Dive into the Ultimate Free Library: Your One-Stop Hub for Entertainment!

Tasawwuf - তাসাউফ

Description
তাসাউফ সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি উদ্যোগ।এটি কোনো দল,গোষ্ঠী বা সংগঠন, কারো সাথে যুক্ত না।তাসাউফ ,আমাদের সমাজে ছড়িয়ে পড়া অশ্লীলতা,বিশেষ করে পর্নোগ্রাফির ভয়াবতা সম্পর্কে সচেতনা সৃষ্টির একটি প্ল্যাটফর্ম মাত্র।
🔘 FB: www.facebook.com/tasawwufofficial
Advertising
We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 2 months ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 6 days, 17 hours ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 1 day, 8 hours ago

1 day, 9 hours ago

@OnlineSadaqahBox এর কুরবানী প্রজেক্ট শরীক হয়েছেন তো...?

❤️শরীক হতেঃ 01889333859 (নগদ,বিকাশ,রকেট, উপায়)

➡️কেন সাদাকাহ পাঠাবেন জানতেঃ আমাকে এবং আমাকে ক্লিক করুন

আমাদের প্রজেক্ট সম্পর্কে জানতে @OnlineSadaqahBox এ ট্যুর দিয়ে আসেবেন ইনশাআল্লাহ

1 day, 18 hours ago
2 days ago

কাজের বুয়াকে মাঝেমাঝে টুকিটাকি জিনিস দেই, সাধ্যানুযায়ী আরকি। নতুন, পুরাতন, আমাদের ইচ্ছা বা তার চাহিদা। শেষবার তার গ্রামের বাড়ী যাওয়ার সময় তার ব্যাগ দরকার। আমার স্ত্রী তাকে ২/৩ টা অব্যবহৃত ব্যাগ দিল।

স্ত্রীকে জিজ্ঞেস করলাম, বুয়া খুশি হয়েছে? ও বললো, জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করলাম, কেন?
জিজ্ঞেস করলে সে একটা বাঁকা উত্তর দিবে, তাই জিজ্ঞেস করিনি। কথাটা আসলে মোটামুটি সঠিক। কয়েকটা উদাহরণ দিচ্ছিঃ

১। বুয়া বললো, "ভাবী, আমার মেয়ে মীনা স্কার্ফ পরতে চায়। একটা স্কার্ফ থাকলে দিয়েন।"
মীনার বয়স ৬ বছরের মত। বাচ্চা মানুষ, আবদার করেছে। আমরা পারিবারিক শপিং সারার সময় মীনার জন্য একটা স্কার্ফও নিলাম।
আমার স্ত্রী পরদিন জিজ্ঞেস করল," মীনার পছন্দ হয়েছে?"
বুয়া বললো, "না ভাবী, ও ঝলমল আয়নাওয়ালা স্কার্ফ চায়।"
মনটা খারাপ হয়ে গেল।

২। বুয়ার বিছানার চাদর নষ্ট হয়ে গেছে। আম্মাকে বলাতে আম্মা একটা চাদর দিল। আম্মা আমার সাথে গল্প করতে করতে বললো, কেমন মেয়ে, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না।

৩। ঈদে কাপড় দেয়া হল। সে বললো, "কাপড়ের কি দরকার? টাকাটা দিয়ে দিলেই বেশি ভাল হত।
ইফতার দেয়ার সময়ও সে ইফতার নেয় নি। বললো, " টাকা দেন।" ফিতরার সময়ও সে চাল নিবে না। আমি আর টাকা দেইনি। তো এরকমই। কখনো সে রিসিভ করে সন্তুষ্টিটা দেখায় না।

এই রং ভাল লাগে না,কাপড় দিলেন কেন? চাদরের নকশা সুন্দর না, এরকমই বলতে থাকে। এরকম শোকর না করার কারণে আমার মা ও স্ত্রী দু'জনই ওকে আর তেমন কিছু আগ বাড়িয়ে দিতে চায় না।
আমি বললাম, "হয়তো সত্যিই আমাদের দেয়া উপহার ওর পছন্দ হয়না।"

আমার স্ত্রী বললো, "এজন্য কিছু দিতে ইচ্ছে করে না। নতুন হোক, পুরাতন হোক,কখনো হাসিমুখে গ্রহণ করে না। তাই দিতে ইচ্ছে করে না। হাসিমুখে গ্রহণ করলে দিতে ভাল লাগে, দিতে ইচ্ছে করে। কিছু জিনিসে ওর উপকার হলে, আমার তো ক্ষতি নেই।"

তখন ভাবলাম, আসলেই ঠিক। তুমি দেখ, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কত কত উপহার প্রতিদিন আমরা ভোগ করছি! পানি, বাতাস, খাদ্য, বাসস্থান, সুস্বাস্থ!

অথচ আমরা সেগুলোর জন্য কি আল্লাহর কাছে পর্যাপ্ত শোকর করি!

আমরা বলি, বাসাটা বড় না, অথচ রাস্তায়ও অনেক মানুষ আছে। বলি, শরীরটা ভাল না, সর্দি কাশি লেগেই থাকে, অথচ কত মানুষ ক্যান্সার ব্যাধিতে ভুগছেন! বলি, শহরটা বসবাসের অনুপোযুক্ত। অথচ সিরিয়া, লেবানন সারাবছর যুদ্ধের মধ্যে টিকে আছে। আয় পর্যাপ্ত না, অথচ এর থেকেও দিন আনে দিন খায় মানুষের সংখ্যা অগণিত। বলি, "মানুষ আমাকে পছন্দ করে না, অথচ কত জনই আমাকে ভালবাসে। বলি, ভুল সময়ে সন্তান নিলাম, অথচ কত মানুষ নিঃসন্তান।

আমি আর আমার স্ত্রী নিজেদের একটা প্রশ্নের মুখোমুখি দাড় করালামঃ "শোকর গুজারের ক্ষেত্রে আমরা কি বুয়ার চেয়ে খুব ভাল?" যদি ভাল না হই, তাহলে আল্লাহ কেন আমাদের দিতে চাইবেন? আর শোকর করলে আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? আর শোকর করতে চাইলে এটাইতো যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই আল্লাহ দিবেন হিসাব ছাড়া দিবেন।

1 week, 1 day ago

যে সমস্ত যুবক অবিবাহিত থাকে তারা তিন প্রকার রোগে আক্রান্ত হয়ঃ

১) বীর্যবন্ধক রোগ —

বীর্য বহুদিন পর্যন্ত আবদ্ধ থাকলে, তার বিষক্রিয়া মস্তিষ্ক পর্যন্ত উঠে।
মুহাম্মদ ইবনে যাকারিয়া (রাযী.) বলেন— আমি এমন এক সম্প্রদায়কে জানি যারা বীর্যবান ছিল। তারা দার্শনিক হয়ে সহবাস বাদ দেওয়ায় তাদের দেহ শুকিয়ে যায় এবং হজমে গোলমাল দেখা দেয়। সহবাস করে না আমি এমন এক ব্যক্তিকে দেখেছি যে তার পানাহারের কোন ইচ্ছা ছিল না। জোর যবরদস্তী খেয়ে বসলেও সামান্য কিছু খেয়ে উঠে যেত এবং যা খেত তাও বমি করে ফেলে দিত অথবা হজম হত না। তাকে স্ত্রী সহবাস করার উপদেশ দেওয়া হল। কয়েক দিনের মধ্যেই তার অবস্থা স্বাভাবিক হয়ে উঠল।

২) যে বিষয় হতে বিরত থাকা পরিশেষে সেই বিষয়েই
মাত্রাধিক আসক্তি —

সূফীদের অনেকেই বিবাহ করা হতে বিরত ছিল। পরে বিবাহ করে মাত্রাধিক সহবাস করার ফলে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দুনিয়া হতে যত পলায়ন করেছিল তার চেয়ে অধিক আসক্ত হয়ে পড়েছিল।

৩) যুবকদের সহচর্যে থাকে —

অর্থাৎ এরা বিবাহ করে না ফলে তাদের মধ্যে কেউ কেউ এমন এক পর্যায়ে পৌঁছে যে— আত্মসংরক্ষণ করতে না পেরে দাঁড়ি মোঁচবিহীন ছেলেদের সাথে কুকর্ম করিয়া দ্বীন-দুনিয়া উভয়কেই ক্ষতিগ্রস্ত করে।

বইঃ তালবীসে ইবলিস (শয়তানের ধোঁকা), আল্লামা ইবনুল জাওযি (রহ.), পৃষ্ঠা ১৯৬, দারুল আরকাম

~মাশওয়ারা

🟢বিষয়ঃ কাকে বিয়ে করবেন?

🟢"ইয়া রাসূলুল্লাহ, আমাকে হারাম সম্পর্ক (যিনা) করার অনুমতি দিন"

1 week, 2 days ago

“চোরাবালি” (শেষ পর্ব)

আসসালামু-আলাইকুম।

আমি এনামুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ তৃতীয় বর্ষে পড়ছি। সৃষ্টিকর্তা
মহান আল্লাহর কসম আমি একটা মিথ্যা কথাও এখানে বলব না, পুরোটাই আমার এবং পরিচিতজনদের সাথে ঘটে যাওয়া বাস্তবতা। এখন আমার বয়স বিশের এর কাছাকাছি কিন্তু ছোট থেকেই অন্যদের তুলনায় একটু চিকন। বন্ধুদের সাথে তেমন মিশি না আর আমার বন্ধুর সংখ্যাও হাতে গোনা কয়েকজন। কারো কারো কাছে হস্তমৈথুন সম্পর্কে শুনতাম কিন্তু ততটা বুঝতাম না। গত বছর দুয়েক আগে কৌতূহলবশত হস্তমৈথুন করেই ফেলি। অদ্ভুদ রকমের পাগল করে দেয়া একটি সুখকর অনুভূতি পেলাম প্রথম বার। এরপর থেকে এটা বারবার আমাকে ছায়ার মত আকর্ষণ করত। কিছুদিন পর পর্ন দেখার সাথে সাথে একই সময়ে এটা করতে শুরু করলাম। সপ্তাহে ৩,৪ দিন বা তার বেশি হস্তমৈথুন করতাম। কিন্তু প্রতিবারই এটা করার পর এমন হতাশার সৃষ্টি হত যেন সব শেষ! স্পার্ম বের হয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই মনে হত আমি একি করলাম, প্রতিবারই তওবা করতাম যে জীবনে আর এই কাজ করব না। একদিন বা তার বেশি সময় মন খারাপ করে হতাশায় ডুবে থাকতাম কিন্তু দুইদিন পর আবার যেই-সেই! এভাবেই বারবার পুনরাবৃত্তি হচ্ছিল প্রায় দেড়টি বছর ধরে। কোন ভাল কাজ করতে আগ্রহ পেতাম না। ভাল কোন কাজ করার সময় মনে হত কি লাভ এসব করে, আমিতো কঠিন অপরাধে জড়িয়ে আছি। এমনিতেই শুকনা ছিলাম আর দিনে দিনে আরো ডালপালা হয়ে যাচ্ছিলাম, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল হতাশার মাত্রা। একটা সময় খেয়াল করলাম অতীতের অনেক কিছুই আমি মনে করতে পারছি না, বারবার চেষ্টা করছি কিন্তু তবুও পারছি না। একটা সহজ বিষয় বুঝতে বা মনে রাখতে খুব বেগ পেতে হচ্ছে, কোন কাজে শক্তি পাচ্ছিনা। আগে প্রতিদিন ১৫ কি.মি. সাইকেল চালিয়ে কলেজে যেতাম কিন্তু এখন বাজারে যেতেই হাঁপিয়ে যাই।
যাইহোক, আমার সবচেয়ে কাছের বন্ধুর কাছে তার জীবনের গল্প শুনেছিলাম অনেকবার। প্রতিদিন কয়েকবার করে মাস্টারবেট করত সে। কয়েক বছর পর ধাতুক্ষয়ের সাথে তার এমন অবস্থা হয়েছিল যে, তার বীর্য থেকে পায়খানার চেয়ে বাজে দুর্গন্ধ বের হত। একেকটা সময় মাথাব্যথায় অজ্ঞান হয়ে যেত। মেধাবী ছেলেটার ক্যারিয়ার, ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে গিয়েছে বলা যায়। . আমার জীবনে ফিরে আসি, হঠাৎ একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়, দেখলাম আমার পরনের লুঙ্গি ভিজা। নাহ সেটা পানি বা প্রস্রাব ছিলনা, স্পার্ম ছিল। কিন্তু আমি তো স্বপ্নে কিছু দেখিনি, স্বপ্নদোষ তো হয়নি তাহলে এরকম কেন? খেয়াল করলাম অটোমেটিক স্পার্ম বের হচ্ছে ফোটা ফোটা করে। দুইদিন পর রাতে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হল। মনে পড়ল সেই বন্ধুটির কথা, ভাবলাম আমিও কি তার পথে হাটছি, তার পরিণতি কি আমাকে হাতছানি দিচ্ছে?
এতটাই দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে মহান আল্লাহর কাছে তওবা করলাম "আল্লাহ প্রয়োজনে আমার বউ বাচ্চা কিছু লাগবে না আমি জীবনে কোন খারাপ কাজ করব না, কিন্তু আমাকে ওর পরিণতি দিয়েন না" জেলার সবচেয়ে ভাল ডাক্তারের কাছে গেলাম কিন্তু কয়েক মাস ধরে আমার প্রস্রাবের সাথে স্পার্ম বের হচ্ছে এবং সাথে শারীরিক এবং মানসিক দুর্বলতা তো আছেই। সিজিপিএ ৩.৫০ থেকে ২.৭৫ এ নেমে গেল!
ওই বন্ধুর কাছ থেকে জানতে পারলাম আমার পরিচিত অনেক ছেলেই এই অসুখে আক্রান্ত এবং সবার এই সমস্যার শুরু হস্তমৈথুন থেকে।পর্ন,মাস্টারবেশন থেকে এখন আমি দূরে। সময় থাকতে ভাল হওয়ার সুযোগ পেয়েও আমি হাতছাড়া করেছিলাম কিন্তু আজ প্রকৃতি আমাকে জোর করে শান্ত করেছে। জানিনা কবে এই অসুস্থতা থেকে মুক্তি পাব কিংবা আদৌ মুক্তি পাব কিনা শঙ্কিত। অনেকটা সময় নিয়ে মোবাইল কিবোর্ডে কষ্ট করে লিখলাম, প্রয়োজনে লিখার ভুলগুলো সংশোধন করে হলেও লিখাটা প্রকাশ করবেন যেন মাস্টারবেশনে আক্রান্ত ভাইয়েরা একটু হলেও এর ভয়াবহতা বুঝতে পারে। আইডি নেমটা মেনশন করবেন না।
ক্রেডিটঃ লস্ট মডেস্টি || সমাপ্ত

🟡আমাদের সন্তান পর্ন দেখে!!
পূর্বের পর্বঃ https://t.me/TasawwufOfficial/3347

1 week, 2 days ago

সেক্যুলার আদর্শের ৭৩ বছর বয়সী একজন বৃদ্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষকের সক্রিয় ফলো-লিস্ট প্রকাশ পাওয়ার মধ্য দিয়ে রুচির যে দুর্ভিক্ষ এই জাতি দেখে ফেলেছে সেটাই বস্তুত সেক্যুলার লিবারেল সমাজের সামগ্রিক রুচিবোধকে রিপ্রেজেন্ট করে।

এই মুখোশধারী ভদ্রলোক প্রত্যক্ষ কোনো ব্যভিচারে লিপ্ত হওয়ার অভ্যেস রাখেন কি না তা আমার জানা নেই। তবে তার ফলোলিস্ট তার সম্পর্কে কোনো সুধারণা পোষণ করতে দেয় না। ভুলে কোনো খারাপ ভিডিওতে প্রেস করে ফেলা, কিংবা শয়তানের প্ররোচনায় কখনও সখনও এক আধটু দেখে ফেলা অনেক সময় স্মার্ট ফোন ব্যবহারকারী অনেক ভালো মানুষের দ্বারাও হয়ে যেতে পারে, কিন্তু নিয়মিত এবং এধরণের অনেক নোংরা চ্যানেল ফলো করা কোনো ভুলকে রিপ্রেজেন্ট করে না, বিকৃতিকে রিপ্রেজেন্ট করে!

অনেকে তার ফলো লিস্টের স্ক্রিনশট পোস্ট করছেন। প্লিজ এইটা কইরেন না। এর দ্বারা অনেকেই হয়তো শয়তানের প্ররোচনায় এই নোংরা জিনিসে ক্লিক করে এগুলো দেখতে পারে।

তিন প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তা’আলা পাপ-পঙ্কিলতা থেকে পবিত্র করবেন না (অর্থাৎ তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে)। ১. বৃদ্ধ ব্যভিচারী, ২. মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান এবং ৩. অহংকারী গরীব। (সহিহ মুসলিম)

ব্যাপারটা নিয়ে আমি ভাবছিলাম। শারীরিক, মানসিক, পরিবেশগত বা বস্তুগত নানা কারণে অপরাধ করতে পারে। একজন অবিবাহিত তাগড়া যুবক তার জৈবিক চাহিদা স্বাভাবিকভাবে পূরণ না হলে সে হয়তো কোনো কারণে জিনা করে ফেলতে পারে। কিন্তু একজন বিবাহিত পুরুষের ক্ষেত্রে এই ওজর প্রযোজ্য নয়। একারণে একজন বিবাহিত ব্যভিচারির শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু একজন অবিবাহিত ব্যভিচারির শাস্তি বেত্রাঘাত।

একজন সুস্থ পুরুষের ক্ষেত্রেও বয়স ৪০ পার হওয়ার পর টেস্টেস্টোরেন/লিবিডো/জৈবিক চাহিদার মাত্রা কমতে শুরু করে। ৬০ এর পর থেকে এটা অনেকাংশে কমে যায় এবং ৭০ দিকে প্রায় শেষের দিকে চলে আসে। এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল।

আল্লাহ্ কেন বৃদ্ধ ব্যভিচারিকে অধিক ঘৃণা করেন। কারণ, এই বয়সে শারীরিক চাহিদার প্রবল চাপ না থাকা সত্ত্বেও, বয়সের অভিজ্ঞতায় ব্যভিচারের কদর্যতা বোঝা সত্ত্বেও ব্যভিচারের মতো চুড়ান্ত ঘৃণ্য কর্মে লিপ্ত হওয়া তার মানসিক বিকৃতির প্রমাণ বহন করে।
~ আহমেদ রফিক হাফিঃ

2 weeks, 2 days ago

এসএসসির ফলাফল প্রকাশের পর আটজন পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। এটা গণমাধ্যমে আসা খবর। প্রকৃত সংখ্যাটা আরো বেশি হতে পারে।

আত্মহত্যার মূল কারণ ধর্মীয় শিক্ষার অভাব। দীনি দিক্ষা পাওয়া মানুষ হতাশ হতে পারে না। কারণ, তার ভরসার জায়গা আছে। পার্থিব জীবনের ক্ষণস্থায়ী দুঃখ থেকে বাঁচতে সে জাহান্নামের আযাবে ঝাঁপ দিতে পারে না।

পরীক্ষার পাশ-ফেলই সফলতা কিংবা বিফলতার মানদণ্ড নয়। অনেক ফেল করা ছাত্র কর্মজীবনে সফল হয়। আবার ঈর্ষণীয় রেজাল্টের পরও অনেকের কর্মজীবন সুখের হয় না। এর অসংখ্য উদাহরণ আমাদের চোখের সামনে আছে। সামগ্রিক জীবনের তুলনায় পরীক্ষার রেজাল্ট বিশেষ বড় কোনো ঘটনা নয়।

আবার সন্তানদের আত্মহত্যার পেছনে অনেক বাবা-মারও দায় থাকে। নিজেদের অপূর্ণ স্বপ্নের বোঝা তারা এমনভাবে চাপিয়ে দেন সন্তানের কাঁধে, সেই ভার আর তারা বইতে পারে না। ফলে চক্ষুলজ্জায় তারা আত্মহননের পথ বেছে নেয়।

পরীক্ষায় ভালো ফলাফলের চেয়ে বেশি জরুরি ভালো মানুষ হওয়া। আমরা যদি আমাদের সন্তানদের নৈতিক ও দীনি চেতনা সমৃদ্ধ ভালো মানুষ বানাতে পারি, তবে এই ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারব। নয়তো এই সংখ্যাটা দিন দিন আরো বাড়তেই থাকবে।

ভোগবাদী সমাজের প্রভাবে আজকাল বেশিরভাগ বাবা-মা অর্থ ও প্রতিপত্তির পেছনে জীবন ব্যয় করেন। পাশাপাশি সন্তানকেও টাকার মেশিন বানাতে চান। পরীক্ষা, ফলাফল, চাকরি, ক্যারিয়ার—এসবই তাদের কাছে জীবনের প্রধান উদ্দেশ্য। অথচ এই বিত্ত-বৈভব যে মানুষকে প্রকৃত সুখী করে না, তার বহু উদাহরণ আমাদের সামনে আছে।

তবুও আমরা স্রোতে গা ভাসাতর পছন্দ করি। মানুষের মতো মানুষ হওয়াটাকে জীবনের প্রকৃত স্বপ্ন বানাই না। এই মানসিকতার পরিবর্তন না হলে, প্রকৃত দীনদারিতা অবলম্বন না করলে চলমান এ দুরবস্থার পরিবর্তন হবে না।

~আহমাদুল্লাহ হাফিঃ

2 weeks, 2 days ago
2 weeks, 2 days ago

“চোরাবালি” (নবম পর্ব)

আমি যখন হস্তমৈথুন বাদ দিয়ে দেই, সে সপ্তাহ থেকেই আমি নিজের নিজের ভিতরে আমূল পরিবর্তন বুঝতে পারি। আমার কাছে মনে হচ্ছিল আমি আগের থেকে আরও বড়, শক্তিশালী হয়ে গেছি। আমি বুক ভরে শান্তিতে শ্বাস নিতে পারছি কাজ বিপদ বা কঠিন হয়েছে তো কি হয়েছে, আমি ভয় পাই না তাতে। আমার প্রতি অন্যদের ধারনাও পাল্টাতে শুরু করলো। আর আমার নিজের মাঝে থাকা এই নতুন ‘আমি’ টাকে আমি এতদিন জানতামই না!!

(বি.দ্র. এখানে মূল লেখকের কথা বলা হয়েছে)

আবার ভয় পাই না মানে এটা না যে আমি ইচ্ছা করে মারামারিতে লিপ্ত হচ্ছি বা অপরাধে জড়িয়ে পড়ছি। আমি নিজের প্রতি এখন আত্মবিশ্বাসী যে ঝামেলা দেখলে তা থেকে পালিয়ে যাবো না। আমি মনে করি, সবাই ছেলে হিসেবে জন্মালেও প্রকৃত পুরুষ সবাই হয়ে উঠতে পারে না । হস্তমৈথুনের ফলে আমরা নিজেরাও জানি না যে আমরা কি অপার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছি!

আচ্ছা আপনি কাদেরকে আসল পুরুষ বলে মনে করেন ? মেসি রোনালদো নেইমার বা সাকিব আল হাসান কে , তাইতো ? এরাই আপনার আদর্শ, আপনার তথাকথিত স্বপ্নের পুরুষ !

এখন সত্যি করে বলুন তো আপনার কি মনে হয় এরা সারাদিন বাসায় বসে থেকে হস্তমৈথুন করে? আপনি মনে করেন যে এরা সারাদিন দরজা বন্ধ করে বসে থেকে চুপচাপ শুধু পর্নদেখে?[১০,১১,১২]

❤️অতিরিক্ত হস্তমৈথুন প্রায়ই জন্ম দেয় অতিরিক্ত অস্থিরতাঃ

হস্তমৈথুনের অস্থিরতার জন্ম দেয়। আর এটার সবচেয়ে বড় প্রমাণ আমি নিজেই। আমি প্রায়ই অস্থির , অধৈর্য হয়ে থাকতাম সব ব্যাপারে। কিন্তু আমি এর কারণ খুঁজে পেতাম না।

হস্তমৈথুন বাদ দেয়ার সাথে সাথে আমার ভিতরে নানা পরিবর্তন আসতে থাকে। আমার আচরণ সংযমী হতে থাকে। অস্থিরতা, অধৈর্য এই ব্যাপারগুলো আমার মাঝে হারিয়ে যেতে থাকে। এটা আমার জন্য আসলেই অনেক বড় শান্তির ছিল। আমি সব সময় আর অস্থির হয়ে থাকি না এটা চিন্তা করে যে ,অন্যরা আমাকে নিয়ে কি ভাবছে।
আমার এই পরিবর্তনের কারণ নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন । আসলে হস্তমৈথুনের সাথে সাথে আমাদের শরীর থেকে বিপুল পরিমাণ টেস্টোস্টেরন বের হয়ে যায়। আর অতিরিক্ত অস্থিরতাও আসে মূলত এটার জন্যই।

আসলে এটা সিগারেট খাওয়ার মতোই ব্যাপার । মানুষ ধূমপান করে মনের অস্থিরতা, দুঃচিন্তা দূর করতে কিন্তু হয় আসলে তার উল্টাটা। ধূমপানের কারণে মানুষের মনের অস্থিরতা, দুঃচিন্তা আরও বেড়ে যায়।হস্তমৈথুনের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই।[১৩]

❤️হস্তমৈথুন মানুষের বিষণ্ণতা বাড়ায়ঃ

একজন যখন হস্তমৈথুন করে ,তখন সে তার ডোপামিন নিঃসরণকারী গ্রন্থিগুলোকে নষ্ট করে ফেলতে থাকে। ডোপামিনের গুরুত্ব নিয়ে আগেই আলোচনা করা হয়েছে। তারপরে আবারও মনে করিয়ে দিচ্ছি মানুষের আনন্দের অনুভূতি আসে মূলত ডোপামিন থেকেই। আর কেউ যখন তার ডোপামিন ব্যয় করে এই হস্তমৈথুন থেকে পাওয়া অল্প আনন্দের পিছনে , তার তখন আর হস্তমৈথুন ছাড়া কিছুই হতাশা, উৎকণ্ঠা, কর্মক্ষেত্রের মেন্টাল স্ট্রেস থেকে পালিয়ে বাঁচার জন্য অনেকেই হস্তমৈথুন করেন। কিন্তু কিছুক্ষণ পরে হতাশা, উৎকণ্ঠা, মেন্টাল স্ট্রেস আবারো ফিরে আসে শতগুন শক্তিশালী হয়ে।ভালো লাগে না।[১৪]

❤️এই বিকৃত রুচির কাজের ফলাফলটা কী কেউ চিন্তা করি?

এই বিকৃত রুচির জঘন্য কাজের মাধ্যমে মানুষ যখন আসক্ত হয়ে পড়ে, তখন আর তার স্বাভাবিক কোন কিছুই ভালো লাগে না। সে আর জীবনে অন্য কোন কিছুই উপভোগ করতে পারে না। সে সবসময় একটা বিষণ্ণতায় ভোগে। কিন্তু সে যখন হস্তমৈথুন বাদ দিয়ে দেয় ,তার ডোপামিন নিঃসরণকারী গ্রন্থিগুলো স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে থাকে। আর ডোপামিনের পরিমাণ স্বাভাবিক অবস্থায় চলে আসলে, তার জীবন থেকে বিষণ্ণতাও দূর হতে থাকে।
সে আক্ষরিক অর্থেই তার জীবনকে উপভোগ করতে শুরু করে। এটাই তো হওয়া উচিত আসলে। সে আনন্দ খুঁজে পেতে থাকে চারপাশের ছোটখাট ব্যাপারগুলো থেকেই।

❤️অতিরিক্ত হস্তমৈথুন আপনাকে মানসিকভাবে দুর্বল,ভীতু আর লজ্জিত করে রাখবেঃ
হস্তমৈথুনের কারণে আপনার কি কি মানসিক সমস্যা হবে সেটা আগেই আলোচনা করা হয়েছে (পড়ুন আগের পর্বগুলো)। আপনি সবসময় অস্থিরতা বোধ করবেন, একটা পাপবোধে নিমজ্জিত থাকবেন ভাবে থাকবেন। আপনি চাইলেও স্বাভাবিক হতে পারবেন না। কারণ হস্তমৈথুন আপনাকে ভিতর থেকে শেষ করে ফেলছে। গ্রাস করে ফেলছে আপনার আবেগ-অনুভূতিগুলো।

সত্যি কথা বলতে আমি নিজেও এরকম অবস্থার মাঝে গিয়েছি। আমি অনেক চেষ্টা করেছি স্বাভাবিক থাকতে কিন্তু ভিতর থেকে কোন ইচ্ছা জাগতো না, কোন জোর পেতামনা। কিন্তু যখন হস্তমৈথুন বাদ দিলাম ,অনেক ক্ষেত্রেই আমার ভিতরে পরিবর্তন আসতে শুরু করলো। আমি স্বাভাবিকভাবেই মানুষজনের সঙ্গে কথা বলতে পারি এখন। এজন্য কোন জড়তা বা ভীতি এগুলো কাজ করে না।

চলবে ইনশাআল্লাহ*
*পর্ব০৮ঃ
https://t.me/TasawwufOfficial/3303

3 weeks, 2 days ago

সুন্দর দু‘আ!

❝আমি জানিনা কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন! আমি জানিনা কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন! আমি জানিনা কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন! আমি জানিনা কিভাবে দু‘আ করলে আমার দু‘আ কবুল করবেন! কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন! ইয়া রব! আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি-ই বলেছেন- “তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো!

তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করবো!” আপনি-ই তো বলেছেন, খালি হাত ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন! আমি অযোগ্য, আমার যোগ্যতার বাইরে আপনি অনেক কিছুই দান করেছেন! আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না! জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে, কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই ইয়া রব! আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই!

ইয়া রব! আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না! আমি তার উপযুক্ত নই, আমার জন্য পরীক্ষা সহজ করে দিন!❞

আমিন!

We recommend to visit

মুভি রিভিউ, মুভি নিউজ আপডেট চ্যানেল।

Last updated 1 year, 2 months ago

ডেইলি চাকরীর খবর, সিলেবাস, বিগত প্রশ্ন:
www.gktodaybengali.in

Last updated 6 days, 17 hours ago

Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Last updated 1 day, 8 hours ago