবেশীর ব্যাপারে অভিযোগের বর্ণনা।

শায়খ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদীস থেকে যুক্তি দেন যে, কিছু ক্ষেত্রে কাউকে নির্দিষ্ট করে লানত (অভিশাপ) দেওয়া জায়েজ।

শায়খ ইরশাদুল হাক্ব আছরী হাফিজাহুল্লাহ'কে মিছিল-বিক্ষোভের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই হাদীসটি উল্লেখ করেন এবং এর বৈধতার দিকে ইঙ্গিত করেন, যদিও বৈধতার অর্থ জান-মাল, সম্পত্তির ক্ষতি করা নয়।, তবে নিজের দাবির প্রতি অন্যের আকর্ষণ আকৃষ্ট করতে এই ধরনের পদ্ধতির কিছু যৌক্তিকতা রয়েছে।

মুফতি আব্দুস সাত্তার হাম্মাদ (রহ.) এই হাদীস থেকে যুক্তি দেন যে, বৈধ দাবিগুলির জন্য প্রতিবাদ জায়েজ।

আর আল্লাহই ভালো জানেন।

✒️ D.M. Nazmus Sadat

We recommend to visit

মুসলিমদের উপর অত্যাচার

এটি DOAM ( @doamuslims ) পেজের অফিসিয়াল বাংলা টেলিগ্রাম চ্যানেল। প্রয়োজনে যোগাযোগ @doambn_bot

Documenting Oppression Against Muslims (DOAM). Official Bangla Telegram Channel of DOAM.

Last updated 5 months, 3 weeks ago

Physician | Author | Dreamer

Last updated 6 months, 1 week ago

আমার ভাইয়ের রক্ত
বৃথা যেতে দিব না।

আবু সাঈদের রক্ত,
বৃথা যেতে পারেনা।

Last updated 6 months ago